আপনি চাইলে যে কারো আইডি কার্ড জাতীয় পরিচয় পত্র যাচাই করার মাধ্যমে বা জাতীয় পরিচয় পত্র চেক করে জেনে নিতে পারবেন, সেটা আসল নাকি নকল। তবে আপনি যদি দেখতে পান যে ভোটার আইডি কার্ড ডাউনলোড এর মাধ্যমে আপনার আইডি কার্ড বের করা যাচ্ছে, তাহলে বুঝবেন সেটা আসল।
বিশেষ করে যারা বিভিন্ন সময় কোম্পানির জন্য এমপ্লয়ী নিয়োগ, অপরিচিত লোকদের বাসা ভাড়া দিয়ে থাকেন তাদের জন্য nid যাচাই করা অত্যন্ত প্রয়োজন। কেননা তাদের কাছ থেকে আমরা যে এনআইডি গুলো নিয়েছি সেগুলো যেন ফেক না হয়।
অন্যদিকে আপনি চাইলে nid card check এর মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন সেগুলো আসল না নকল। তবে সে ক্ষেত্রে অবশ্যই নিজের আইডি কার্ড করতে হবে। অন্য কারো আইডি কার্ড করতে চাইলে অবশ্যই যা দিয়ে পরিচয়পত্র যাচাই প্রসেসটা অবলম্বন করতে হবে।
জাতীয় পরিচয় পত্র যাচাই
জাতীয় পরিচয়পত্র যাচাই করার জন্য প্লে স্টোর থেকে Online GD অ্যাপটা ডাউনলোড কর ওপেন করুন। তারপর নিবন্ধন বাটনে ক্লিক করে আপনার এনআইডি নাম্বার, জন্ম তারিখ দিয়ে সর্বশেষ জাতীয় পরিচয়পত্র যাচাই বাটনে ক্লিক করুন এবং ভোটার আইডি কার্ড চেক করুন।
এখানে হয়তো অনেকেই সংক্ষিপ্ত প্রসেসটা বুঝেন নাই, তার জন্য আমি নিচে এ স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে এ বিষয়টি শেয়ার করেছি। তাই আপনারা যারা বিস্তারিত এবং ভালোভাবে জানতে চান তারা নিচের স্টেপটা ফলো করুন।
Time needed: 5 minutes
আপনারা জাতীয় পরিচয় পত্র চেক বা যাচাই সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা নিচের স্টেপ গুলো ফলো করতে পারেন।
- Online GD অ্যাপ ডাউনলোড করুন
আপনি যদি জাতীয় পরিচয় পত্র যাচাই করতে চান তাহলে সর্বপ্রথম একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। এর জন্য আপনি সরাসরি প্লে স্টোরে যেতে পারেন এবং Online GD লিখে সার্চ করুন, প্রথম অ্যাপ্লিকেশন টা ডাউনলোড করুন।
- নিবন্ধন বাটনে ক্লিক করুন
একটা যখন ডাউনলোড করে ফেলবেন তখন আপনাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে ‘নিবন্ধন’ নামে একটা বাটন দেখতে পাবেন, যেটা কিনা বাম পাশে নিচের কর্নারে রয়েছে, সুতরাং এই বাটনে ক্লিক করুন।
- জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখ দিন
এখন আপনার সামনে একটা পেজ ওপেন হবে যেখানে দুইটা খালি ঘর দেখতে পাবেন। প্রথম ঘরের মধ্যে আপনার সঠিক nid jachai নাম্বারটা দিতে হবে। দ্বিতীয় ঘরের মধ্যে আপনার সঠিক জন্ম তারিখ টা বসাতে হবে।
- পরিচয়পত্র যাচাই বাটনে ক্লিক করুন
উপরের সমস্ত স্টেপ ফলো করে যখন আপনার ডিটেলস গুলো প্রোভাইড করবেন। তখন একদম নিচে পরিচয় পত্র যাচাই নামে একটা বাটন দেখতে পাবেন। সুতরাং সেই বাটনে ক্লিক করে আপনার জাতীয় পরিচয় পত্রটা যাচাই বা চেক করুন।
এখানে আমি উপরে যেহেতু ছবি সহকারে বিষয়টা শেয়ার করেছি, তাই হয়তো আপনাদের বুঝতে কোন অসুবিধা হয়নি। তবে অনেকেই ১০ ডিজিটের জাতীয় পরিচয় পত্র যাচাই করতে চাই।
তবে আমরা চাইলে এই ক্ষেত্রে ভিন্ন প্রসেসও অবলম্বন করতে পারি যেমন এসএমএস, porichoy.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে, services nidw gov bd ওয়েবসাইট ইত্যাদির মাধ্যমে।
Nid jachai কেন প্রয়োজন?
বলতে গেলে অনেকগুলো কারণে আমাদের এনআইডি কার্ড যাচাই করার প্রয়োজন পড়ে। বিশেষ করে আমরা যখন কোন এমপ্লয়ি নিয়োগ দিয়ে থাকি, আমাদের কোম্পানির জন্য এবং তাদের কাছ থেকে যদি এনআইডি কার্ড কালেক্ট করে তবে সেগুলো আসল না নকল করলে এই বিষয়টাও জানার প্রয়োজন।
তাছাড়া আমরা যদি বাসা ভাড়া দিয়ে থাকি আমাদের বাসায় নিরাপত্তার স্বার্থে তাদের কাছ থেকে আইডি কার্ড নিতে হয়। তো আমাদেরকে যে আইডি কার্ডগুলো দিয়েছে সেগুলো আসল নাকি নকল এ বিষয়টাও জানতে পারবেন আজকের এই নিবন্ধ করে। মূলত কিভাবে করতে হয় এ বিষয়টি জান আগ্রহ যদি থাকে তাহলে এই ব্লগটি পড়ুন।
তাছাড়া আমাদের যদি কোন প্রয়োজনে আইডি কার্ড হাতে না থাকে এবং আইডি কার্ডের নাম্বারটা থাকে তাহলে সেটা দিয়েও আমরা চেক করার মাধ্যমে একপর্যায়ে ডাউনলোড করে নিতে পারব। যার কারণে, যে কোন প্রয়োজনে আইডি কার্ড হাতে না থাকলেও সেটা অনলাইন থেকে আমরা কালেক্ট করতে পারি।
ভোটার আইডি কার্ড যাচাই পদ্ধতি কয়টি?
আপনি কি আইডি কার্ডের বৈধতা যাচাই করতে চান? এবং কয়টি উপায়ে করতে পারবেন এ বিষয়টি আমরা এ পর্যায়ে জানব। আমার জানামতে আপনি ৪টি উপায়ে এনআইডি কার্ডের বৈধতা চেক করতে পারবেন। তবে এখানে আমি তিনটি উপায় শেয়ার করব যেগুলোর মাধ্যমে আপনি এই কাজটি করতে পারেন।
- নির্দিষ্ট একটা অ্যাপের মাধ্যমে
- porichoy.gov.bd ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে
- নির্দিষ্ট একটা ফরমেটে এসএমএস করে
তো এখন তো আমরা জানতে পারলাম কয় ফোন দিতে ভোটার আইডি কার্ড যাচাই করতে পারি। তো এখন আমরা সবগুলো বিষয়ে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যেখান থেকে আপনারা উপকৃত হবেন।
অ্যাপ এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র যাচাই
এন আইডি কার্ড চেক করার জন্য আমার সবচাইতে সহজলভ্য যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাপ। জাস্ট এই অ্যাপটি ডাউনলোড করার পরে আপনি যখন ভোটার আইডি কার্ড নাম্বার এবং সঠিক জন্ম তারিখটা টাইপ করবেন আপনি সেটা আসল না নকল যাচাই করতে পারবেন।
- সর্বপ্রথম আপনার ফোনের প্লে স্টোর থেকে অনলাইন জিডি অ্যাপসটা ডাউনলোড করুন
- অ্যাপস টা ওপেন করার পরে নিবন্ধন বাটনে ক্লিক করুন (বাম পাশের নিচের কর্নার রয়েছে)
- আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং সঠিক জন্ম তারিখটি টাইপ করুন
- জাতীয় পরিচয়পত্র যাচাই বাটনে ক্লিক করুন
উপরের সংক্ষিপ্ত একটা প্রসেস আপনি কমপ্লিট করার পরে আপনি ভোটার আইডি কার্ডের মালিকের নাম, জন্ম তারিখ বাবার নাম ইত্যাদি দেখতে পাবেন। তো এখন আমরা দ্বিতীয় পদ্ধতি অর্থাৎ porichoy.gov.bd ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে করতে হয় এ বিষয়টা জেনে আসি।
porichoy.gov.bd ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করে nid check
আরেকটি সহজ উপায় যেটা কিনা সরকার কর্তৃক একটা অ্যাপ্লিকেশন বিভিন্ন ব্যাংক কর্মকর্তা, গোয়েন্দা সংস্থা ইত্যাদিকে প্রদান করা হয়। যেন তারা বিভিন্ন গ্রাহক কিংবা ব্যক্তিবর্গের আইডি কার্ড চেক করতে পারে আসল না নকল।
অন্যদিকে আপনি যদি বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইটের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র হচ্ছে কিংবা অনুসন্ধান করার চেষ্টা করেন তাহলে সে ক্ষেত্রে অবশ্যই ফেস ভেরিফিকেশনের জন্য এন আইডি কার্ডের মালিক কে সাথে থাকা লাগবে। অন্যদিকে এ পদ্ধতিতে করতে চাইলে আপনাকে মালিকের সাথে থাকা লাগবে না।
বরং আপনি যখন এই অ্যাপসটার এক্সেস নিবেন সে ক্ষেত্রে আপনি কোন প্রকারের দ্বিধাবো ছাড়াই চেক করে নিতে পারবেন আইডি কার্ড। তবে এই এফের এক্সেস যাকে তাকে দেওয়া হবে না সে ক্ষেত্রে যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিবর্গ কিংবা প্রতিষ্ঠান হতে হবে।
যেমন আমরা ব্যাংক একাউন্ট খোলার সময় যে আইডি কার্ডগুলো প্রদান করে থাকি সেগুলো আসল কিনা যাচাই করে এই অ্যাপ গুলোর মাধ্যমে। সুতরাং এই এফের এক্সেস নেওয়ার জন্য চাইলে আপনি porichoy.gov.bd সম্পর্কিত বিভিন্ন ভিডিও আর্টিকেল পড়ে আসতে পারেন।
তাছাড়া আপনি যদি porichoy.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে বিভিন্ন বিষয়াদি পড়ে আসেন পলিসি ইত্যাদি তাহলে অনেকগুলো বুঝা আসবে কিভাবে কি করতে হয়। তো আমরা পরবর্তী পদ্ধতি এস এম এস এর মাধ্যমে কিভাবে করতে হয় এ বিষয়টি জেনে আসি।
এসএমএস এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র যাচাই
এসএমএস এর মাধ্যমে করার জন্য nid sms format হচ্ছে মেসেজ অপশনে গিয়ে লিখুন NID <স্পেস> ফরম নাম্বার <স্পেস> দিন-মাস-বছর এই ফরমেটের সঠিক জন্ম তারিখ। সর্বশেষ সেন্ট করে দিন ১০৫ নাম্বারে।
ফিরতে এসএমএস এর মাধ্যমে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার ইত্যাদি জানিয়ে দেওয়া হবে। তবে আশাকরি এটাও জানিয়ে দেওয়া হবে যে, আপনার ভোটার আইডি কার্ড কিভাবে কালেক্ট করবেন এবং অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করতে হয় কিংবা করবেন কিনা।
মোবাইল দিয়ে Nid card যাচাই
আমরা অনেকে মনে করে থাকি মোবাইল দিয়ে জাতীয় পরিচয়পত্র যাচাই করার জন্য বিশেষ কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে। আবার অনেকেই মনে করে তাকে হয়তো কম্পিউটারে পড়া যায় আমার মোবাইলে পারা যাবে না।
মূলত আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন, কেননা কম্পিউটার কিংবা ল্যাপটপের চেয়ে মোবাইল দিয়ে ভোটার আইডি কার্ড চেক করা অনেক সহজ। যেহেতু অনলাইন জিডি যে অ্যাপসটা রয়েছে সেটা মোবাইলেই পাওয়া যায় তোর মোবাইলেই অপরচুনিটি বেশি।
মোবাইলে জাতীয় পরিচয় পত্র চেক করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইটে একটা একাউন্ট করুন আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার/স্লিপ নাম্বার, ঠিকানা মোবাইল নাম্বার এবং ফেস ভেরিফিকেশন ইত্যাদির মাধ্যমে এবং জাতীয় পরিচয় পত্র চেক করুন।
সাধারণত সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ‘পরিচয়’ নামের ব্যবহার করে কোন ব্যক্তি বা কর্মচারীর পরিচয় নিশ্চিত করে। পরিচয় নামের অ্যাপ বা www.porichoy.gov.bd এই ওয়েবসাইট ব্যবহার করে কোন ব্যক্তির তথ্য যাচাই-বাছাই করা হয় এ ক্ষেত্রে প্রাথমিকভাবেই ব্যক্তির নাম, মা বাবার নাম, বয়স এবং ঠিকানা যাচাই করা যায়।
আপনার মোবাইল থেকে অনলাইন জিডি অ্যাপটা ডাউনলোড করুন, ওপেন করে Nid number এবং date of birth দিন এবং জাতীয় পরিচয় পত্র যাচাই বাটনে ক্লিক করে jachai করে নিন।
হুম অবশ্যই বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইট কিংবা nidw এর মাধ্যমে ভোটার আইডি কার্ড যাচাই করতে ফেস ভেরিফিকেশন এর প্রয়োজন পড়বে।
তথ্য | ভোটার ডিটেইলস দেখুন |
জাতীয় পরিচয় পত্র পিডিএফ | |
app link | অনলাইন জিডি |
হোম | nid Blog |
download | nid card download |