অনেক সময় বিভিন্ন কারণে আমরা আমাদের ভোটার আইডি কার্ড চেক করে থাকি। তাই আজকে আমি চিন্তা করলাম আপনাদের সাথে NID Card Check করা নিয়ে একটি নিবন্ধ শেয়ার করতে। তাই আজকের এই নিবন্ধনটি পড়ে জেনে নিন এই বিষয়টি।
আপনি কি আপনার ভোটার আইডি কার্ড হাতে পেয়েছেন? এখন কি ভোটার আইডি কার্ড চেকিং অ্যাপের মাধ্যমে জানতে চান আপনার জাতীয় পরিচয় পত্র আসল না নকল? তাছাড়া বিভিন্ন কারণে অনেকেই জাতীয় পরিচয় পত্র যাচাই করতে চাই।
আজকের এই ব্লগটি যদি আপনি সম্পূর্ণরূপে পড়েন তাহলে nid card check bangladesh থেকে শুরু করে যাবতীয় বিষয় সম্পর্কে অবগত হবে। আপনি চাইলে ভোটার আইডি কার্ড চেকিং অ্যাপ দ্বারা যে কারো এন আইডি নাম্বার, জন্ম তারিখ ইত্যাদি দিয়ে তার মা-বাবার নাম এবং ঠিকানা ইত্যাদি দেখতে পাবেন।
সেই সাথে আমি আপনাদের সাথে শেয়ার করেছি services nidw gov bd ওয়েবসাইট ব্যবহার করে কিভাবে আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন এই বিষয়টিও।
আরেকটা মজার বিষয় হচ্ছে উল্লিখিত ওয়েবসাইট প্রবেশ করে একটা অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করে ফেলবেন। তখন আপনার ভোটার আইডি কার্ড সংশোধন থেকে শুরু করে আরো এন আইডি রিলেটেড বিভিন্ন কাজ করতে পারবেন। তাছাড়া আপনার সম্পূর্ণ ডিটেইলস দেখা যাবে এখানে একটা একাউন্টে nid registration করলে ।
আরেকটা বিষয় হচ্ছে, মূলত আজকের এই ব্লগটি যখন আপনি সম্পূর্ণরূপে পড়েন ফেলবেন তখন বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ড চেক করার বিষয়টিই সম্পূর্ণরূপ জানতে পারবেন।
Nid card check
আপনার ভোটার আইডি কার্ড চেক করতে আপনার মোবাইলের মেসেজ ফোল্ডারে যান এবং নতুন মেসেজ লিখার অপশন চয়েস করুন এবং লিখুন NID <space> Form number <space> Date of birth তারপর Send করুন 105 নাম্বারে।
দেখা গেছে যে, আমরা অনেকেই নতুন ভোটার আইডি কার্ডের আবেদন করেছি কিন্তু এখনো পর্যন্ত আইডি কার্ড হাতে পাই নাই। তারা চাইলে এসএমএস এর মাধ্যমে নিজের Form নাম্বার ব্যবহার করে নতুন ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন।
আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনি চাইলে উপরের নিয়ম অনুযায়ী ফরম নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড ব্যবহার করে সেটা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। যখন আপনি সিম কার্ড রেজিস্ট্রেশন করাতে চাইবেন তখন হয়তো আপনার কাছে নতুনত্ব হিসেবে আইডি কার্ড নেই।
আর আপনার কাছে ফরম নাম্বার থাকলে, সেটা দিয়ে এসএমএস এর মাধ্যমে আপনার এনআইডি নাম্বার জানতে পারবেন। এনআইডি নাম্বার দিয়ে চাইলেই খুব সহজে সিম রেজিস্ট্রেশন থেকে শুরু করে অনেক কাজ করা যায়।
SMS Format: NID space Form number space Date of birth লিখে পাঠিয়ে দিন 105 নাম্বারে
এখন আপনাকে ফিরতি এসএমএস এর মাধ্যমে জানানো হবে আপনার এনআইডি কার্ডের নাম্বার। তবে অবশ্যই আপনার জাতীয় পরিচয় পত্র রেডি হলেই দেখতে পাবেন।
তাহলে চলুন আমরা স্টেপ বাই স্টেপ আরো এই রিলেটেড অনেক কিছু জেনে আসি যেগুলো আপনার উপকারে আসবে।
ভোটার আইডি কার্ড চেক 2023
ভোটার আইডি কার্ড চেক করতে সর্বপ্রথম services.nidw.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার ফরম/এনআইডি নাম্বার, জন্মতারিখ, Nid wallet সফটওয়্যার দ্বারা ফেস ভেরিফিকেশন, পাসওয়ার্ড সেট করে NID Account এ লগইন করে আপনার ভোটার আইডি কার্ড চেক করুন।
তবে এখানেই এনআইডি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় পাসপোর্ট দেওয়া না দেওয়া এটা অপশনাল থাকবে। তবে আমি রিকমেন্ট করি খুব শক্ত একটা পাসওয়ার্ড আপনার এন আইডি একাউন্টে সেট করতে।
মোবাইলে ভোটার আইডি চেক | Nid check
আপনারা যারা স্মার্টফোন ব্যবহার করেন, তারা যদি খুব সহজে প্রক্রিয়া অবলম্বন করে ভোটার আইডি কার্ড আসল না নকল এই বিষয়টা চেক করতে চান, তাহলে তাদের জন্য এই লেখাগুলো লেখা হচ্ছে।
এর জন্য আপনাকে মূলত অনলাইন জিডি নামে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করুন। তবে সম্পূর্ণ প্রসেসটা নিচে স্টেপ বাই স্টেপ দেওয়া হল-
- আপনার স্মার্ট ফোন থেকে প্লে স্টোরে চলে যান তারপর ‘অনলাইন জিডি’ লিখে সার্চ করুন।
- এখন Online GD নামে যে এপ্লিকেশনটা প্রথমে শো করতেছে সেটা ইন্সটল করুন
- এপ্লিকেশন টা ওপেন করে ডান পাশের ‘নিবন্ধন’ বাটনে ক্লিক করুন
- এখন প্রথম ঘরে জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং দ্বিতীয় ঘরে সঠিক জন্ম তারিখ দিন
- একদম পরিচয়পত্র যাচাই বাটনে ক্লিক করে আপনার ভোটার আইডি কার্ড চেক করুন
এভাবেই উপরে উল্লেখিত স্টাফ গুলো ফলো করে আপনি আপনার স্মার্ট ফোন থেকে nid card check করে নিতে পারবেন। তাই আবারও রিকমেন্ড করছি বিস্তারিত জানতে চাইলে অবশ্যই ওপরের স্টেপ গুলো খুব ভালোভাবে পড়ুন।
পুরাতন ও নতুন ভোটার আইডি কার্ড চেক করুন
আমি বারবার recomment করি আপনার পুরাতন ভোটার আইডি কার্ড চেক করতে চাইলে nid service ওয়েবসাইটে প্রবেশ করে একটা এনআইডি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ফেলুন। পরবর্তীতে আপনি যে যেকোনো সময় চাইলে এখানে লগইন করে বিস্তারিত তথ্য দেখতে পাবেন আপনার এনআইডি রিলেটেড।
তবে যারা নতুন ভোটার নিবন্ধন হওয়ার আবেদন করেছেন, কিন্তু এখনো পর্যন্ত আইডি কার্ড নাম্বার হাতে পান নাই। আমি মনে করি, অবশ্যই একটা স্লিপ বা ফরম নাম্বার রয়েছে। তারা চাইলে ওই ফোন নাম্বার দিয়ে উল্লেখিত ওয়েবসাইটে একাউন্ট করতে পারেন।
চাইলে আপনার অ্যাকাউন্ট করা হয়ে গেলে নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। তাছাড়া জাতীয় পরিচয়পত্র যাচাই করার অন্যতম পদ্ধতি হচ্ছে এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং সেখান থেকে যাচাই করা।
অনলাইনে nid check bangladesh করুন
শুধুমাত্র নাম ও ঠিকানা সহ জাতীয় পরিচয় পত্র চেক করতে চাইলে আপনাকে ব্যবহার করতে হবে ldtax.gov.bd এই ওয়েবসাইটটি। মূলত ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে নাগরিক নিবন্ধনে যেতে হবে। এখন আপনার সঠিক মোবাইল নাম্বার, এন আই ডি নাম্বার এবং সঠিক জন্ম তারিখ দিয়ে OTP ভেরিফিকেশন করতে হবে।
- সর্বপ্রথম ldtax.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করুন
- মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিন
- আপনার দেওয়া নাম্বারে যাওয়া ওটিপি কোডটি দিয়ে একাউন্ট ভেরিফাই করুন
- এখন পুনরায় উল্লেখিত ওয়েবসাইটে প্রবেশ করে একাউন্টে লগইন করুন এবং voter ID card check করুন
কম বেশি আমরা সকলেই জানি আমরা যখন এই ওয়েবসাইট দিয়ে আগে জাতীয় পরিচয় পত্র চেক করতাম তখন ছবিসহ দেখা যেত। কিন্তু এখন নাগরিকের নিরাপত্তা নিশ্চিতকরণে শুধুমাত্র নাম ও ঠিকানা সহ জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড চেক করা যাবে এই ওয়েবসাইট দিয়ে।
ভোটার আইডি কার্ড চেক করার জন্য মূলত দুটি জিনিসের বিশেষত প্রয়োজন ১. আপনার ফরম নাম্বার বা এন আইডি নাম্বার ২. সঠিক জন্ম তারিখ। তবে এগুলো ছাড়াও চেক করার জন্য আপনার স্মার্টফোন বা ইন্টারনেট কানেকশন তো রয়েছেই।
আইডি আইডি কার্ড চেক করার অনেক প্রয়োজনীয়তা রয়েছে যেমন কোম্পানিতে এমপ্লয়ি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বা অপরিচিত লোকদের বাসা ভাড়া দেওয়া ইত্যাদি ক্ষেত্রে।
হ্যাঁ অবশ্যই, আপনি নির্দিষ্ট একটা ওয়েবসাইট (বাংলাদেশ নির্বাচন কমিশন) থেকে নির্দিষ্ট প্রসেসে অবলম্বন করে কিছু ডকুমেন্টস সাবমিট করার মাধ্যমে আইডি কার্ড অনলাইন চেক করতে পারবেন।
আপনি যখন আপনার ভোটার আইডি কার্ড কিংবা স্লিপ নাম্বার ইত্যাদি দিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন তখন সেখানে বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন যেমন এন আইডি কার্ড ডাউনলোড, হারিয়ে গেলে পুনরায় উত্তোলনের আবেদন, সংশোধনসহ আরো যাবতীয় বিষয়।
Check | smart card check |
Wallet | nid wallet |
FiND | How to find nid card |
Apply | Apply new NID card |
Online | NID card online copy |