আমরা অনেক সময় আমাদের গুরুত্বপূর্ণ সময়ে ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করতে চাই। কিন্তু অনেকেই সঠিক নিয়মটা না জানার কারণে এই কাজটা করতে পারে না।
আজকে আমি চিন্তা করলাম আপনাদের সাথে এমন একটা আর্টিকেল শেয়ার করি যেখানে NID card online copy download কিভাবে করতে হয় এই বিষয়টা স্টেপ বাই স্টেপ বলে দেওয়া থাকবে।
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে, সদ্য নিবন্ধিত ভোটারগণ তাদের জাতীয় পরিচয় পত্র রেডি হয়েছে কিনা এই বিষয়টি জানতে কিংবা অনলাইন কপি দেখতে কি রকম এই বিষয়টি জানতেও অনলাইন কপি ডাউনলোড করে।
তাছাড়া আবার যাদের ভোটের আইডি কার্ড করা আছে কিংবা ডাউনলোড করা আছে তারাও অনেক সময় ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করে।
কেননা এমন অনেক গুরুত্বপূর্ণ সময় চলে আসে, যখন আমাদের এনআইডি কার্ড থাকে না বরং খুবই প্রয়োজন মুহূর্ত। এক কথায় বলতে গেলে আপনার প্রয়োজনের মুহূর্তে যদি এনআইডি কার্ড না থাকে তাহলে অনলাইন থেকে সেটা ডাউনলোড করতে পারেন।
ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করতে যা যা প্রয়োজন
আপনি যদি অনলাইন থেকে আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে চান তাহলে আপনাকে অবশ্যই নির্দিষ্ট একটা স্টেপ ফলো করতে হবে। সেই সাথে স্টেপগুলো শেষ করার জন্য আপনার লাগবে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো অবশ্যই হাতে থাকা লাগবে না হলে সম্ভব নয়।
আপনাদের সুবিধার্থে আমি নিচে লিস্ট আকার দিয়ে দিয়েছি আসলে কি জিনিস গুলো প্রয়োজন পড়ে আমাদের এন আইডি অনলাইন কপি ডাউনলোড করার ক্ষেত্রে।
- ভোটার স্লিপ বা এন আইডি নাম্বার
- জন্ম তারিখ
- ফেস ভেরিফিকেশন
- ডিভাইস (ইন্টারনেট কানেকশন এবং ইন্টারনেট ব্রাউজিং করা যায় এমন হতে হবে)
তাই অবশ্যই যে রিকোয়ারমেন্ট গুলো আমি শেয়ার করেছি সেগুলো আগে কালেক্ট করে নিন অনলাইন থেকে ভোটার আইডি কার্ড বার জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে।
ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করার নিয়ম
ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করার জন্য https://services.nidw.gov.bd/nid-pub এই ওয়েবসাইটে প্রবেশ করুন। ভোটার স্লি প অথবা আপনার এনআইডি কার্ড নাম্বার দিন এবং একটি একাউন্ট রেজিস্ট্রেশন করে ‘ডাউনলোড‘ বাটনে ক্লিক করে অনলাইন ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন।
যদি একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যায় তখন আপনি পরবর্তীতে যে কোন জায়গাতেই লগইন করে অনলাইন থেকে আপনার এন আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।
Time needed: 15 minutes
তবে অনেকেই আছেন যারা কিনা এই সংক্ষিপ্ত প্রসেসটা বুঝেন নাই তাদের জন্য নিচে দেওয়া রয়েছে বিস্তারিতভাবে তো সেখান থেকে দেখে নিন কিভাবে কি করতে হবে।
- nidw ওয়েবসাইট ভিজিট করুন:
সর্বপ্রথম কে বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইট কিংবা nidw ওয়েব সাইটে প্রবেশ করতে হবে। প্রবেশ করার জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন।
- রেজিস্টার বাটনে ক্লিক করে এগিয়ে যান
এখন আপনার সামনে দুইটা অপশন শো করবে একটা হচ্ছে আবেদন করুন নামে অপরটা হচ্ছে ‘রেজিস্টার করুন’ নামে। তো আপনি যেহেতু রেজিস্টার করবেন তাই রেজিস্টার বাটনে ক্লিক করুন।
- স্লিপ নাম্বার/এন আইডি নাম্বার দিন
এখন আপনার সামনে কয়েকটা খালিঘর শো করবে সেখান থেকে প্রথম ঘরে আপনার স্লিপ নাম্বার অথবা ভোটার আইডি কার্ড নাম্বার দিন।
- জন্ম তারিখ দিন
এখন দুই নাম্বারে আরেকটি কর দেখতে পাবেন যেখানে দিন মাস বছর এইভাবে দেওয়া আছে। সুতরাং প্রথম ঘরে আপনার জন্মদিন দ্বিতীয় ঘরে আপনার জন্ম মাস তৃতীয় ঘরে আপনার জন্ম সাল দিন, অবশ্যই সঠিক দিবেন।
- ক্যাপচা পূরণ করুন
এখন একটু নিচে আপনি একটা ঝাপসা ইমেজের মধ্যে সংখ্যা দেখতে পাবেন। এই সংখ্যাটা ঠিক যেভাবে রয়েছে সেই ভাবেই একদম নিচের ঘরে বসাতে হবে।
- স্থায়ী এবং বর্তমান ঠিকানা দিন
এখন আপনার সামনে একটা ফেস ওপেন হবে যেখানে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা পর্যায়ক্রমে দেখতে পাবেন। সুতরাং আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা প্রথমে বিভাগ – জেলা – উপজেলা এভাবেই দিয়ে দিন।
- মোবাইল নাম্বার ভেরিফাই করুন
এখন আপনার সামনে যে পেজটা শো করবে সেখানে মোবাইল নাম্বার দেওয়ার একটা অপশন দিতে হবে। সুতরাং মোবাইল নাম্বারটা দিন এবং ‘বার্তা পাঠান’ এ ক্লিক করুন
- এসএমএস কোড বসান দিয়ে
এখন আপনার নাম্বার একটি এসএমএস এর মাধ্যমে কোড যাবে সেই কোডটা পরবর্তী পেজের মধ্যে আপনাকে বসিয়ে দিতে হবে। সুতরাং কোডটা বসিয়ে দিয়ে বহাল বাটনে ক্লিক করুন।
- ফেইস ভেরিফিকেশন কমপ্লিট করুন
এখন আপনার সামনে কিউ আর কোড সম্বলিত একটা পেজ ওপেন হবে। তো আপনি সর্বপ্রথম এনআইডি ওয়ালেট সফটওয়্যার ডাউনলোড করুন। এনআইডি ওয়ালেট সফটওয়্যার দ্বারা QR code টি স্ক্যান করার সাথে সাথে একটা ক্যামেরা ওপেন হবে সেখানে এনআইডি কার্ডের মালিকের ছবি দেখান। ছবির উপরে টিক মার্ক চলে আসা পর্যন্ত দেখাতে হবে এবং টিক মার্ক চলে আসলে একটা পেইজে নিয়ে যাওয়া হবে পরবর্তী স্টেপে যান।
- পাসওয়ার্ড সেট করুন
এখন আপনার সামনে দুইটা অপশন শো করবে একটা হচ্ছে পাসওয়ার্ড সেট করার জন্য অপরটা হচ্ছে এড়িয়ে যাওয়ার জন্য। সুতরাং এখানে আমি রিকমেন্ট করব আপনার নিরাপত্তার সুবিধার্থে একটা পাসওয়ার্ড সেট করতে।
- ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করুন
এখন আপনার সামনে একাউন্টের ড্যাশবোর্ড ওপেন হবে সেখান থেকে ‘ডাউনলোড’ নামে যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করে আপনার ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করুন।
উপরে দেওয়া সমস্ত প্রসেস কমপ্লিট করে আপনার কাঙ্খিত কাজ অর্থাৎ Nid card online copy download করে নিতে পারবেন। তো এখন আমরা এনআইডি রিলেটেড আরো কয়েকটা প্রশ্ন-উত্তর জেনে আসি।
FAQ
আমরা অনেক সময় নিজের ভোটার আইডি কার্ড সাথে রাখি নাই যার কারণে অনেক সময় খুব গুরুত্বপূর্ণ কাজে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। সুতরাং এই সময়ও আপনি চাইলে অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার মাধ্যমে কালেক্ট করতে পারবেন।
ভোটের আইডি কার্ড দেখার জন্য আপনি nidw এই ওয়েব সাইটে প্রবেশ করে আপনার স্লিপ অথবা ভোটা নাম্বার দিয়ে একটা একাউন্ট ক্রিয়েট করবেন। একাউন্ট করার পরে আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন ‘ডাউনলোড’ বাটনে ক্লিক করে এবং ভোটার আইডি কার্ড দেখুন।