আমরা বিশেষ করে বাংলাদেশের মানুষ যারা জমি-জমা নিয়ে কাজ করি তারা www land gov bd এই নামে একটা ওয়েবসাইটের কথা শুনেছি।
আসলেই এই ওয়েবসাইটের কাজ কি এবং আমরা জমি জমা নিয়ে কাজ করতে গেলে এই ওয়েবসাইট কিভাবে ব্যবহার করতে পারি। তাছাড়া খতিয়ান অনুসন্ধান করতে গেলেই কি এই ওয়েবসাইটের প্রয়োজন পড়বে।
কিভাবে আমাদের আরশ খতিয়ান থেকে শুরু করি বিভিন্ন খতিয়ান চেক করতে পারি এই ওয়েবসাইট ব্যবহার করে। তাছাড়া আজকের এই নিবন্ধে আমরা এই বিষয়টাও জানবো জমি জমা নিয়ে বিভিন্ন কাজ করতে গেলে কেন এই ওয়েবসাইট গুরুত্বপূর্ণ।
land gov bd
বাংলাদেশ ল্যান্ড গভ বিডি হচ্ছে land ministry এর অফিসের ওয়েবসাইট যেখানে আপনি ভূমি রিলেটেড বিভিন্ন ইনফরমেশন এবং সেবা নিতে পারবেন। ই-পর্চা যাচাই কিংবা ই নামজারি থেকে শুরু করে বিভিন্ন কাজ করা যায় এই ওয়েবসাইটের মাধ্যমে।
আরো পড়ুন – services nidw gov bd
ওয়েবসাইটে আপনি ভূমি সংক্রান্ত তথ্য ও সেবাগুলি পেতে পারেন যেমন জমির মালিকানার তথ্য, ভূমি রেকর্ড ও দলিলের তথ্য, জমি মূল্য নির্ধারণ, মূল্য সংক্রান্ত আপীল ইত্যাদি।
সুতরাং এই ওয়েবসাইটটি কিভাবে ব্যবহার করতে হয় এবং এই সংক্রান্ত আরো বিভিন্ন ইনফরমেশন পেতে ফলো করতে হবে আজকের এই নিবন্ধটি।
কেন www land gov bd এর প্রয়োজন?
এই ল্যান্ড মিনিস্টারি ওয়েবসাইটটা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন জমি-জমার কাজে ব্যবহার হয়ে থাকে যেমন জমি সংস্কার, নামজারি, মালিকানা নিবন্ধন, ভূমি রেকর্ড ও জমির সংরক্ষণ ইত্যাদি কাজে।
তবে এখন আমরা বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব কি কাজে এবং কেন গুরুত্বপূর্ণ এ ওয়েবসাইট। তাহলে চলুন আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি বিষয়ে আপনাদের সাথে আলোচনা করি।
- জমি মালিকানার তথ্য: মানুষের উদ্যোগে জমি ক্রয় বা বিক্রয়ের সময় সঠিক ও আপডেটেড মালিকানার তথ্য দরকার হয়। “land gov bd” ওয়েবসাইটে জমির মালিকানার তথ্য পাওয়া যায় এবং নিশ্চিত হওয়া যায় যে, জমিটি তার। বিশেষ করে কোন জমি ক্রয় করার সময় এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- রেকর্ড ও দলিলের তথ্য: নিখুঁত বা সঠিক দলিলের তত্ত্ব পাওয়া যায় এই ওয়েবসাইটের মাধ্যমে। যা কিনা প্রশাসনিক কার্যক্রম, মামলা মোকদ্দমা থেকে শুরু করে প্রয়োজন পড়ে জমি সংরক্ষণের কাজে।
এক কথায় বলতে গেলে ভূমি মন্ত্রণালয়ের এই ওয়েবসাইট কিংবা ভূমি অধিদপ্তর ওয়েবসাইট জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটি অনেক ক্ষেত্রেই ভূমি তত্ত্বের সংরক্ষণ এবং সম্পত্তির মালিকানাধীন ব্যক্তির ইনফরমেশন প্রোভাইড করে থাকে।
আরো পড়ুন – eporcha gov bd
এছাড়া নানা কাজে আমাদের অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অবশ্যই এই ওয়েবসাইট সম্পর্কে জানা আমাদের প্রত্যেকের উচিত বিশেষ করে যারা জমি জমা ক্রয়-বিক্রয় এর কাজ করে থাকেন।
mutation land gov bd
আমরা অনেকেই মিউটেশন মানে বুঝিনা আসলে এর অর্থ হচ্ছে নতুন জমি ক্রয় করার পরে আগের মালিকানাধীন ব্যক্তি যার নাম ছিল তার নাম পরিবর্তন করা।
মূলত এই কাজটা করার জন্য আমরা mutation land gov bd এই ওয়েবসাইট ব্যবহার করে থাকি। তাই জমি ক্রয় করার পরে আপনার অধিকার নিশ্চিত করতে অবশ্যই মিউটেশন করতে হবে অর্থাৎ আপনার নাম লিপিবদ্ধ করতে হবে।
এ ওয়েব সাইটে প্রবেশ করে কিভাবে নামজারি করতে হয় এই বিষয়টা নিয়ে অন্য আরেকটি আর্টিকেল আসবে ইনশাআল্লাহ। আজকে আপনার মূলত জানতে পারবেন ল্যান্ড গভ বিডি ওয়েবসাইট সম্পর্কে।
e-porcha land gov bd
ই পর্চা লাঞ্চ গভ বিডির মাধ্যমে আপনি মূলত খতিয়ান অনুসন্ধান করতে পারবেন অর্থাৎ জমিতে কার নামে রয়েছে এটা যাচাই করতে পারবেন। তবে কিভাবে করতে হবে এই বিষয়টা এখানে সংক্ষিপ্ত আকারে বলতে যাচ্ছি।
এইজন্য আপনাকে সর্ব প্রথম ল্যান্ড গভ বিডি লিখে গুগলের মধ্যে সার্চ করতে হবে এবং সার্চ রেজাল্ট এ আশা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর আপনার জমির বিভাগ জেলা উপজেলা এভাবে সিলেক্ট করবেন।
আরো পড়ুন – muktopaath gov bd
সর্বশেষ আপনার খতিয়ানের ধরন দিতে হবে তারপর জমির মালিকের নাম কিংবা খতিয়ান নাম্বার ইত্যাদিতে হবে। পরবর্তীতে আপনি খতিয়ান অনুসন্ধান করতে পারবেন এই প্রসেসের মাধ্যমে।
rsk land gov bd
কমবেশি আমরা সকলেই জানি খতিয়ান কয়েক ধরনের রয়েছে তার মধ্যে একটা হচ্ছে আর এস খতি। তবে অনেকে ই বিভিন্ন কাজে http://rsk.land.gov.bd/login এই ওয়েবসাইটে লগইন করতে চাই সুতরাং তারা নিচের স্টেপ গুলো ফলো করুন।
- ১. http://rsk.land.gov.bd/login এই ওয়েবসাইটে প্রবেশ করুন
- আপনার ইউজার নেম দিন
- আপনার গোপনীয় পাসওয়ার্ডটি দিন
- একদম নিচে প্রবেশ নামে একটা বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন
এভাবেই মূলত আপনাকে ওয়েব সাইটে প্রবেশ করতে হবে এবং আর এস খতিয়ান রিলেটেড বিভিন্ন কাজ কমপ্লিট করতে হবে।
মিউটেশন বলতে প্রাক্তন জমির মালিকানা পরিবর্তন করা নতুন জমির মালিকের ইনফরমেশন দ্বারা। তো জমি ক্রয় বিক্রয়ের পরে বাংলাদেশের ক্ষেত্রে rsk land gov bd ওয়েবসাইট দ্বারা এই কার্যক্রম করা হয়ে থাকে।
নামজারি বলতে বোঝায় মূলত নতুন কোন মালিক ক্রয় বা উত্তরাধিকার কিংবা অন্য কোন উপায়ে মালিকানা হলে তার নাম নিবন্ধন করাকেই নাম জারি বলা হয়।
Muktopaath | Muktopaath gov bd |
Pesp | pesp gov bd |
Nidw | nidw gov bd |
land | Land gov bd click |