কম বেশি আমরা অনেকেই একটা ওয়েবসাইটের কথা শুনেছি সেটা হচ্ছে bdris gov bd আসলে এই ওয়েবসাইটের কাজ কি বা কিভাবে করতে হয়। এই বিষয়টা যদি আপনি এবং বিস্তারিত ভাবে জানতে চান তাহলে আজকের এই ব্লগটি সম্পূর্ণরূপে পড়তে পারেন।
আপনারা যারা জন্ম নিবন্ধন বা মৃত্যু নিবন্ধন নিয়ে কাজ করে থাকেন তাদের জন্য এই ওয়েবসাইট টা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ের জন্ম নিবন্ধন করা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তদ্রূপ মৃত্যু নিবন্ধনও খুবই গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন – জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড
আপনার যদি জন্ম জন্ম নিবন্ধন না থাকলে বা আপনার ছেলে-মেয়ের, তাহলে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন যেমন স্কুল-কলেজে ভর্তি ইত্যাদি।
আর আপনার আপনার মা-বাবার মৃত্যু নিবন্ধন না থাকলে আপনিও অনেক সেবা থেকে বঞ্চিত হবেন। তাই অবশ্যই যখন আপনার সন্তান জন্মগ্রহণ করবে তখন তার জন্ম নিবন্ধন এবং মৃত্যুবরণ করলে সকলেরই মৃত্যু নিবন্ধন করে ফেলা দরকার।
তাহলে চলুন আমরা জেনে আসি মৃত্যু এবং জন্ম নিবন্ধন নিয়ে কাজ করা bdris gov bd এই ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত। এখান থেকে আপনারা জানতে পারবেন bdris gov bd br search থেকে শুরু করে যাবতীয় বিষয়।
bdris gov bd
মূলত www bdris gov bd হচ্ছে এমন একটি ওয়েবসাইট যার মাধ্যমে মৃত্যু নিবন্ধন ও জন্ম নিবন্ধনের আবেদন, যাচাই, সংশোধন ইত্যাদি এবং এই রিলেটেড বিভিন্ন আইন সম্পর্কে জানা যায়।
তবে এখানে জন্ম নিবন্ধনের আবেদন সংশোধন বা যাচাই করেন নির্দিষ্ট একটা নিয়ম রয়েছে। যার কারণে অবশ্যই আপনি যদি জন্ম নিবন্ধন যাচাই করতে চান তাহলে অবশ্যই তার জন্য নির্দিষ্ট একটি প্রসেস অবলম্বন করতে হবে।
অপর দিকে আপনি যদি জন্ম নিবন্ধন সংশোধন করতে চান সেক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট একটা নিয়ম। তাই এই সমস্ত বিষয় যদি আপনি স্টেপ বাই স্টেপ এবং বিস্তারিত জানতে চান তাহলে নিবন্ধটা শেষ পর্যন্ত পড়তে বলবেন না।
bdris gov bd কেন গুরুত্বপূর্ণ?
আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন এবং তাহলে অনেক কাজেই এই ওয়েবসাইট আপনার ব্যবহার হবে। বিশেষ করে জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধন সম্পর্কিত বিভিন্ন আইন জানার ক্ষেত্রে।
তাই এখন আমি আপনাদের সাথে এই ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ দিক আলোচনা করার চেষ্টা করব যেগুলো আপনারা চাইলে পড়তে পারেন।
- জন্ম নিবন্ধন আবেদন: কম বেশি আমরা সকলেই জানি আপনি যদি সরকার কর্তৃক বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে চান তাহলে আপনার জন্ম নিবন্ধন মাস্ট থাকা লাগবে। আর এই জন্ম নিবন্ধন অনলাইন আবেদন করতে আপনার bdris gov bd এই ওয়েবসাইটটির প্রয়োজন।
- জন্ম নিবন্ধন যাচাই: আর আপনার জন্ম নিবন্ধন আসল না নকল এই বিষয়টা যাচাই করতে প্রয়োজন পড়বে উল্লেখিত ওয়েবসাইটের। তাই এই দিক থেকেও বলা যায় ওয়েবসাইটটি খুবই গুরুত্বপূর্ণ।
- জন্ম নিবন্ধন সংশোধন: আপনার জন্য যদি কোন ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা সংশোধন করার প্রয়োজন পড়বে। আর আপনি যদি অনলাইনের মাধ্যমে বার্থ সার্টিফিকেট কারেকশনের আবেদন করেন তাহলে অবশ্যই উল্লেখিত ওয়েবসাইটের প্রয়োজন।
- মৃত্যু নিবন্ধন: মৃত্যু নিবন্ধনের আবেদন করতে, আবেদনের বর্তমান অবস্থা জানতে এবং সংশোধন ইত্যাদি করার জন্য প্রয়োজন পড়বে এই ওয়েবসাইটটি।
এছাড়া ও আরো অনেক গুরুত্বপূর্ণ কাজে আমরা এই ওয়েবসাইট ব্যবহার করতে পারি যেমন জন্ম-মৃত্যু নিবন্ধন বিভিন্ন আইন ইত্যাদি। তাই এই ওয়েবসাইট সম্পর্কিত বিভিন্ন নিয়ম-কানুন এবং ব্যবহারের বিষয়বস্তু জানতে আজকের নিবন্ধটা পড়ুন।
bdris যেসব কাজে ব্যবহার করবেন
আমরা আগেই বলেছি এই ওয়েবসাইটটি মূলত বিশেষত দুইটি কাজে ব্যবহার হয়ে থাকে একটা হচ্ছে জন্ম নিবন্ধন অপরটি হচ্ছে মৃত্যু নিবন্ধন। তাই আপনি যদি জন্ম নিবন্ধন আবেদন, সংশোধন ইত্যাদি কাজ করতে চান তাহলে এই ওয়েবসাইট লাগবে।
ঠিক সেই ভাবেই আপনি যদি মৃত্যু নিবন্ধনের আবেদন, সংশোধন ইত্যাদি করতে চান বা সংশোধনের বর্তমান অবস্থা জানতে চান তাহলে আপনার এই ওয়েবসাইটটা প্রয়োজন। নিচে দেওয়া হল যে দুইটি কাজে আমরা ব্যবহার করি bdris ওয়েবসাইটটি।
- জন্ম নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন কাজে
- মৃত্যু নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন কাজে
এখন আমরা জানবো জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধনের যেসব কার্যক্রম আমরা এই ওয়েবসাইট দ্বারা সম্পন্ন করতে পারি। সেই সাথে আমার এই ওয়েবসাইটের এই রিলেটেড গুরুত্বপূর্ণ লিংক গুলো শেয়ার করব।
জন্ম নিবন্ধন সংক্রান্ত যেসব কাজে ব্যবহার করবেন
এখন আপনি জানতে পারবেন আমরা জন্ম নিবন্ধন সংক্রান্ত যেসব কাজে https://bdris.gov.bd/ এই ওয়েবসাইট ব্যবহার করতে পারি সেই বিষয়গুলো। তাহলে চলুন আমরা প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে জেনে আসি।
bdris জন্ম নিবন্ধন আবেদন
জন্ম নিবন্ধন খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস। আপনার এন আইডি কার্ড করা থেকে শুরু করি আপনার ছেলে-মেয়েদের জন্ম সনদ করাতেও লাগে অনেক ক্ষেত্রে মা-বাবার অনলাইন জন্ম সনদ।
তাছাড়া আপনার ছেলে মেয়েদের যদি জন্ম নিবন্ধন না থাকে তাহলে তারা অনেক সুবিধা থেকে বঞ্চিত হবে। তারমধ্যে সবচাইতে যে বিষয়টি গুরুত্বপূর্ণ করে আমার মনে হয় সেটা হচ্ছে স্কুল কলেজে ভর্তি ইত্যাদি।
আরো পড়ুন – জন্ম নিবন্ধন সংশোধন | online birth certificate correction
তাছাড়া আপনার সন্তানরা যদি স্কুলে উপবৃত্তি পেতে চাই সে ক্ষেত্রেও লাগবে জন্ম সনদ। এক কথায় বলতে গেলে জন্ম সনদ খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস যেটা কিনা প্রাথমিকভাবে নাগরিকত্ব প্রমাণ করে।
প্রতিটি সন্তান জন্ম নেয়ার ৪৫ দিনের মধ্যেই জন্ম নিবন্ধনের আবেদন করা দরকার। তবে আমরা গাফেলতির কারণে অনেক ক্ষেত্রেই এটা হয়ে উঠে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনার সন্তানের জন্ম নিবন্ধন আবেদন করুন অনলাইনে।
জন্ম নিবন্ধন যাচাই বা অনলাইন ডাউনলোড
যখন আমরা জন্ম নিবন্ধন আবেদন করার পরে এসএমএস পাইছে আমাদের জন্ম সনদ রেডি হয়ে গেছে তখন সেটা ডাউনলোড করা দরকার। আর ডাউনলোড করার জন্য আপনি https://bdris.gov.bd/ এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন।
এই ওয়েবসাইটি প্রবেশ করি জন্ম নিবন্ধন যাচাই অপশনটা সিলেক্ট করুন। তারপর আপনার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখটি দিয়ে একটা ক্যাপচা পূরণ করুন সর্বশেষ আপনার জন্ম সনদটি যাচাই করে নিন।
আসলে যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ কেননা আমরা যখন কোম্পানির জন্য বিভিন্ন এমপ্লয়ী নিয়োগ দিয়ে থাকি বা অপরিচিত লোকদের বাসা ভাড়া দিয়ে থাকি। সে ক্ষেত্রে তাদের কাছ থেকে জন্ম সনদ নিয়ে থাকলে সেগুলো আসলে নকল এ বিষয়টা জানা দরকার।
আরো পড়ুন – nid card download | ভোটার আইডি কার্ড ডাউনলোড 2023
তাছাড়াও আমাদের জন্ম সনদের অনলাইন কপি ডাউনলোড করার প্রয়োজন পড়ে। কেননা এমন সময় যদি চলে আসে, যখন আমাদের জন্ম সনদ নেই কিন্তু খুবই প্রয়োজন তখন আমরা অনলাইন থেকে সেটা ডাউনলোড করে নিতে পারি।
যেমন আমার ক্ষেত্রেও সেটা হয়েছিল, একবার আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য চলে গেলাম। আমি মনে করেছিলাম হয়তো পুরাতন ছাত্র হিসেবে জন্ম নিবন্ধন আর দেওয়া লাগবে না। কিন্তু পরবর্তীতে কি নতুন-পুরাতন সব শিক্ষার্থীদেরই লাগছে জন্ম সনদ বা এনআইডি। তখন আমি খুব সহজেই অনলাইন থেকে আমার জন্ম টা ডাউনলোড করে নিই।
bdris-gov-bd জন্ম নিবন্ধন সংশোধন এর আবেদন
আপনার জন্ম নিবন্ধনের মধ্যে যদি কোন প্রকার ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা সংশোধনের প্রয়োজনীয়তা রয়েছে। কেননা আপনি যদি একটু লক্ষ্য করেন, এমন কোন কাজ যদি আপনার জন্ম নিবন্ধন লাগে এবং সেখানে কোন প্রকার ভুল থাকলে সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না।
মনে করেন আপনার জন্ম সনদের মধ্যে মা-বাবার তথ্য ভুল রয়েছে। এমন কোন কাজ যদি মা-বাবার তথ্য এবং আপনার জন্য সনদের প্রয়োজন পড়ে, ঠিক তখনই যদি আপনার জন্ম তত্ত্বের সাথে মা-বাবার তত্ত্ব না মিলে তাহলে কোনভাবে গ্রহণযোগ্য বলে মনে হবে না আপনার জন্ম নিবন্ধন।
তাই সে ক্ষেত্রেও আপনি আপনার জন্ম নিবন্ধন টা সংশোধন করে নিতে পারেন বিডিআরআইএস গভ বিডি ওয়েবসাইট থেকে। তাদের জন্য নির্দিষ্ট একটা নিয়ম রয়েছে সেটা জানতে জন্ম নিবন্ধন সংশোধন আমার আর্টিকেলটি পড়ে আসুন।
মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে যেসব কাজে ব্যবহার করবে
জন্ম নিবন্ধন যেমন আমাদের প্রয়োজন ঠিক তেমনি প্রয়োজন মৃত্যু নিবন্ধন। আর এই বর্তমান ডিজিটাল যুগে আমরা চাইলেই মৃত্যু নিবন্ধন বা জন্ম নিবন্ধনের বিভিন্ন কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে পারি।
আর আপনি যখন উল্লেখিত ওয়েবসাইট বিডিআরআইএস গভ বিডি দ্বারা জন্ম নিবন্ধনের কাজ করেছিলেন, ঠিক তেমনি মৃত্যু নিবন্ধনের কার্যক্রমে অনেক ক্ষেত্রেই করা যাবে এই ওয়েবসাইট দ্বারা, চলুন আমরা জেনে আসি।
মৃত্যু নিবন্ধনের আবেদন
আপনার মা-বাবা, দাদা-দাদী বা আত্মীয়-স্বজন মারা গেলে অবশ্যই তাদের মৃত্যু সনদ করে রাখা দরকার।কেননা বর্তমান সময়ে আপনার জন্ম সনদ যেমন প্রয়োজন পড়বে ঠিক তেমনি মৃত্যু সনদের প্রয়োজন।
মৃত্যু সনদ কেন প্রয়োজন এই বিষয়ে একটা উদাহরণ দেই- আপনি যখন এনআইডি কার্ড করাতে যাবেন এবং আপনার মা-বাবা যদি কোন একজন মারা যায়। তাহলে অবশ্যই তাদের মৃত্যুর সনদের প্রয়োজন পড়বে না হলে আপনি এন আইডি কার্ড করাতে পারবেন না।
bdris gov bd মৃত্যু নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
আর আপনি যখন মৃত্যু নিবন্ধনের আবেদন করে ফেলবেন তখন তার অবস্থায় জানার জন্য ব্যবহার করতে পারেন বিডিআরএস ভিডিও ওয়েবসাইট। অনেক ক্ষেত্রে এটা আমাদের প্রয়োজন পড়ে।
বিশেষ করে যাদের কিনা কোন ব্যক্তির মৃত্যু নিবন্ধন খুব জরুরী ভিত্তিতে প্রয়োজন তারা বরং বার অনলাইনে সার্চ করে আমার মৃত্যু সনদ হয়েছে কিনা। তবে এটা খুব সহজেই আপনি জেনে নিতে পারেন bdris ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে।
এর জন্য আপনাকে সর্ব প্রথম প্রবেশ করতে হবে https://bdris.gov.bd ওয়েব সাইটে তারপর মৃত্যু নিবন্ধনের বর্তমান অবস্থা যাচাই অপশনে যান।আবেদনের ধরন থেকে মৃত্যু নিবন্ধনের আবেদন সিলেক্ট করুন এবং আপনার অ্যাপ্লিকেশন আইডি, জন্ম তারিখ দিয়ে ‘দেখুন’ বাটনে ক্লিক করে জেনে নিন আপনার মৃত্যু নিবন্ধন অবস্থা কি।
মৃত্যু নিবন্ধন তথ্য সংশোধন আবেদন
আবার অনেক সময় আমরা যখন মৃত্যু নিবন্ধন করে ফেলি তখন সেখানে অনেক ভুল হয়ে যায়। গোল হওয়ার কারণ বিভিন্ন রকম হতে পারে যেমন মৃত ব্যক্তির সঠিক তথ্য না জানা বা অসতর্কতার কারণে ভুল টাইপিং করে ফেলা।
আরও পড়ুন – nid card check : ভোটার আইডি কার্ড চেক করুন নতুন নিয়ম
তো কোন রকম ভুল হয়ে গেলে সেটা সংশোধন করে নিতে পারবেন bdris gov bd এই ওয়েবসাইটটি ব্যবহার করে। এর জন্য আপনাকে উল্লেখিত ওয়েবসাইটে প্রবেশ করে মেনুবার থেকে ‘মৃত্যু নিবন্ধন তথ্য সংশোধন আবেদন’ এই অপশন থেকে সংশোধনের আবেদন করতে হবে।
তবে এই ওয়েবসাইটটা আপনি মৃত্যু নিবন্ধন সংক্রান্ত আরো বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন যেমন মৃত্যু নিবন্ধন আবেদন প্রিন্ট, মৃত্যু নিবন্ধন তথ্য অনুসন্ধান এবং মৃত্যূ সনদ বাতিলের আবেদন ইত্যাদি।
bdris login করার নিয়ম
আমরা অনেকেই চাই bdris login লগইন করার জন্য কিন্তু কিভাবে করতে হয়, কোন লিংকে গিয়ে করতে হয় এই বিষয়টা জানিনা। তাদের জন্য এই বিষয়টি ভালোভাবে বলে দেওয়া রয়েছে জেনে নিন-
- সর্বপ্রথম https://bdris.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করুন
- এখন মেনুবার থেকে login বা ম্যান আইকনে ক্লিক করুন
- এখন প্রথম ঘরে ইউজার নেম এবং দ্বিতীয় ঘরে আপনার পাসওয়ার্ডটি দিন
- ওটিপি পাঠান বাটন ক্লিক করুন এবং নাম্বার যাওয়া ওটিপি কোডটি কালেক্ট করুন এবং bdris login করুন
তবে হ্যাঁ, এই ওয়েবসাইটের মধ্যে চাইলে যে কেউ লগইন করতে পারবে না। এটা শুধুমাত্র তাদের জন্য যারা কিনা ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশনে সরকার কর্তৃক অফিসিয়ালি কাজ করে।
এক কথায় বলতে গেলে এখানে শুধুমাত্র তারাই লগইন করতে পারবে যা দেখে সরকার কর্তৃক লগইন করার অনুমতি দেয়া হয়েছে। যারা কিনা মূলত জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন ইত্যাদি নিয়ে কাজ করে থাকে অফিসিয়ালি। জনসাধারণ চাইলে এখানে একাউন্ট করতে পারবে না বা লগইন করতে পারবে না।
bdris check
আমরা অনেকেই নিজের বা আত্মীয় স্বজনের জন্ম সনদ আসল না নকল এই বিষয়টা জানতে চাই। এর জন্য আপনার প্রয়োজন পড়বে bdris check করা সুতরাং এর মাধ্যমে কিভাবে আপনার জন্য চেক করবেন এ বিষয়টা জেনে নিন।
এর জন্য সর্বপ্রথম https://everify.bdris.gov.bd/এই লিংকে প্রবেশ করুন এবং আপনার ১৭ ডিজিট এর জন্ম নিবন্ধন নাম্বার দিন। দ্বিতীয় ঘরের মধ্যে আপনার সঠিক জন্ম একটি দিন এবং পরবর্তীতে ক্যাপচা পূরণ করে জন্ম সনদ যাচাই করুন।
e verify bdris gov bd
এটি হচ্ছে মূলত এমন একটা লিংক যার মাধ্যমে আপনারা চাইলে নিজের জন্য আসল না করলে এই বিষয়টা জানার পাশাপাশি অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। তবে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার জন্য জন্ম নিবন্ধন অনলাইন করা লাগবে।
এর জন্য আপনি বরাবরের মত e verify bdris gov bd এটা লিখে গুগলে সার্চ করতে পারেন। তারপর গুগল সার্চ রেজাল্টে আশা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন।
ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে। সর্বশেষ ক্যাপচা (গাণিতিক সমাধান) এর মাধ্যমে পূরণ করে check বাটনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত বার্থ সার্টিফিকেট চেক করুন।
bdris is a website by Govt through which application, correction, verification etc. of birth registration and death registration can be done.
লগইন করার জন্য আপনাকে চলে যেতে হবে https://bdris.gov.bd এই ওয়েবসাইটে। তারপর আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। আর অবশ্যই যদি ওটিপি কোড চাই, তাহলে ওটিফি কোড যেটা যাবে সেটা দিবেন।
Status | জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা |
Application | জন্ম নিবন্ধন আবেদন করুন |
Online copy | জন্ম নিবন্ধন অনলাইন কপি |
Registration | nid registration |
App | nid wallet |