আপনার অনলাইন জন্ম নিবন্ধন যাচাই সম্পর্কে আজকের এই আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা অনেকেই নিজের বার্থ সার্টিফিকেট চেক নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে চাই।
কিন্তু অনেকেই জন্ম নিবন্ধন অনলাইন চেক না জানার কারণে এই কাজটা করতে পারে না। তাই আমি চিন্তা করলাম আজকে আপনাদের সাথে এমনই একটা আর্টিকেল শেয়ার করি যেটাতে বাই স্টেপ সবগুলোই বলা থাকে।
তাই আপনারা যারা birth certificate check কিভাবে করতে হয় এসব বিষয় জানতে চান তাহলে নিবন্ধটা পড়ার অনুরোধ করছি। কেননা এখানে সবগুলো বিষয়ে আমি আলোচনা করব যেগুলো আপনি প্রায়ই সময় গুগলে জন্ম নিবন্ধন রিলেটেড search করে থাকেন।
আরো পড়ুন – নতুন ভোটার আইডি কার্ড করার নিয়ম | Apply new NID card
অনেক কারণেই আমাদের বার্থ সার্টিফিকেট যাচাই করার প্রয়োজন পড়ে। বিশেষ করে আমরা যখন নতুন জন্ম নিবন্ধন করিয়ে ফেলি তখন সেটা অনলাইনে আছে কিনা যাচাই করতে প্রয়োজন jonmonibondhon jachai এর।
আবার আমরা যদি আমাদের জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে চাই সে ক্ষেত্রে অবশ্যই যাচাই করতে হবে প্রথমে। পরবর্তীতে ফ্রেন্ড করার জন্য আপনি কিবোর্ড থেকে ctr+p ক্লিক করে দেখতে পারেন।
তবে আপনি যদি অনলাইন থেকে এই কাজটা করতে চান বিশেষ করে আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন এবং জন্ম নিবন্ধন অনুযায়ী সঠিক জন্ম তারিখের প্রয়োজন পড়বে। তাই কিভাবে কি করতে হবে সেগুলো স্টেপ বাই স্টেপ দেখানো হয়।
জন্ম নিবন্ধন যাচাই
জন্ম নিবন্ধন যাচাই করার জন্য everify.bdris.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা ১৭ ডিজিট এর জন্ম নিবন্ধন নাম্বার এবং সঠিক জন্ম তারিখটি দিয়ে ক্যাপচা পূরণ করুন। সর্বশেষ search বাটনে ক্লিক করে আপনার জন্য নিবন্ধন চেক বা যাচাই করুন।
- ওয়েবসাইট ভিজিট করুন
- আপনার সঠিক জন্ম নিবন্ধন নাম্বার দিন ১৭ ডিজিটের
- জন্ম নিবন্ধন এর সঠিক জন্ম তারিখ দিন
- নিচের ক্যাপচাটা পূরণ করুন
- Search বাটনে ক্লিক করুন
- সর্বশেষ আপনার জন্ম নিবন্ধন যাচাই করুন
আপনি যদি খুব সহজেই এই ফর্মটা পূরণ করতে চান যেটা কিনা everify.bdris.gov.bd এই ওয়েবসাইটি প্রবেশ করার পরেই আসবে। নিচের ফর্মটা পূরণ করুন এবং জন্ম নিবন্ধন আসল না নকল চেক করুন।
অবশ্যই উপরের মধ্যে আপনি দুইটা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথম ঘরে আপনার ১৭ ডিজিট এর জন্ম নিবন্ধন নাম্বার। দ্বিতীয় ঘরের মধ্যে আপনার সঠিক জন্ম তারিখটা প্রবেশ করুন। একদম নিচের সাবমিট বাটনে ক্লিক করে আপনার বার্থ সার্টিফিকেট চেক করে নিন।
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করুন
আমরা অনেকেই google এর মধ্যে নিজের জাস্ট ডেট অফ বার্থ এর মাধ্যমে জন্ম নিবন্ধন চেক করতে চাই। আদৌ কি শুধুমাত্র অনলাইনে জন্ম তারিখ দিয়েই বার্থ সার্টিফিকেট দেখা সম্ভব? এই বিষয়টা হয়তো আমরা অনেকেই জানিনা।
দুর্ভাগ্যবশত আপনি শুধুমাত্র জন্ম তারিখ দিয়ে আপনার জন্ম নিবন্ধন কিংবা অন্য কারো জন্ম নিবন্ধন দেখতে পারবেন না। এর একটা মেইন কারণ হচ্ছে নিরাপত্তা? কেননা আপনি যদি শুধুমাত্র জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন অনলাইন থেকে দেখতে পারতেন তাহলে অনেক সমস্যা হতো।
আরো পড়ুন – Nid card | এনআইডি কার্ড কি এবং বিভিন্ন অনলাইন সেবা সম্পর্কে জানুন
এক কথায় বলতে গেলে, অন্যজনের জন্ম নিবন্ধনের বিভিন্ন প্রাইভেট জিনিস দেখা যেত (জন্ম তারিখ দিয়ে বার্থ সার্টিফিকেট চেক করা গেলে)। তাছাড়া একই দিনে জন্মগ্রহণ করা এমনই হাজারো ছেলে মেয়ে রয়েছে।
যদি শুধুমাত্র জন্ম তারিখ দিয়েই জন্ম নিবন্ধন চেক করা যায় তাহলে একজনের সার্চ করলে অন্যজনের তে চলে আসতো (একই দিনে জন্মগ্রহণ করার কারণে)। তাই আপনি শুধুমাত্র জন্ম তারিখ দিয়ে আপনার বার্থ সার্টিফিকেট অনলাইন থেকে দেখতে পারবেন না।
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করুন
আপনি কি আপনার জন্ম নিবন্ধনটা অনলাইনে দেখতে চান? কিন্তু কিভাবে এই বিষয়টা জানেন না? তাহলে চিন্তার কোন কারণ নেই। এখানে আমি প্রত্যেকটা বিষয়ে স্টেপ বাই স্টেপ শেয়ার করেছি কিভাবে আপনি জন্ম নিবন্ধনটা অনলাইন থেকে ডাউনলোড করবেন।
আমাদের বিভিন্ন প্রয়োজনে জন্ম নিবন্ধন অনলাইন কপি প্রয়োজন। কিন্তু কিভাবে কালেক্ট করতে হবে অনলাইন থেকে এই বিষয়টা অনেকেই জানেন না। যেটা কিনা অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ, তাছাড়া আমরা ভোটার আইডি কার্ড করার সময় জন্ম নিবন্ধনের প্রয়োজন।
এমনকি অনেক সময় আমরা যখন ভোটার আইডি কার্ড করাতে যাই সেক্ষেত্রে জন্ম নিবন্ধন অনলাইন কপি প্রয়োজন পড়ে। তাই আজকে আমি দেখাতে চলেছি আপনারা কিভাবে অনলাইন কপি ডাউনলোড করবেন যদি অনলাইনে এবেলেবল থাকে।
যা যা প্রয়োজন
- আপনার সঠিক ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার
-
আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী সঠিক জন্ম তারিখ
১. জন্ম নিবন্ধন যাচাই ওয়েবসাইটে প্রবেশ করুন
সর্বপ্রথম আপনাকে একটা নির্দিষ্ট ওয়েবসাইট প্রবেশ করতে হবে birth certificate check করার জন্য। আরে সেই ওয়েবসাইটটা হচ্ছে everify.bdris.gov.bd এটি। তো সর্বপ্রথম স্টেপটা হচ্ছে এখানে আপনাকে প্রবেশ করা।
এই ওয়েবসাইটে আপনি ২ ভাবে প্রবেশ করতে পারেন। একটা হচ্ছে সরাসরি গুগলে গিয়ে সার্চ কারা everify.bdris.gov.bd এটা লিখে এবং প্রবেশ করা প্রথম ওয়েবসাইটে। অপরটা হচ্ছে আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন সরাসরি সেই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।
২. প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরম পূরণ করুন
এখন আপনাকে আপনার জন্ম নিবন্ধনের বিভিন্ন তথ্য এখানে সাবমিট করতে হবে। সুতরাং ওয়েব সাইটে প্রবেশ করে আপনি নির্দিষ্ট একটা ফরম দেখতে পাবেন এখানে প্রথম ঘরে আপনার ১৭ ডিজিটের জন্য তারিখটা দিতে বলা হবে।
সুতরাং আপনার জন্ম নিবন্ধনের মধ্যে যে ১৭ ডিজিটের নাম্বারটা রয়েছে সেটা এখানে বসিয়ে দিন। নিচে আরেকটা খালি ঘর দেখতে পাবেন যেখানে কিনা আপনার জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd জন্ম তারিখ দিতে বলা হচ্ছে।
আরো পড়ুন – জাতীয় পরিচয় পত্র যাচাই | Verification of National Identity Card
সুতরাং এখানে আপনি জন্ম তারিখটা বসান এইভাবে প্রথমে আপনার জন্ম সাল তারপর আপনার জন্মের মাস পরবর্তীতে আপনার জন্ম তারিখ যেমন YYYY-MM-DD এইভাবে। সুতরাং এই স্টেপ আপনি পরিপূর্ণ করুন আপনার বিভিন্ন ডকুমেন্টস দিয়ে।
৩. পদত্য ক্যাপচা সাবমিট করুন
আপনি যখন উপরের দুইটা স্টেপ কমপ্লিট করে আপনার জন্ম নিবন্ধনের বিভিন্ন ডিটেলস সাবমিট করবেন। অর্থাৎ ওয়েব সাইটে প্রবেশ করে আপনার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার পরে নিচে আরেকটা খালি ঘর দেখতে পাবেন।
এই ঘরের মধ্যে আপনাকে ক্যাপচা পূরণ করতে হবে। ক্যাপচা বলতে এখানে আপনাকে একটা অংক করতে বলা হবে। যেমন একদম নিচের ঘরের উপরের ইমেজে যদি 4+4 এরকম দেখতে পান তাহলে অবশ্যই একদম নিচের ঘরে 8 বসাবেন।
সুতরাং যেভাবেই আপনাকে অংকটা করতে বলা হয় ঠিক সেভাবেই ফলটা বসাতে হবে। যদি যোগ হয় তাহলে যোগফল, বিয়োগ হলে বিয়োগফল, ভাগ হলে ভাগফল এবং এভাবেই যদি গুণ হয় তাহলে গুণফল বসাবেন।
৪. birth certificate check করুন
এখন আমাদেরকে আমাদের বার্থ সার্টিফিকেট চেক করতে হবে। এর জন্য অবশ্যই উপরের যে সমস্ত স্টেপ আমি বলেছি সেগুলো কমপ্লিট করতে হবে। অর্থাৎ আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ, সর্বশেষ ক্যাপচা পূরণ করতে হবে।
একদম নিচে একটা বাটন দেখতে পাবেন search নামে সুতরাং সেখানে ক্লিক করে জন্ম পরিচয়পত্র যাচাই করুন। এই বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনাকে পরবর্তী আরেকটা পেইজে নিয়ে যাওয়া হবে।
আরো পড়ুন জন্ম নিবন্ধন যাচাই | Jonmo nibondhon verification
যদি এই পেইজের মধ্যে আপনার দেওয়া সমস্ত ইনফরমেশন ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার জন্ম নিবন্ধনের বিভিন্ন তথ্য দেখতে পাবেন। আর যদি error দেখায় বা কিছু না আসে তাহলে বুঝবেন আপনার জন্ম নিবন্ধনটা সঠিক নয়।
তবে অনেক সময় সার্ভারে ডিস্টার্ব করার কারণে এই ওয়েবসাইটে সমস্যা করতে পারে। সে ক্ষেত্রে আপনি পুনরায় চেষ্টা করতে পারেন দুই এক দিন পরে কিংবা কিছুক্ষণ পরে। আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে বার্থ সার্টিফিকেট যাচাই করতে হয়।
জন্ম নিবন্ধন যাচাই কপি Bangladesh
আমার এই ওয়েবসাইটের মধ্যে অধিকাংশ ভিজিটরই বাংলাদেশ। তাছাড়া আমার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের বিভিন্ন গভারমেন্ট ভিত্তিক বিভিন্ন অনলাইন সেবা সমূহের রিভিউ দেওয়া। তাই আজকের এই নিবন্ধটি পড়ে আপনি বাংলাদেশের বার্থ সার্টিফিকেট কিভাবে যাচাই করা যায় এ বিষয়টা জানবেন।
তবে তার জন্য অবশ্যই আমার দেখানো নিয়মটা ফলো করতে হবে এবং সে অনুযায়ী যাচাই করার চেষ্টা করতে হবে। যদি আপনার সমস্ত ইনফরমেশন ঠিক হয়ে থাকে এবং জন্ম নিবন্ধন সঠিক হয় তাহলে অবশ্যই সেটা অনলাইনে দেখতে পাবেন।
বলতে গেলে খুব প্রয়োজনীয় একটা বিষয়, কেননা অনেক সময় আমাদের জন্ম নিবন্ধনের প্রয়োজন পড়ে। তো প্রয়োজন হওয়ার আগেই আমাদেরকে জানা দরকার, আমার জন্ম সার্টিফিকেটটা আসল না নকল এ বিষয়।
জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড করুন
আপনি যদি মনে করেন যে আপনার জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার পরে সেটা এভেলেবল আছে। তাহলে অবশ্যই আমার মতে, আপনার গ্যালারিতে ডাউনলোড করার আগে দরকার।
তবে বিশেষ প্রয়োজনে আপনি সরাসরি প্রিন্টার থেকে প্রিন্ট করে নিতে পারেন যদি আপনার কাছে প্রিন্টার থাকে। যদি প্রিন্টে না থাকে তাহলে অবশ্যই সেটা আপনার File manager এ save করে রাখতে পারেন।
আরো পড়ুন – ভোটার তথ্য যাচাই | Voter Information Verification
তো আপনি যদি জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড করতে চান তাহলে আপনার কম্পিউটার কিবোর্ড থেকে ctr+p একসাথে চাপ দিন। এবং নিচে দেওয়া ছবির মত একটা ফেস ওপেন হবে।
ডান দিকের কর্ণারে আপনি দেখতে পাবেন save as PDF সুতরাং এখানেই ক্লিক করে আপনার জন্ম নিবন্ধন ডাউনলোড করে নিন। যেকোনো সময় প্রয়োজন হতে পারে চাইলে আপনি সেটা প্রিন্টার থেকে প্রিন্ট করে নিতে পারেন।
কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই
অনেকেই গুলো মধ্যে কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই এই বিষয়টা লিখে সার্চ করেন বা birth certificate check with code আসলেই কি একটা করা যায়?
আসলেই খুব এটা বা কি? এটা আপনারা কি লিখে সার্চ করেন আমিও বুঝতে পারছি না। যদি আপনি এটাই বলে থাকেন যে, আপনার জন্ম নিবন্ধনের মধ্যে যে নাম্বারটা রয়েছে সেটা তাহলে এই কোডের সাথে আপনার লাগবে জন্ম তারিখটাও।
সুতরাং আপনার কোন একটা ডিভাইস থেকে ইন্টারনেট কানেকশন করে everify.bdris.gov.bd এই ওয়েব সাইটে প্রবেশ করুন। আপনার কোড (জন্ম নিবন্ধন নাম্বার) এবং জন্ম তারিখ টা দিন। পরবর্তীতে ক্যাপচা পূরণ করে আপনার জন্ম নিবন্ধন দেখে নিন।
১৬ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই
আমাদের অনেকের কাছে ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন রয়েছে কিন্তু ১৭ ডিজিটের নেই। তো ১৬ ডিজিটাল টা অনলাইন থেকে যাচাই করতে চাইলে সেটাকে ১৭ ডিজিট রূপান্তর করতে হবে।
রূপান্তরিত করার জন্য আপনি চাইলেই আপনার ১৭ ডিজিটের যে জন্ম নিবন্ধন নাম্বারটা রয়েছে ঠিক তার শেষের ৫ ডিজিট এর আগে একটা শূন্য বসিয়ে। যদি এটাতে কাজ করে তাহলে তো ভালই।
জন্ম নিবন্ধন যাচাই 19860915428117351
দেখা যায় যে, গুগলের মধ্যে অনেকেই একটা বিষয় লিখে সার্চ করে সেটা হচ্ছে ‘জন্ম নিবন্ধন যাচাই 19860915428117351’ আসলেই আমি এই বিষয়টা সম্পর্কে অবগত নই আপনার কি লিখে সার্চ করেন।
তবে এখান থেকে একটা একটা বিষয় প্রতীয়মান হয়ে যে, নিজেই নিজের শুধুমাত্র বার্থ সার্টিফিকেটের ১৭ ডিজিটের জন্য সনদ নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন চেক করতে চাই।
আসলে মূলত আপনি যদি আপনার birth registration check করতে চান তাহলে অবশ্যই ১৬ ডিজিটের নাম্বার এর পাশাপাশি জন্ম তারিখও জানা থাকা লাগবে। তারপর আপনাকে উপর উল্লেখিত নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে এবং নির্দিষ্ট নিয়ম অনুযায়ী চেক করে নিতে হবে।
FAQ
মূলত আপনার জন্ম নিবন্ধন যাচাই করার জন্য everify.bdris.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ ইত্যাদি দিয়ে সর্বশেষ একটা ক্যাপচা পূরণ করতে হবে এবং search বাটনে ক্লিক করে জন্ম নিবন্ধন চেক করে নিতে পারবেন।
আমরা অনেক সময় আমাদের জন্ম নিবন্ধন আসল না নকল এ বিষয়টা জানতে চাই। সে ক্ষেত্রেও আমাদের অবশ্যই বার্থ সার্টিফিকেট চেক করতে হবে অনলাইনের মাধ্যমে। তাছাড়া আপনার জাতীয় পরিচয় পত্র যদি করার সময় জন্ম নিবন্ধন অনলাইন কপির প্রয়োজন পড়ে সে ক্ষেত্রে ও বার্থ সার্টিফিকেট চেক প্রয়োজন।
দুর্ভাগ্যবশত আপনি শুধুমাত্র কারো নাম দিয়ে তার জন্ম নিবন্ধন চেক করতে পারবেন না। চেক করার জন্য অবশ্যই ১৭ ডিজিটের জন্য নিবন্ধন নাম্বার এবং সঠিক জন্ম তারিখের প্রয়োজন। যেটা কিনা আজকের এই নিবন্ধের মধ্যে আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করেছি।
download | nid card download |
check | birth certificate check |
registration | nid registration |
jachai | ভোটার তথ্য যাচাই |
nidw | services nidw gov bd |
link | everify.bdris.gov.bd |