আপনারা অনেকেই স্মার্ট কার্ড চেক করার বিষয়টা জানতে চান যে কিভাবে অনলাইনে স্মার্ট কার্ড যাচাই করা যায়। তবে অনেকেই জাতীয় পরিচয়পত্র যাচাই করতে চাই সেটা আমি শেয়ার করেছি অনেক আগেই।
সাধারণত আমরা যে আইডি কার্ড ব্যবহার করতাম সেটা লেমিনেটিং করা ছিল। কিন্তু ডিজিটাল বাংলাদেশ বিনির মানে ২০১৬ সাল থেকেই স্মার্ট কার্ড ব্যবহারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তবে অনেকেই এখনো পর্যন্ত স্মার্ট কার্ড হাতে পান নাই বিভিন্ন কারণে। অনেকে আছেন যারা পুরাতন ভোটার আইডি কার্ড করিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত স্মার্ট কার্ড পান নাই।
আশা করা যায় আপনার স্মার্ট কার্ড খুবই দ্রুত চলে আসবে। যখন চলে আসবে তখন স্মার্ট কার্ড অনলাইন চেক করতে পারবেন। তবে এখনো পর্যন্ত যারা ভোটার নিবন্ধন হওয়ার আবেদন করেন নাই তারা নতুন ভোটার হওয়ার নিয়ম জেনে নিন।
আরও পড়ুন – জাতীয় পরিচয় পত্র নম্বর চেক করার নিয়ম
স্মার্ট কার্ড হচ্ছে মূলত জাতীয় পরিচয় পত্রের ডিজিটাল সংস্করণ যেখানে নাগরিকের বিভিন্ন তথ্য সংযুক্ত করা থাকে। এই কার্ডের সাহায্যে জানা যাবে নাগরিকের বিভিন্ন ইনফরমেশন যেমন নাম, ঠিকানা ইত্যাদ।
তাছাড়া স্মার্ট কার্ডের আর একটা বড় সুবিধা হচ্ছে একটা খুব সহজে নকল করা যায় না। অন্যদিকে আপনি যদি লেমেনিটিং করা আইডি কার্ডের কথা বলেন, সেটা চাইলেই খুব সহজে নকল করা যায়।
স্মার্ট কার্ড চেক
অনলাইনে স্মার্ট কার্ড চেক করার জন্য https://services.nidw.gov.bd/nid-pub/card-status/ এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার ফরম/এন আইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে সর্বশেষ একটি ক্যাপশন পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আপনার স্মার্ট কার্ড চেক করুন।
যদিও বা এই প্রসেসটা এখনো অর্থাৎ অনলাইনে স্মার্ট কার্ড চেক করা সম্ভব নয় কিংবা জাতীয় পরিচয় পত্রের মত অনলাইন থেকে ডাউনলোড করা যায় না। তবে আপনি যদি এভাবে ফর্ম নাম্বার অথবা পেন আইডি সর্বশেষ ফেস ভেরিফিকেশন দ্বারা একাউন্টা করে ফেলেন, তাহলে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারবেন।
smart card check করার নিয়ম কয়টি
আজকে যেহেতু আমরা স্মার্ট কার্ড চেক কিভাবে করতে হয় এ বিষয়টি জানবো তবে তার আগে একটা বিষয় জানা দরকার এই কাজটা আমরা আমাদের স্মার্টফোন/ল্যাপটপ দ্বারা কিভাবে করতে পারি।
মূলত আমরা চাইলে আমাদের স্মার্টফোন/ল্যাপটপ/কম্পিউটার দ্বারা কিভাবে করতে পারি একটা হচ্ছে সরাসরি ইন্টারনেট অর্থাৎ বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইট এর সাহায্যে। আর অপরটি হচ্ছে এসএমএসের মাধ্যমে যেটা আশা করি শুধুমাত্র মোবাইল দিয়েই সম্ভব।
আরেকটা মজার বিষয় হচ্ছে আপনার কাছে স্মার্টফোন না থাকে বা এমন একটি ডিভাইস না থাকে যেটাতে ইন্টারনেট ব্রাউজিং করা যায় যেমন ল্যাপটপ/কম্পিউটার ইত্যাদি তাহলে আপনিও স্মার্ট কার্ড চেক করতে পারবেন আর সেটা হচ্ছে এসএমএসের মাধ্যমে।
- অনলাইনে ইন্টারনেট ব্রাউজিং করে
- এসএমএস এর মাধ্যমে
আমি এই প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদাভাবে আপনাদের সাথে বন্টন করব যেন আপনারা খুব ভালো বুঝতে পারে এবং কোথাও গিয়ে ঘাটাঘাটি করতে না হয় এ বিষয়ে সম্পর্কে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাই এবং জেনে আসি।
অনলাইন স্মার্ট কার্ড চেক করুন
কম বেশি আপনারা সকলেই জানেন যারা ২০২২ সালের পরে নতুন ভোটার আইডি কার্ড করিয়েছে তাদেরকে সরাসরি স্মার্ট কার্ড প্রদান করা হয়েছে। তবে অনেকেই নিজের স্মার্ট কার্ড টা পান নাই তারা চাইলেই smart card status check করে নিতে পারবেন।
এমনকি আপনারা যারা আগে পুরাতন ভোটার আইডি কার্ড করেছেন অর্থাৎ যাদের লেমিনেটিং করা ভোটার আইডি কার্ড রয়েছে। তাদেরকেও পরবর্তীতে ধীরে ধীরে স্মার্ট কার্ড প্রদান করা হবে, যেটা কিনা খুব একটা সুখবর।
তো আপনারে যারা নিজের স্মার্ট কার্ডের বা এনআইডি কার্ডের স্ট্যাটাস চেক করতে চান তারা নিচের স্টেপ গুলো খুব ভালোভাবে ফলো করো-
- বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েব সাইটে প্রবেশ করুন
- আপনার ফরম নাম্বার/এন আইডি নাম্বার দিন
- ক্যাপচা পূরণ করুন অর্থাৎ তিন ঘরের একদম নিচের ঘরের উপরে ঝাপসা ইমেজের মধ্যে একটা সংখ্যা রয়েছে হুবহু সেটা বসিয়ে দিন (একদম নিচের ঘরে)
- আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দিন প্রথমে বিভাগ-জেলা-উপজেলা এইভাবে
- মোবাইল নাম্বার দিন এবং এসএমএস এ আসা ভেরিফাই কোডটি দিন
- nid wallet সফটওয়্যার দিয়ে ফেস ভেরিফিকেশন কমপ্লিট করুন
- পাসওয়ার্ড সেট করুন বা এড়িয়ে যান (শক্তিশালী একটা পাসওয়ার্ড দিলে ভালো হবে)
- ডাউনলোড ক্লিক করে আপনার এন আইডি কার্ড ডাউনলোড করুন (স্মার্ট কার্ড অনলাইনে ডাউনলোড করা যায় না)
তো এখন আপনার জানতে পারলেন অনলাইন অর্থাৎ ইন্টারনেট ব্রাউজিং করে কিভাবে স্মার্ট কার্ড চেক করা যায়। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বাটন ফোন কিংবা যেকোনো ফোন দিয়ে এসএমএস এর মাধ্যমে স্মার্ট কার্ড চেক করবেন।
এসএমএস এর মাধ্যমে স্মার্ট কার্ড যাচাই
আমরা স্মার্ট কার্ড পাওয়ার আগে অনেকের কাছে এন আইডি কার্ড থাকে বা অনেকের কাছে স্লিপ থাকে। বিশেষ করে যারা নতুন ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করেছেন তাদের কাছে এন আইডি কার্ড থাকেনা জাস্ট একটা স্লিপ নাম্বার থাকে।
একই পদ্ধতিতে আপনি যদি এসএমএসের মাধ্যমে smart nid card check বা যাচাই করতে চান তাহলে আপনাকে দুই ফরমেটের কোন একটা ফরমেট এসএমএস করতে হবে। যদি আপনার কাছে স্লিপ নাম্বার থাকে তাহলে আপনাকে পদ্ধতিতে এসএমএস করতে হবে।
আরও পড়ুন – ভোটার তথ্য যাচাই | Voter Information Verification
আর আপনার কাছে যদি আগে থেকেই ভোটার আইডি কার্ড করা থাকে আর আপনি যদি আপনার আইডি কার্ডের স্মার্ট কার্ড চেক করতে চান তাহলে আপনাকে অন্য আরেকটি ফরমেটে এসএমএস করতে হবে। তাহলে চলুন আমরা উভয় পদ্ধতিটা জেনে আসি-
স্লিপ নাম্বার দিয়ে স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক
আমরা যারা সবেমাত্র ভোটার আইডি কার্ড এর আবেদন করেছি তারা এখনো পর্যন্ত আইডি কার্ড পাই নাই। তবে আশা করা যায় আপনার অতিশীঘ্রই পেয়ে যাবেন, আর একটা মজার বিষয় হচ্ছে আপনাদের স্মার্ট কার্ড দেওয়া হতে পারে।
আপনাদের যাদের এন আইডি কার্ড নাম্বার জানা নেই নতুন ভোটার আইডি কার্ড করার কারণে তারা চাইলে নিজের কাছে থাকা স্লিপ নাম্বার দিয়ে যাচাই করে নিতে পারবে এন আইডি কার্ডের নাম্বার বা স্মার্ট কার্ড নাম্বার কি হবে।
সেই সাথে এটাও জানতে পারবে যে তাদের ভোটার আইডি কার্ড রেডি হয়েছে কিনা। যদি ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ড তৈরি হয়ে থাকে তাহলে তার স্ট্যাটাস দেখতে পাবে বা নাম্বার দেখা যাবে।
আরও পড়ুন – nid card check : ভোটার আইডি কার্ড চেক করুন নতুন নিয়ম
তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা এসএমএস কিভাবে করতে হয় এর ফরমেটটা জানার পাশাপাশি কোন নাম্বারে এসএমএস করবে এ বিষয়টা জেনে আসে।
এসএমএস করার নিয়ম:- আপনার এসএমএস অ্যাপস এ প্রবেশ করে নতুন এসএমএস লিখার অপশন চয়েজ করুন এবং লিখুন SC <স্পেস> F <স্পেস> Form number <স্পেস> D <স্পেস> date of birth তারপর মেসেজটি পাঠিয়ে দিন ১০৫ নাম্বারে।
এন আইডি নাম্বার দিয়ে স্মার্ট কার্ড দেখুন
আপনারা যারা আগের ভোটার রয়েছেন অর্থাৎ এলেমিনেটিং করা ভোটার আইডি কার্ড ব্যবহার করছেন। তারা চাইলে নিজের স্মার্ট কার্ড রেডি হয়েছে কিনা এ বিষয়টি জানতে পারেন।
তবে এর জন্য অবশ্যই আপনার আইডি কার্ডের মধ্যে যে নাম্বারটা রয়েছে সেটা জানা থাকতে হবে। এসএমএস এর মাধ্যমে আপনার এনআইডি নাম্বার দিয়ে যখন নির্দিষ্ট ফরমেটে এবং নির্দিষ্ট নাম্বারে এসএমএস করবেন, তখন ফিরতি এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন আপনার স্মার্ট কার্ডের বিবরণ।
এসএমএস করার নিয়ম: SC <স্পেস> NID <স্পেস> Nid number
ঠিক এভাবে এসএমএস করার পরে যখন আপনার স্মার্ট কার্ড রেডি হয়ে যাবে তখন আপনার কার্ডটি তৈরি হয়েছে এমন দেখতে পাবেন। সাথে আপনাকে ইসি অফিসে যোগাযোগ করতেও বলা হতে পারে।
স্মার্ট কার্ড করলে আপনি অনেক সুযোগ-সুবিধা পাবেন যেমন আয়কর দাতা সনাক্তকরণ নম্বর পাবেন, শেয়ার আবেদন করতে পারবেন এবং বিও হিসাব খুলতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এবং ট্রেড লাইসেন্স থেকে শুরু করে ভোট দেয়া ইত্যাদি।
স্মার্ট কার্ড বের করার জন্য আপনার ফরম নাম্বার বা এনআইডি নাম্বার দিয়ে এসএমএস লিখুন SC <স্পেস> NID ভোটার স্লিপ বা এন আইডি নাম্বার দিয়ে পাঠিয়ে দিন ১০৫ নাম্বারে এবং আপনার স্মার্ট কার্ড নাম্বার বের করুন।
registration | nid registration |
download | nid card download |
Verification | Voter Information Verification |
check | smart card check |
eporcha | Khatian search |
online copy | NID card online copy |