আমরা অনেকেই smart nid status check এ বিষয়টি জানতে চাই কিন্তু পারিনা। তাদের জন্য মূলত আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি লেখা হচ্ছে যদি আপনি জানতে চান তাহলে নিবন্ধটা অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন বলে আমি মনে করি।
আজকের এই নিবন্ধের মধ্যে আমরা জানতে পারবো কিভাবে অনলাইনের মাধ্যমে চেক করতে হয় আমাদের স্মার্ট কার্ড হয়েছে কিনা এই বিষয়টি। তাছাড়া আমি আরো শেয়ার করার চেষ্টা করব আমরা কিভাবে দ্রুত আমাদের স্মার্ট কার্ড টা পেতে পারি।
আপনি নিজেই জানেন হয়তো, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের একমাত্র নাগরিকত্বের পরিচয় বহন করবে এনআইডি কিংবা স্মার্ট কার্ড। আর আপনি চাইলে স্মার্ট কার্ডের পরিবর্তে Nid card download করে নিতে পারবেন।
তাছাড়া চাইলে আপনি এসএমএস এর মাধ্যমে স্মার্ট কার্ড স্ট্যাটাস যাচাই করতে পারবেন। তবে অবশ্যই তার জন্য আপনাকে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে এসএমএস করতে হবে নির্দিষ্ট একটা নাম্বারে। তো আপনি যদি প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে জানতে চান তাহলে আমাদের আর্টিকেলটি পড়ুন।
সংক্ষেপে জানুন: এখানে ক্লিক করে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক ওয়েব সাইটে প্রবেশ করুন, আপনার ফরম নাম্বার অথবা এন আইডি নাম্বার দিন, সঠিক জন্ম তারিখ দিন, সিকিউরিটি ক্যাপচা পূরণ করে সাবমিট বাটন ক্লিক করুন এবং স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করুন।
smart nid status check
স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার জন্য services.nidw.gov.bd/nid-pub/card-status এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার স্লিপ নাম্বার/Nid number, জন্ম তারিখ এবং সর্বশেষ একটা সিকিউরিটি কোড পূরণ করে এখন ক্রিয়েট করুন। এবং আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করে নিন।
আমি আজকের এই আর্টিকেলে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে শেয়ার করব তবে তার আগে সংক্ষিপ্ত আকারে শেয়ার করার চেষ্টা করেছি। তো আপনি যদি বিষয়টা ভালো ভাবে জানতে চান অর্থাৎ smart nid status check প্রসেসটা জানতে চাইলে অবশ্যই নিবন্ধন টা শেষ পর্যন্ত পড়বেন।
- Smart card status check ওয়েবসাইটে প্রবেশ করুন
- ফর্ম নাম্বার অথবা এন আইডি নাম্বার দিন
- সিকিউরিটি ক্যাপচা পূরণ করুতা
- আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করে নিন
কম বেশি আমরা সবাই অবগত যে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় নির্বাচন কার্যালয় কর্তৃক বিভিন্ন সময় স্মার্ট কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। এমনকি ২০১৯ সালের পরে যারা ভোটার নিবন্ধন হয়েছেন তাদেরকে অলরেডি আশা করি স্মার্ট কার্ড দিয়ে দিয়েছেন (হয়তো অনেকেই বিভিন্ন সমস্যা জনিত কারণে পান নাই) আশা করি অতি দ্রুত পেয়ে যাবেন।
আরো পড়ুন – জাতীয় পরিচয় পত্র যাচাই
তাই আপনি যদি আপনার স্মার্ট কার্ড টা পেতে চান এবং স্ট্যাটাস চেক করতে চান কোন অবস্থাতে রয়েছে তাহলে অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট প্রসেস অবলম্বন করতে হবে। এখন আপনার প্রশ্ন জাগতে পারে সেই প্রসেসটা আবার কি রকম? যেটা কিনা আজকের এই নিবন্ধটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।
আপনি চাইলে দুই ভাবে আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা জানতে পারেন একটা হচ্ছে অনলাইন পদ্ধতির মাধ্যমে অফারটা হচ্ছে এসএমএসের মাধ্যমে। তাই আমি চিন্তা করেছি প্রত্যেকটা আপনাদেরকে আলাদা আলাদা ভাবে শেয়ার করতে। তাহলে আমরা আলাদাভাবে জেনে আসি-
অনলাইনের মাধ্যমে smart nid status check করার নিয়ম
মূলত অনলাইনের মাধ্যমে যদি আপনি এই কাজটা করতে চান তাহলে আপনাকে নির্দিষ্ট একটা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে যেটা কিনা বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইট এর একটা ফেস কিংবা টুল। এখানে প্রবেশ করে আপনাদের নির্দিষ্ট কিছু ডকুমেন্ট (যে কার্ডের স্ট্যাটাস চেক করতে চান) সাবমিট করতে হবে।
তো তার আগে আমাদের একটা বিষয় জানা দরকার ডকুমেন্টস গুলো কি কি অর্থাৎ আমরা যদি অনলাইন থেকে এই কাজটা করতে চায় তাহলে আমাদের কি কি প্রয়োজন পড়বে। তাহলে চলুন আমরা আগে সেই বিষয়টা জেনে আসি যেন আমাদের পরবর্তী প্রসেসটা।
smart nid status check করতে যা যা প্রয়োজন
- একটা ডিভাইস (যেটাতে ইন্টারনেট ব্লাউজিং করা যায় যেমন মোবাইল কম্পিউটার, ইত্যাদি।
- ইন্টারনেট কানেকশন সেটা ওয়াইফাই হোক কিংবা মোবাইল ডাটা
- আপনার ফর্ম নাম্বার (আইডি কার্ড করানোর সময় যেটা দিয়েছিল) অথবা এন আইডি নাম্বার
- আইডি কার্ড অনুযায়ী আপনার সঠিক জন্ম তারিখ
স্ট্যাটাস চেক করার নিয়ম
Time needed: 4 minutes
এখন আমরা জানবো আজকে বাই স্টেপ কিভাবে অনলাইন থেকেই আমাদের স্মার্ট কার্ডটি কোন অবস্থাতে রয়েছে সেটা কখন পাবো রেডি হয়েছে কিনা এসব বিষয় জানতে পারবো।
- বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েব সাইটে প্রবেশ করুন
মূলত সর্বপ্রথম আপনাকে বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সেখান থেকে স্মার্ট কার্ড স্ট্যাটাস করার যে ফেসটি রয়েছে সেখানে প্রবেশ করতে হবে। তবে আপনি চাইলে শর্টকাটের মাধ্যমে এখানে ক্লিক করে অথবা services.nidw.gov.bd/nid-pub/card-status এটা ভিজিট করতে পারেন
- আপনার ফর্ম নাম্বার অথবা এন আই ডি নাম্বার দিন
এখন আপনাকে একটা পেইজ নিয়ে যাওয়া হবে যেখানে কয়েকটা খালিঘর দেখতে পাবেন সেখান থেকে প্রথম ঘরে আপনাকে ফরম নাম্বার অর্থাৎ যেটা আপনাকে ভোটার হওয়ার সময় দেওয়া হয়েছিল। তাছাড়া আপনার কাছে যদি এন আইডি নাম্বার থাকে তাহলে সেটাও দিতে পারবেন।
- সঠিক জন্ম তারিখ দিন
এই স্টেপের মধ্যে মূলত আপনাকে আপনার সঠিক জন্ম তারিখটা প্রোভাইড করতে হবে যেটা কিনা আপনি আইডি কার্ড করানোর সময় দিয়েছিলেন আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী। সেটা অবশ্যই আপনাকে দিন মাস বছর এই ফরমেটে বসাতে হবে আশা করি বুঝতে পেরেছেন।
- সিকিউরিটি ক্যাপচা পূরণ করুন
এখানে সিকিউরিটি ক্যাপচা বলতে আপনি একদম নিচে যে খালি ঘরটা দেখতে পাবেন তার ঠিক উপর একটা ঝাপসা ইমেজের মধ্যে সংখ্যা রয়েছে। সেই সংখ্যাটা হুবহু আপনাকে নিচের ঘরে বসাতে হবে যদি সংখ্যাটা বড় হাতের হয় তাহলে বড় হাতের যেটা ছোট হাতের সেটা ছোট হাতের বসাতে হবে অবশ্যই।
- সাবমিট বাটনে ক্লিক করে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করে নিন
একদম নিচে আপনি একটা বাটন দেখতে পাবেন যার নাম হচ্ছে ‘সাবমিট’ এই বাটনে আপনাকে ক্লিক করতে হবে। বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে অপর আরেকটি পেইজে নিয়ে যাওয়া হবে যেখানে আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস দেখতে পাবেন।
আপনি যদি আপনার স্মার্ট কার্ড কোন অবস্থায় রয়েছে কিংবা Smart card status check চেক করতে চান তাহলে অবশ্যই উপরের দেখানো নিয়মটা ফলো করতে পারেন। মূলত এটা হচ্ছে অনলাইন পদ্ধতি অর্থাৎ আমরা ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে করলাম যার জন্য অবশ্যই ইন্টারনেটের প্রয়োজন।
আরো পড়ুন – Nid card check
এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এসএমএস এর মাধ্যমে আমাদের স্মার্ট কার্ড টা দেখতে পারি সেটা এখন রেডি হয়েছে কিনা এ বিষয়টি। তাছাড়া পরবর্তীতে আরো শেয়ার করব আমরা কিভাবে দ্রুত সময়ের মধ্যে আমাদের স্মার্ট কার্ড হাতে পাব সেটাও জানতে চাইলে পড়ুন আজকের এই নিবন্ধ।
এসএমএস এর মাধ্যমে স্মার্ট কার্ড স্ট্যাটাস যাচাই
আপনার কাছে যদি স্মার্টফোন কিংবা ইন্টারনেট কানেকশন ইত্যাদি না থাকে তাহলে আপনার জন্য সহজ একটা ওয়ে রয়েছে। কম-বেশি অনেকেই স্মার্ট ফোন ব্যবহার করতেই জানিনা মূলত যারা বৃদ্ধ কিংবা আগের মানুষের রয়েছেন। তো তাদের জন্য এখানে সহজ একটা প্রক্রিয়া দেখানো হলো যেটা কিনা আপনি জেনে নিতে পারেন।
তবে এই পদ্ধতিতে ও আপনি দুইভাবে করতে পারি একটা হচ্ছে আপনার কাছে যদি ফরম নাম্বার থাকে তাহলে সেটা দিয়ে। অপরটা হচ্ছে আপনার কাছে যদি এনআইডি কার্ড নাম্বার আগে থেকে জানা থাকে তাহলে সেটা দিয়েও স্মার্ট কার্ড স্ট্যাটাস যাচাই করতে পারবেন। তাহলে চলুন আমরা ফর্ম নাম্বার দিয়ে কিভাবে করতে হয় সেই বিষয়টি আগে জানি।
NID নাম্বার দিয়ে এসএমএস করুন এইভাবে – এসএমএস তৈরি করার অপশনে প্রবেশ করুন এবং এসএমএস লিখুন ⤑ SC NID 1234567890123 (এই জায়গায় আপনার এন আইডি নাম্বার দিন) ⤑ সেন্ড করে দিন ১০৫ নাম্বারে।
ফর্ম নাম্বার দিয়ে এসএমএস করুন এইভাবে – এসএমএস তৈরি করার অপশনে প্রবেশ করুন এবং এসএমএস লিখুন ⤑ SC SC F 12345678 (এই জায়গায় আপনার ফর্ম নাম্বার দিন) D 30-12-2023 (সঠিক জন্ম তারিখ দিন) ⤑ সেন্ড করে দিন ১০৫ নাম্বারে।
আশা করি আপনি জানতে পেরেছেন এসএমএস এবং অনলাইনে কিভাবে Smart card status check করতে হয় খুব সহজে। তো এখন আমরা স্মার্ট কার্ড রিলেটেড আরো কয়েকটি বিষয় জানবো যেটা কিনা হয়তো আমাদের দরকারি হতে পারে।
স্মার্ট কার্ড ডাউনলোড করার নিয়ম
স্মার্ট কার্ড ডাউনলোড করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইট কিংবা services.nidw.gov.bd/nid-pub/claim-account এখানে প্রবেশ করুন। আপনার সঠিক এন আইডি নাম্বার অথবা ফরম নাম্বার, সঠিক জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি দিয়ে একটা একাউন্ট ক্রিয়েট করুন এবং স্মার্ট কার্ড ডাউনলোড করে নিন।
important – স্মার্ট কার্ড প্লাস্টিক জাতীয় এবং চিফ যুক্ত থাকায় এটা ডাউনলোড করে ফ্রিন্ট করা সম্ভব নয়। তাই আপনি এর পরিবর্তে উপরে দেখানো নিয়ম অনুযায়ী জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারবেন।
তাড়াতাড়ি স্মার্ট কার্ড পাওয়ার উপায়
আমাদের মধ্যে অনেকেই জানে কিভাবে তাড়াতাড়ি স্মার্ট কার্ড পেতে হয়। আসলেই কি এর জন্য কোন নিয়ম রয়েছে? যার মাধ্যমে আমরা পেতে পারি তাড়াতাড়ি আমাদের স্মার্ট কার্ড টি। যদিও বা তেমন নির্দিষ্ট কোন নিয়ম নেই তবে আপনি চাইলে একটু চেষ্টা করে দেখতে পারেন অন্য আরেকটি পদ্ধতি তাহলে সেটা এখন চলেন আমরা জেনে আসি।
আপনার স্মার্ট কার্ড টা তৈরি হয়েছে কিনা উপরের দেখার নিয়ম অনুযায়ী জানার পর যদি দেখতে পান যে স্মার্ট কার্ড রেডি। তাহলে আপনি খুব তাড়াতাড়ি জল করার চেষ্টা করবেন আপনার নিকটস্থ নির্বাচন কার্যালয়ে (যেহেতু তাদের কাছেই স্মার্ট কার্ড বিতরণের অনুমোদন)।
আরো পড়ুন – nid wallet download : এনআইডি ওয়ালেট ডাউনলোড করার নিয়ম
তাদেরকে গিয়ে জানান যে আমার স্মার্ট কার্ড রেডি হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমি হাতে পাই নাই। তাদেরকে প্রশ্ন করবেন আমি এখন কি করতে পারি? তারা আপনার বিষয়টা যাচাই বাছাই করে দেখবে যদি ঠিকঠাক থাকে আপনাকে একটা পরামর্শ দিবে। হইতে যদি তারাও আপনার স্মার্ট কার্ড সংগ্রহ করে তাকে তাহলে আশা করি দিয়ে দিবে (যেহেতু এটা আপনার প্রাপ্য)।
FAQ
অবশ্যই আপনারা যারা পুরাতন ভোটার রয়েছেন তারা স্মার্ট কার্ড পাবেন তবে তার জন্য আপনাকে দশ আঙ্গুলের চাপ, চোখের আইরিস স্ক্যান করতে হবে ইত্যাদি। তারা কখন কিভাবে পাবেন এই বিষয়টা জানতে অবশ্যই আপনার নিকটস্থ নির্বাচন কার্যালয় যোগাযোগ করুন।
আপনার কমপক্ষে স্মার্ট কার্ড পেতে এক থেকে দুই বছর সময় লাগতে পারে। কেননা আমরা সকলেই জানি, স্মার্ট কার্ড প্রদান করা একটি ব্যয়বহুল প্রকল্প। যার কারণে বাংলাদেশের প্রায় সাড়ে সাত কোটি মানুষ এখনো পর্যন্ত স্মার্ট কার্ড পাইনি।
স্মার্ট কার্ড একটি প্লাস্টিক জাতীয় জিনিস এবং এটাতে রয়েছে চিপযুক্ত, তাই আপনি এটা অনলাইন থেকে কোনভাবেই ডাউনলোড করতে পারবেন না। কেননা আপনি লিমিনেটিং করা জাতীয় পরিচয় পত্রের মত অনলাইন থেকে ডাউনলোড করে সেটা ফ্রিন্ট করতে পারবেন না।
আপনার স্মার্ট কার্ড যদি হারিয়ে যায় সেটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন না তবে আপনি সেটা থানায় গিয়ে জিডি করাবেন। পরবর্তীতে আপনি জিডি কপিটা নির্বাচন কার্যালয় জমা দিলে তারা আপনাকে দিক নির্দেশনা দিবে।
উইকিপিডিয়ার তো তোমাকে বাংলাদেশ নির্বাচন কমিশনের nid wing ২০১৬ সালের দিকে বাংলাদেশ স্মার্ট কার্ড সম্পর্কিত তথ্য উপস্থাপন করা হয়। এই স্মার্ট কার্ডের মধ্যে মূলত ইন্টারগ্রেট সার্কিট কার্ড বা চিপ কার্ড ব্যবহৃত হয়েছে।
আমাদের মধ্যে অনেকেই স্মার্ট কার্ডকে ATM কার্ড মনে করে থাকে যার কারণেই বা হয়তো অনেকেই এখানে টাকা আছে কিনা জিজ্ঞেস করে। আসলে মূলত এটা হচ্ছে এমন একটি কার্ড যেখানে গ্রাহক কিংবা নাগরিকের বিভিন্ন ইনফরমেশন সংযুক্ত করা থাকে।
উপসংহার – আশা করি আজকের এই নিবন্ধটি পড়ে আপনি জানতে পেরেছেন smart nid status check কিভাবে করতে হয়। যদি কোন প্রকার ভুল থাকে তাহলে সংশোধনের আবেদন করবেন আর যদি উপকার হয় অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ইনশাআল্লাহ আমি মনে করি আপনি এনআইডি রিলেটেড অনেক কিছু তথ্য পাবেন।