আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন এবং অনলাইন ভিত্তিক বিভিন্ন এনআইডি সেবা পেতে চান তাহলে অবশ্যই nid registration বা এনআইডি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে নির্দিষ্ট একটা ওয়েবসাইটে।
ওয়েবসাইটটা বা কি? কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে এ সমস্ত বিষয় নিয়ে আজকের এই ব্লগটি লেখা হচ্ছে। আসলেই কি এনআইডি একাউন্টে কিংবা বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইটে nid card registration করা কঠিন।
আপনারা যারা এই বিষয়টা নিয়ে চিন্তিত আছেন তারা আজকের এই নিবন্ধটা পড়ুন। জেনে নিন কিভাবে কি করতে হবে এবং কোন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
আপনার এনআইডি কার্ডের বিভিন্ন সেবা যেমন ভোটার আইডি কার্ড ডাউনলোড, জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে পুনরায় উত্তলনের আবেদন ইত্যাদি অনলাইনে করতে চাইলে। অবশ্যই আপনার একটা একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে সেটাকে Nid account registration ও অনেকেই বলে থাকেন।
nid registration
এনআইডি রেজিস্ট্রেশন করতে বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েব সাইটে প্রবেশ করুন এবং আপনারে ফরম নাম্বার অথবা জাতীয় পরিচয়পত্র নাম্বার দিন। তারপর আপনার সঠিক জন্ম তারিখটি দিয়ে ঠিকানা ইত্যাদি দিন সর্বশেষ আপনার ফেসবুক ভেরিফিকেশন কমপ্লিট করে nid registration করে ফেলুন।
- nidw বা services nidw gov bd ওয়েবসাইটে প্রবেশ করুন
- প্রথম ঘরে আপনার ফরম নাম্বার দিন অথবা আপনার কাছে এনআইডি নাম্বার থাকলে সেটা দিন
- নিচের ঘরে আপনার জন্ম তারিখটা দিন মাস বছর এই ফরমেটে
- নিচের Captcha টা পূরণ করুন (নিচের ঘরে উপরে যে সংখ্যাটা রয়েছে সেটা বসিয়ে) পরবর্তী বাটন ক্লিক করে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিন
- পুনরায় পরবর্তী স্টেপে গিয়ে আপনার সঠিক একটি সচ্ছল মোবাইল নাম্বার দিন
- বার্তা পাঠান এ ক্লিক করে আপনাকে পাঠানো ভেরিফাই কোডটি বসিয়ে দিন
- এখন বাহাল বাটনে ক্লিক করে ফেস ভেরিফিকেশন কমপ্লিট করুন, এনআইডি ওয়ালেট সফটওয়্যার দ্বারা
-
ফেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে পাসওয়ার্ড সেট করুন বা এড়িয়ে যান
কিভাবে এনআইডি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এ বিষয়টি স্টেপ বাই স্টেপ দেখানো হলো।
step:1# বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েব সাইটে প্রবেশ করুন
আপনাকে সর্বপ্রথম nid account registration করার জন্য বাংলাদেশ এপ্লিকেশন সিস্টেমের প্রবেশ করতে হবে। যেটাকে বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইট বলা হয়। প্রবেশ করার জন্য আপনি services.nidw.gov.bd/nid-pub/claim-account এই লিংকটি ভিজিট করতে পারেন অথবা চাইলে services nidw gov bd ওয়েবসাইটি প্রবেশ করে রেজিস্টার করুন এ যেতে পারে।
ওয়েবসাইটে প্রবেশ করার পরে এবং রেজিস্টার করুন পেজে গেলে আপনি একটা ফরম দেখতে পাবেন। ফরমের প্রথম অপশনে আপনাকে আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার যদি থাকে আর যদি না থাকে তাহলে ফর্ম নাম্বার দিন।
পরের অপশনের মধ্যে আপনার সঠিক জন্ম তারিখ দিন। অবশ্যই আপনার জন্ম নিবন্ধনের মধ্যে যেভাবেই রয়েছে ঠিক সেভাবেই দিতে হবে। আর অবশ্যই দেওয়ার সময় প্রথমে দিন তারপর মাস এবং সর্বশেষ আপনার জন্ম সালটা দিবেন।
একদম নিচে আরেকটি ঘর দেখতে পাবেন সেখানে মূলত আপনাকে একটা Captcha পূরণ করতে হবে। পূরণ করার জন্য নিচের ঘরের উপরে একটা Code দেখতে পাবেন সেটা বসিয়ে একদম নিচের ঘরে।
step:2# আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা দিন
এই স্টেপের মধ্যে মূলত আপনার ঠিকানা (বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা) দিতে হবে। অবশ্যই দেওয়ার সময় একটা ফরমেট মনে রাখবেন সেটা হচ্ছে প্রথমে বিভাগ তারপর জেলে এবং সর্বশেষ উপজেলা সিলেক্ট করবেন।
আর আপনি যদি ঠিকানা দেওয়ার সময় ফর ফর তিনবার ভুল করেন তাহলে আপনার Nid account লক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনার Address গুলো দেওয়ার পরে নিচে পরবর্তী নামে একটা বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
step:3# মোবাইল নাম্বার দিন এবং ভেরিফাই করুন
এখন আপনার সামনে mobile number শো করবে যদি নাম্বারটা আগে থেকেই দিয়ে থাকেন। এবং যদি নাম্বারটা সো করে পরবর্তীতে আপনি চাইলে change করতে পারেন। আর আগের যে নাম্বারটি ছিল সেটা যদি আপনার কাছে Available তাকে তাহলে সেখানে একটা এসএমএস যাবে।
আর যদি আপনার কাছে মোবাইল নাম্বারটা এবেলেবেল না থাকে তাহলে সেটা পরিবর্তন করতে পারেন। Change করার পরে এখন যে নাম্বারটা অ্যাড করেছেন সেটাতে একটা SMS যাবে যেটা কিনা 6 digit এর সুতরাং সেটা যেন আপনি ফান এরকম একটা নাম্বার দিন।
আরো পড়ুন – নতুন ভোটার আইডি কার্ড করার নিয়ম | Apply new NID card
নাম্বার দেওয়ার যে খালিঘরটা রয়েছে, ঠিক তার নিচে ‘বার্তা পাঠান’ নামে একটা বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার নাম্বারে ডিজিটের একটা কোড পাঠানো হবে। সাথে সাথে আপনাকে পরবর্তী আরেকটা page এ নিয়ে যাওয়া হবে।
এখন আপনাকে যে পেইজের মধ্যে নিয়ে আসা হয়েছে সেখানে আরেকটি খালি ঘর দেখতে পাবেন। এই ঘরের মধ্যে মূলত আপনাকে ওই সংখ্যাটা কিংবা ওই কোডটা বসাতে হবে যেটা কিনা আপনাকে এসএমএস এর মাধ্যমে পাঠানো হয়েছে। সুতরাং আপনার এসএমএস টা বসিয়ে দেওয়ার পরে বহাল বাটনে ক্লিক করুন।
step:6# Nid wallet দ্বারা Face verification করুন
এখন আপনার সামনে একটা পেজ ওপেন হবে যেখানে একটা QR code দেখতে পাবেন। সেটা মূলত আপনাকে Nid wallet সফটওয়্যার দিয়ে স্ক্যান করতে হবে।
তার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট নামে যে app রয়েছে সেটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে আপনার অ্যাপ ওপেন করুন এবং কেউ আর কোডটি স্ক্যান করুন।
যখন কোডটি আপনি স্ক্যান করবেন তার সাথে সাথে একটা ক্যামেরা ওপেন হয়ে যাবে। ক্যামেরার মধ্যে অবশ্যই এনআইডি কার্ডের মালিকের ছবি সোজাসুজিভাবে দেখাতে হবে। পরবর্তীতে একবার ডানে এবং বামে এভাবে ঘুরাতে থাকুন।
একপর্যায়ে আপনার চেহারা ঠিক থাকলে চেহারার উপর টিক মার্ক চলে আসবে তিনটি। তিনটি দিক মার্ক চলে না আসা পর্যন্ত আপনি চেহারা দেখাতে থাকুন যদি এরোর আসে পুনরায় চেষ্টা করুন।
টিক মার্ক চলে আসার সাথে সাথে আপনাকে অফর আরেকটি পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে গিয়ে মূলত আপনাকে কি কাজ করতে হবে এই বিষয়টি জানতে চাইলে নিচের স্টেপটা ফলো করুন।
step:7# পাসওয়ার্ড সেট করুন
এখন আপনার সামনে nid account registration এর জন্য যে পেইজটি চলে আসবে সেখানে দুইটা বাটন দেখতে পাবেন। একটা হচ্ছে ‘সেট পাসওয়ার্ড’ অপরটি হচ্ছে ‘এড়িয়ে যান’। এখান থেকে আপনি চাইলে যে কোন একটাতে ক্লিক করতে পারেন।
তবে আমি আপনাকে রিকমেন্ট করব সচেতনতার ক্ষেত্রে অবশ্যই সেট পাসওয়ার্ডে ক্লিক করে একটা একাউন্টের পাসওয়ার্ড সেট করার জন্য। অবশ্যই শক্তিশালী একটা পাসওয়ার্ড সেট করবেন এটাই আপনার জন্য বেনিফিট হবে।
আরো পড়ুন- smart nid status check | স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করুন
এভাবেই আপনি খুলে ফেলুন আপনার এন আইডি কার্ডের জন্য একটি nid registration করা nid account registration আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন এই রিলেটেড আমরা আরো কয়েকটি বিষয় জেনে আসি।
nid account registration করার পর যেসব সুবিধা পাবেন
ভোটার আইডি কার্ড ডাউনলোড জাতীয় পরিচয়পত্র সংশোধন আপনার আইডি কার্ড হারিয়ে গেলে রি ইস্যুর আবেদন
আশা করি আজকের এই ব্লগটি পড়ার পরে আপনি অনেক কিছুই জানতে পেরেছেন। তাই আপনি যদি এই সমস্ত বিভিন্ন এন আই ডি রিলেটেড বিভিন্ন তথ্য পেতে চান তাহলে আমাদের এই ওয়েবসাইটটা সব সময় ফলো করবেন।
check | nid card check |
search | khatian search |
registration link | nid account registration |
nid card pdf download |
FAQ
বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যাদের কাছে স্লিপ অথবা এনআইডি কার্ড নম্বর রয়েছে তারা প্রত্যেকে ই এনআইডি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন। তাই আপনাদের কাছে যদি থেকে থাকে তাহলে অবশ্যই করে ফেলবেন কেননা অতি প্রয়োজনীয় এবং সুবিধামূলক একাউন্ট এটি।
এখানে একাউন্ট রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আপনার তেমন কিছু জিনিসের প্রয়োজন পড়বে না। মূলত একাউন্ট করার জন্য আপনার এনআইডি অথবা ফরম নাম্বার, জন্ম তারিখ, ঠিকানা, মোবাইল নাম্বার এবং ফেস ভেরিফিকেশন।
হ্যাঁ অবশ্যই এখানে অনেকগুলো সুবিধা রয়েছে যেমন আপনার আইডি কার্ডটা হারিয়ে গেলে উত্তোলনের আবেদন করতে পারবেন। আর আপনি চাইলে এখান থেকে আপনার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। তাছাড়া এখান থেকে অনেক এনআইডি রিলেটেড সুবিধা পাওয়া যায় যেগুলো আপনি অ্যাকাউন্ট করলেই বুঝতে পারবেন।