land gov bd আমরা অনেকেই একটা বিষয় অর্থাৎ www.land.gov bd আর এস খতিয়ান লিখে google এর মধ্যে বরং বার সার্চ করে থাকি। সুতরাং আজকের এই আর্টিকেল থেকে RS Khatian কি এবং কিভাবে অনুসন্ধান করতে হয় এই বিষয়গুলো জেনে নিন।
তবে খতিয়ান অনুসন্ধান করা আমরা অনেকেই খুব কঠিন একটা বিষয় মনে করে থাকি। আসলে তেমন নয়, জাস্ট আপনি ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইট কিংবা একটা নির্দিষ্ট অ্যাপের মধ্যে প্রবেশ করবেন এবং নির্দিষ্ট ডকুমেন্ট দিয়ে সাবমিট করলেই আপনার নির্দিষ্ট Khatian যাচাই করতে পারবেন।
পড়তে পারেন- ১০ ডিজিটের জাতীয় পরিচয় পত্র চেক
আমরা অনেকেই আর এস খতিয়ান কি এবং কিভাবে অনুসন্ধান করতে হয় অনলাইন থেকে এই বিষয়টি জানিনা। তবে আপনি যদি অনলাইন থেকে অনুসন্ধান করতে না জানেন সে ক্ষেত্রে অফলাইন অর্থাৎ সরাসরি ভূমি মন্ত্রণালয় অফিসে যোগাযোগ করতে পারেন।
আর এস খতিয়ান কি?
আজ থেকে প্রায় ৫০+ আগে একটা খতিয়ান প্রতিষ্ঠিত হয় যার নাম দেওয়া হয় CS Khatian নামে। যেই জরিফ থেকে আরেকটা খতিয়ান তৈরি করা হয় এবং যার নাম দেওয়া হয় আর এস খতিয়ান নামে (RS :- revisional survey)। মূলত আর এস খতিয়ানের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন জমির পরিমাপ করা এবং মালিকের নাম আপডেট করা।
আর এস খতিয়ান কয় ভাবে চেক করা যায় এবং কি কি লাগে
দুই ভাবে চেক করা যায় 1. ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইট থেকে 2. ই খতিয়ান নামে একটা মোবাইল অ্যাপস থেকে
যা যা প্রয়োজন :- ১. একটা ডিভাইস যেটাতে ইন্টারনেট ব্রাউজিং করা যায় (ল্যাপটপ/ কম্পিউটার/ মোবাইল ইত্যাদি) ২. ওয়েব ব্রাউজার (ইন্টারনেট ব্রাউজিং করার জন্য) ৩. ইন্টারনেট কানেকশন (ওয়াইফাই/ মোবাইল ইত্যাদি) ৪. যে জায়গা অনুসন্ধান করবেন সেটার বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ান নাম্বার ইত্যাদি
সর্বপ্রথম আপনি যেগুলো প্রয়োজন এগুলো কালেক্ট করুন। কালেক্ট করা হয়ে গেলে আমরা দুই ভাবে এই প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে অনলাইনে আমরা আর খতিয়ান অনুসন্ধান করতে পারববো।
www.land.gov bd আর এস খতিয়ান
আপনি যদি বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইট কিংবা land gov bd ওয়েবসাইটের মাধ্যমে আপনার খতিয়ান কার নামে কিংবা মালিকানা এসব বিষয় জানতে চান তাহলে আজকের এই নিবন্ধটি পড়ুন।
সেই সাথে আমরা কিভাবে সিম্পল একটা অ্যাপস ব্যবহার করে এই কাজটা কমপ্লিট করতে পারি এ বিষয়টাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রথমে আমরা ভুল মন্ত্রণালয় ব্যবসার মাধ্যমে আড়াইশ খতিয়ান চেক করার নিয়ম জানবো তাহলে চলুন জেনে আসি।
www.land.gov bd এর মাধ্যমে আর এস খতিয়ান
আপনি যদি rs khatian ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইট এর মাধ্যমে চেক করতে চান কিংবা অনুসন্ধান করতে চান তাহলে নিচে দেওয়া স্টেপগুলো ফলো করুন। আপনাদের সুবিধার্থে নিচে স্টেপগুলো তুলে ধরা হলো সুতরাং সেখান থেকে দেখে আসুন এবং সে অনুযায়ী চেক করুন।
- ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইটে প্রবেশ করুন প্রবেশ করার জন্য সার্চ করুন eporcha লিখে অথবা এখানে ক্লিক করুন
- আপনার সামনে আসা বিভিন্ন বাটন দেখে ‘খতিয়ান অনুসন্ধান’ বাটনে ক্লিক করুন
- জায়গার বিভাগ এবং জেলা সিলেক্ট করুন
- খতিয়ানের ধরন থেকে অবশ্যই আর এস খতিয়ান সিলেক্ট করুন
- উপজেলা এবং মৌজা বাছাই করুন
- খতিয়ান/ দাগ নং অথবা মালিকানা নাম/পিতা/ স্বামীর নাম দিন
- ক্যাপচা পূরণ করুন (একটি সংখ্যা দেওয়া থাকবে সেটা হুবহু বাসাতে)
- ‘অনুসন্ধান করুন’ বাটনে চাপুন এবং আপনার আর এস খতিয়ান দেখুন
উপরের স্টেপটা হুবহু করার পরে আপনার সামনে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্য অনুযায়ী জমির খতিয়ান দেখা যাবে। মূলত এখানে মালিকের জায়গার নাম এবং আর কয়েকটা বিষয় দেখা যাবে যেগুলো আপনি সেখানেই দেখতে পাবেন।
RS Khatian এর জন্য অ্যাপ ব্যবহার করুন
এখন আমরা সিম্পল একটা অ্যাপ ব্যবহার করার মাধ্যমে কিভাবে আরএস খতিয়ান যাচাই করতে হয় এ বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। বলতে গেলে এখনো শুধুমাত্র একটাই পার্থক্য রয়েছে সেটা হচ্ছে ভূমি ওয়েবসাইটে আপনাকে ওয়েবসাইট ভিজিট করতে হতো কিন্তু এখানে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে।
ভাই আপনি যদি ভূমি মন্ত্রণালয়ের নিয়মটা জেনে যান তাহলে এই অ্যাপের নিয়ম আপনার তেমন কঠিন লাগবে না। তাহলে চলুন আমরা এই স্টেপটাও জেনে আসি যেন আমাদের বুঝতে সহজ হয় প্রত্যেকটা পদক্ষেপ।
- ই খতিয়ান নামের এপ্লিকেশন টা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন – www.land.gov bd
- অ্যাপটা ওপেন করে ‘খতিয়ান‘ বাটনে ক্লিক করুন
- বিভাগ, জেলা এবং খতিয়ানের ধরন থেকে আরএস সিলেক্ট করুন
- একইভাবে উপজেলা এবং মৌজা সিলেক্ট করুন
- খতিয়ান নাম্বার/দাগ নাম্বার ইত্যাদি থেকে কোন একটা দিন
- পদত্য ক্যাপসা কোড লিখুন এবং ‘অনুসন্ধান করুন’ বাটনে চাপ দিন
- অ্যাপ থেকে আর এস খতিয়ান চেক করে নিন
আশা করি এই প্রসেসটাও আপনি জানতে পেরেছেন, কিভাবে জাস্ট সিম্পল একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করে আমরা আর এস খতিয়ান সহ নানা খতিয়ান চেক করতে পরি। তবে আরেকটা বিষয় হচ্ছে এফ এর মাধ্যমে শুধু আপনি মোবাইলেই পারবেন।
Land gov bd লিংক কোনটি?
Land gov bd কিংবা বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইট লিংক হচ্ছে https://land.gov.bd/ এটি। আপনারা এখানে ভূমি রিলেটেড অনেকগুলো কাজ করতে পারবেন, অনেক সেবা নিতে পারবেন এবং অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারবেন।
আমরা সকলেই জানি যে সরকারিভাবে জমি সংক্রান্ত বিবরণ যে কাগজে লেখা থাকে সেটাকে খতিয়ান বলে। আর সেখানে জমির দাগ নং অনুযায়ী জমির মালিকের নাম, বাবার নাম, ঠিকানা, জমির বিবরণ এবং মৌজা ইত্যাদি লিপিবদ্ধ থাকে। আর সাধারণত এই সমস্ত তথ্যের অনুলিপিকেই পর্চা বলা হয়।
আমরা যারা বিভিন্ন সময় জমি জমা ক্রয় করে থাকি তারা জমি ক্রয় করার আগে অবশ্যই জেনে নিবেন সেই জায়গার আসল মালিক কে। তো এই সমস্ত জিনিস জানার জন্য আপনার প্রয়োজন পড়বে খতিয়ান চেক করা কিংবা অনুসন্ধান করা। খতিয়ানের দলের মধ্যে খুব পরিচিত একটা খতিয়ানের নাম হচ্ছে আরএস খতিয়ান।
আপনি বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইট থেকে আপনার খতিয়ান চেক করে নিতে পারবেন আর তার লিংকটা হচ্ছে https://land.gov.bd/ এই ওয়েবসাইটটা ভিজিট করে আপনি জায়গার বিভাগ জেলা উপজেলা ইত্যাদি দিয়ে খুঁজুন বাটনে ক্লিক করলেই জায়গাটা কার নামে রয়েছে সেটা দেখতে পাবেন।
Khatian | খতিয়ান অনুসন্ধান করুন |
চেক | এন আইডি কার্ড চেক |
ভূমি ওয়েবসাইট | বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইট |
app link | e khatian |