services nidw gov bd হচ্ছে বাংলাদেশ সরকারি কর্তৃক পরিচালিত একটি এনআইডি সেবা প্রদানকারী ওয়েবসাইট। নাগরিকের বিভিন্ন অনলাইন ভিত্তিক সেবা প্রদানের লক্ষ্যে services.nidw.gov.bd এই ওয়েবসাইটটি ডেভেলপ করা হয়।
খুব সহজেই এই ওয়েবসাইটে একটা একাউন্ট করা যায় যার মাধ্যমে আমরা nid card download, nid card check থেকে শুরু করে নতুন ভোটার আইডি কার্ড এর আবেদন পর্যন্ত করতে পারি।
আপনারা যারা Nid service অনলাইনেই পেতে চান তারা চাইলেই এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। মূলত ২০১৬ সালের দিকে এই ওয়েবসাইটি ডেভেলপ করা হয়, যেন বাংলাদেশের নাগরিক এনআইডি ভিত্তিক বিভিন্ন ইনফরমেশন নিতে পারে এবং সেবা গ্রহণ করে।
services.nidw.gov.bd এই ওয়েবসাইটটি আপনি কি কাজে ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন এইসব বিষয় নিয়ে আজকের এই ব্লগ লেখা হচ্ছে, সুতরাং আপনারা যারা বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইট সম্পর্কে ধারণা রাখতে চান তাদের জন্য উপযোগী একটা আর্টিকেল এটি।
Services nidw gov bd
Services nidw gov bd হচ্ছে বাংলাদেশের একটি nid রিলেটেড সেবা প্রধান কারী ওয়েবসাইট। যার মাধ্যমে আমরা খুব সহজেই চাইলে অনলাইন ভিত্তিক বিভিন্ন জাতীয় পরিচয় পত্র সেবা পেতে পারি। শুধু তাই নয় আপনি চাইলে অনলাইনে smart card status check করতে পারবেন।
মূলত এই ওয়েবসাইটের সুযোগ-সুবিধা সম্পূর্ণরূপে পেতে চাইলে আপনাকে nid wallet সফটওয়্যার দ্বারা ফেস ভেরিফিকেশন এর মাধ্যমে একাউন্ট করতে হবে। তাছাড়া আপনার জাতীয় পরিচয়পত্র রেডি হয়েছে কিনা এই বিষয়টাও জানা যাবে।

অনেক সময় আমাদের যারা ভোটার হয়নি তারা নতুন ভোটার আবেদন করার জন্য, ভোটার আইডি কার্ড সংশোধনের ক্ষেত্রে আবার অনেকেই অনেক সময় ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে পুনরায় উত্তোলনের আবেদন করে থাকেন এই ওয়েবসাইট থেকে। তবে আরও অনেক সুযোগ-সুবিধা রয়েছে। যেগুলো সবগুলো জানতে চাইলে আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে।
services.nidw.gov.bd কেন প্রয়োজন
বলতে গেলে আমাদের অনলাইন সেবা রিলেটেড অনেক কাজেই services.nidw.gov.bd ইউজ করতে পারি। বিশেষ করে যারা সদ্য বুটারে আবেদন করেছেন কিন্তু এখনো আইডি কার্ড হাতে পাই নাই, তারা nidw gov bd তে চেক করে নিতে পারবেন কখন পাবেন।
আবার অনেকেই যারা এখনো পর্যন্ত ভোটার হালনাগাদে অংশগ্রহণ করেন নাই তারাও এখানে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করে তাকে অনলাইনে। আবার অনেকেই যাদের কিনা আইডি কার্ড হয়েছে কিন্তু হারিয়ে গেছে, সুতরাং রি ইস্যুর জন্য এখান থেকেই আবেদন করে অনলাইনে।
তবে আপনাদের সুবিধার্থে এখানে একটি সংক্ষিপ্ত লিস্ট দেওয়া রয়েছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন আপনি এই ওয়েবসাইটটি কি কি কাজে ব্যবহার করতে পারেন এবং কেন প্রয়োজন সেটাও এখন থেকে জেনে নিন।
services nidw gov bd সাইটের সেবা সমুহ
আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে services nidw gov bd এই ওয়েবসাইট দ্বারা অনলাইন ভিত্তিক NID related বিভিন্ন সেবা পেতে পারেন যেমন NID application, NID card download, NID card check ইত্যাদি।
- নতুন ভোটার আবেদন
- Nid card download
- Nid card re issue
- ভোটার আইডি কার্ড সংশোধন
- NID correction service fee calculation
- এনআইডি ফর্ম ডাউনলোড
বলতে গেলে বর্তমান সময়ে এই প্রযুক্তির সহায়তায় এবং সরকারের ব্যবস্থাপনায়, আমরা চাইলেই এনআইডি রিলেটেড প্রায় সকল ধরনের সেবা পেতে পারি, এই এন আইডিডব্লিউ ওয়েবসাইটের মাধ্যমে।
নতুন ভোটার আবেদন
সচরাচর আমরা সকলেই জানি বাংলাদেশ কিংবা অন্যান্য দেশের প্রত্যেকটা নাগরিকের জন্য এনআইডি বাধ্যতামূলক এবং খুবই গুরুত্বপূর্ণ। কেননা আপনি আইডি কার্ড ছাড়া ব্যাংক একাউন্ট খুলতে পারবেন না এমনকি চাকরিতে গেলেও কিংবা বিদেশ ভ্রমণেও লাগে এনআইডি।
তো আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন এবং অনলাইনের মাধ্যমে নতুন ভোটারের আবেদন করতে চান তাহলে আপনি বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইট কিংবা services nidw gov bd download এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন।
আবেদন করার জন্য ওয়েবসাইটে প্রবেশ করে নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন এই অপশন থেকে চলে যাবেন অন্য আরেকটি ওয়েব পেইজে। সেখান থেকে পরবর্তী যেগুলো বলা হবে সবগুলো কাজ কমপ্লিট করলেই আপনি নতুন ভোটারের আবেদন করতে পারবেন অনলাইনেই।
Nid card download
আমরা যারা নতুন ভোটার হয়েছি কিন্তু অনেকদিন হয়ে গেছে এখনো পর্যন্ত আমরা আইডি কার্ড হাতে পাই নাই। তবে সে ক্ষেত্রে আমরা অনেকেই জানিনা যে, আমাদের আইডি কার্ড রেডি হয়ে গেছে কিন্তু আমরা সেটা কালেক্ট করতে পারতেছি না নিয়মটা না জানার কারণে।
তো আপনার কাছে যে স্লিপ নাম্বারটা রয়েছে যেটা কিনা আপনাকে ভোটার হওয়ার সময় দিয়েছিল সেটা দিয়ে অনলাইন থেকে কালেক্ট করুন আপনার নতুন ভোটার আইডি কার্ড এই ওয়েবসাইটের মাধ্যমে। তাছাড়া আপনি যদি পুরাতন হয়ে থাকেন সে ক্ষেত্রেও এখানে একটা অ্যাকাউন্ট করে রাখলে পরবর্তীতে এন আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন এখান থেকে।
Nid card re issue
অনেক সময় বিভিন্ন কারণে আমাদের আইডি কার্ড হারিয়ে ফেলি কিংবা আগুনে পুড়ে ফেলি তাছাড়া অনেক কারণেই নষ্ট হয়ে যায়। তারা চাইলে service nidw gov bd এই ওয়েবসাইট থেকে নির্দিষ্ট একটা প্রসেসের মাধ্যমে সেটা পুনরায় উত্তোলন করতে পারবেন কিংবা ডাউনলোড করতে পারবেন।
তবে সে ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট একটা নিয়ম মানতে হবে যেমন আপনার নিকটস্থানে গিয়ে জিডি করাতে হবে এবং জিডি কফিটা আপনার নিকটস্থ নির্বাচন কমিশনারে জমা দিতে হবে। তারপরে পরবর্তী প্রসেস গুলো কমপ্লিট করলেই আপনার আইডি কার্ড টা পুনরায় হাতে পেতে পারেন।
ভোটার আইডি কার্ড সংশোধন
বিভিন্ন সময় দেখা যায় যে আমরা ভোটার আইডি কার্ড কালেক্ট করার পরে সেখানে ভুল থাকে কিংবা বিভিন্ন কিছু এড করতে হয় যেমন অনেকের মা-বাবার নাম, নিজের নাম জন্ম তারিখ সহ আরো অনেক কিছু।
আবার অনেকেই যারা কিনা আইডি কার্ড করার আগে বিবাহ করেন নাই এবং পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারাও চাইলে নিজের স্বামী-স্ত্রীর নাম ইত্যাদি এড করতে পারেন। অথবা যারা তালাকপ্রাপ্ত হয়ে গেছেন তারাও তাদের স্বামী-স্ত্রীর নাম নিজের আইডি কার্ড থেকে কেটে ফেলতে চাইলে সেটাও পারেন। ভোটার আইডি কার্ড সংশোধন করুন।
এক কথায় বলতে গেলে আপনার আইডি কার্ডে যদি কোন কিছু সংশোধন করার প্রয়োজন পড়ে তাহলে আপনি বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইট থেকে সেটা করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে, যদিও বা সে ক্ষেত্রে আপনাকে বিভিন্ন কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে।
NID correction service fee calculation
কমবেশি আমরা সকলেই জানি সংশোধন করার ক্ষেত্রে কিছু টাকা আমাদেরকে পেমেন্ট করতে হয় তবে সেটা আপনারা সংশোধনের ধরণের উপর ভিত্তি করে। তো এখন আপনি যেগুলো সংশোধন করবেন সেগুলো সংশোধন করতে কত টাকা প্রয়োজন এই বিষয়টা জানতে পারবেন এই ওয়েবসাইটের services nidw gov bd fees এর মাধ্যমে।
মূলত এখানে আপনাকে সিলেক্ট করতে হবে কোন কোন বিষয়গুলো আপনি সংশোধন করতে চাচ্ছেন। সুতরাং এর জন্য চলে যেতে পারেন আপনি services.nidw.gov.bd/nid-pub/fees এই লিংকে। সেখান থেকে দেখে নিন আপনার আইডি কার্ডটা সংশোধন করতে কত টাকা প্রয়োজন হতে পারে।
বিভিন্ন ফর্ম ডাউনলোড করুন
আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করলে একদম উপরে মেনু বারে একটা ডাউনলোড নামে অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করার পর আপনি বিভিন্ন ফর্ম দেখতে পাবেন যেগুলো চাইলে আপনি ডাউনলোড করতে পারেন সেখান থেকে। তো services nidw gov bd nid-pub এই ওয়েবসাইটটি এটার জন্য ব্যবহার করা যায়।
Services nidw gov bd ব্যবহারের নিয়ম
এই আর্টিকেলের মধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের যে সেবা গুলির কথা উল্লেখ করা হয়েছে সেগুলো যদি আপনি সহজে পেতে চান তাহলে নির্বাচন কমিশন ওয়েব সাইটে একটা একাউন্ট করতে হবে। তবে অ্যাকাউন্ট করা ছাড়া ও আপনি কয়েকটি স্বভাব পেতে পারেন যেমন এনআইডি সংশোধন করতে কত টাকা লাগে এই ক্যালকুলেটর।
তবে আপনি যদি ভোটার আইডি কার্ড ডাউনলোড, ভোটার আইডি কার্ড সংশোধন, হারিয়ে গেলে পুনরায় উত্তোলনের আবেদন, নতুন ভোটার হওয়ার জন্য আবেদন অনলাইনে ইত্যাদি এসব বিষয়ে সেবা নেওয়ার জন্য অবশ্যই এখানে একটা একাউন্ট করতে হবে।
কিভাবে একাউন্ট করতে হয় এই রিলেটেড ইনশাল্লাহ একটি আর্টিকেল আমার এই ওয়েবসাইটে তুলে ধরার চেষ্টা করব। তবে আপনি যদি ভোটার আইডি কার্ড ডাউনলোড রিলেটেড আমার যে আর্টিকেলটি রয়েছে সেটা পড়েন সেখান থেকেও জেনে যাবেন।
হ্যাঁ এটা বাংলাদেশ গভার্নমেন্ট ভিত্তিক একটা ওয়েবসাইট যেটাতে আপনি এনআইডি রিলেটেড বিভিন্ন ইনফরমেশন পাবেন কিংবা বিভিন্ন বিভিন্ন ভাবে উপভোগ করতে পারবেন। অনেকেই অনলাইনে নতুন ভোটারের আবেদন করতে আবার অনেকেই বিভিন্নভাবে এই ওয়েবসাইট ব্যবহার করে থাকে।
হ্যাঁ অবশ্যই আপনি বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন ডকুমেন্ট সাবমিট করে আপনার আইডি কার্ড সংশোধনের আবেদন করতে পারবেন। তবে সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইটে একটা একাউন্ট ক্রিয়েট করতে হবে আপনার এন আইডি কিংবা স্লিপ নাম্বার ইত্যাদি দিয়ে।
অবশ্যই আপনি এনআইডি সার্ভিস ওয়েবসাইট দ্বারা নতুন ভোটার আইডি কার্ডের আবেদন করতে পারবেন। তবে অবশ্যই আবেদন করার পরে অনলাইনে আবেদন ফরমটি নিয়ে যোগাযোগ করতে হবে আপনার সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়।
To download NID card through this website you need to register an account by entering the website. After registration, you will see a button called download on the home page of your account, click on it.
এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে সর্বপ্রথম সার্ভিস এনআইডি ডাবলু ওয়েব সাইটে প্রবেশ করতে হবে। তারপর আপনার এনআইডি বা ফোন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে সর্বশেষ ফেস ভেরিফিকেশন কমপ্লিট করে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে ফেলবেন।
nidw link | services nidw gov bd click |
download | nid card online download |
ডাউনলোড | nid wallet |
home | nid blog |
Check | Nid card check |