আপনি যদি বিদেশ ভ্রমণ, চাকরি বা অফিস ইত্যাদি কাজের জন্য যেতে চান তাহলে অবশ্যই medical report check করা প্রয়োজন। যখন আমরা মেডিকেল টেস্ট দিয়ে থাকি, তখন আমাদের মেডিকেল রিপোর্টের রেজাল্ট কি সেটা চেক করতে হয়।
তাই আপনারা হয়তো অনেকেই জানেন না কিভাবে মেডিকেল রিপোর্ট চেক করতে হয় এ বিষয়টি। তাই মূলত আজকের এই নিবন্ধের মধ্যে এই বিষয়টা নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করেছি। তাছাড়া মেডিকেল রিপোর্ট অন্য কারো দিয়ে যাচাই করার চাইতে নিজেই অনলাইন থেকে যাচাই করা অনেক বেটার। আর আপনি পাসপোর্ট করে থাকলে পাসপোর্ট চেক করে নিতে পারেন।
এর থেকে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার মেডিকেল টেস্টের রেজাল্ট কি। বিশেষ করে আমরা যখন কোন দালালের মাধ্যমে বিদেশ যেতে চাই, তখন আমরা যদি বেলাল থেকেই মেডিকেল রিপোর্ট নিয়ে থাকি তাহলে হয়তো তারা ফেক রিপোর্ট দিতে পারে।
what is medical report?
মেডিকেল রিপোর্ট এমন একটা মেডিকেল ভিত্তিক শারীরিক পরীক্ষার ফলাফলকেই বলা হয়, যেটা কিনা শরীরের বিভিন্ন অঙ্গ যেমন চোখ, কান, নাক, গলা, বুকের এক্সরে, ফুসফুস, পেট এবং ত্বকের পরীক্ষা ইত্যাদি করার পরেই দেওয়া হয়।
বৈদেশিক ভিসা পেতে চাইলে নিয়ম অনুযায়ী আপনাকে মেডিকেল রিপোর্টে ফিট থাকতে হবে। অর্থাৎ আপনি যখন মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করাবেন তখন অবশ্যই মালয়েশিয়া যাওয়ার জন্য আপনার ফিট থাকতে হবে।
তো আপনার চেকআপ করার পরে যখন fit রেজাল্ট আসবেন তখনই আপনি অনুমোদন পাবেন বিদেশ ভ্রমণ, চাকরি-বাকরি ইত্যাদির ভিসা পেতে। মূলত medical checkup করা হয়ে থাকে যখন ভিসার জন্য আবেদন করা হয় তার পূর্বে। পাসপোর্ট না করে থাকলে পাসপোর্ট করতে কি কি প্রয়োজন জানুন।
তবে বিভিন্ন দেশের বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে মেডিক্যাল চেকআপের ক্ষেত্রে। সাধারণত সবগুলো মেডিকেল চেকআপ এর ধরন একই হয়ে থাকে। মেডিকেল চেকআপের পরে আমাদেরকে অবশ্যই পরবর্তী প্রসেস হচ্ছে মেডিকেল রিপোর্ট চেক করা।
এর মাধ্যমে অনলাইনে আপনি দেখতে পাবেন আপনার পরীক্ষার রেজাল্ট কি Fit নাকি Unfit। তো আপনার মেডিকেল রিপোর্ট কিভাবে করবেন কিংবা কিভাবে চেক করবেন এই বিষয়টি জানতে চাইলে আজকের এই আর্টিকেল পড়ুন।
medical report check । মেডিকেল রিপোর্ট চেক করুন
মেডিকেল রিপোর্ট চেক করতে আপনার কাঙ্ক্ষিত দেশের ইমিগ্রেশন ওয়েবসাইটে প্রবেশ করুন এবং আপনার মেডিক্যাল স্লিপ/পাসপোর্ট দিয়ে আপনার মেডিকেল রিপোর্ট চেক করুন।
সাধারণত আপনি যদি আপনার medical report check করতে চান সে ক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত দেশের ইমিগ্রেশন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর আপনার মেডিকেলের যে স্লিপ টা দিয়েছিল সেটার নাম্বার অথবা সম্ভব হলে পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার রিপোর্ট দেখতে পারবেন।
তবে আপনি যদি আরব দেশ অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশে ভ্রমণ করতে চান সেখান থেকে ছয়টি দেশের মেডিকেল রিপোর্ট চেক করা যাবে মাত্র একটি ওয়েবসাইট থেকে। আর দেশগুলো হচ্ছে সৌদি আরব, আরব আমিরাত (দুবাই), কাতার, কুয়েত, বাহারাইন, ওমান।
মূলত এই ছয়টি দেশের মেডিকেল রিপোর্ট যাচাই করা যাবে wafid medical report এই একটি মাত্র ওয়েবসাইট থেকে। সুতরাং এর জন্য নিজের স্টেপ গুলো অবলম্বন করুন
- ১. সর্বপ্রথম https://wafid.com/medical-status-search/ এই ওয়েবসাইটে প্রবেশ করুন
- এখন আপনি by passport number/ Wafid Slip Number সিলেক্ট করুন
- GCC slip number অথবা পাসপোর্ট নাম্বার এবং ন্যাশনালিটি দিন
- সবশেষে Check বাটনে ক্লিক করে আপনার মেডিকেল রিপোর্ট চেক করুন
মূলত এভাবে চাইলে আপনি এই ছয়টি দেশের মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। রিপোর্টের মধ্যে যদি ফিট আসে তাহলে আপনি ইমিগ্রেশন বা ভিসা পেতে পারেন।
Passport medical report check online
আপনার পাসপোর্ট এর মেডিকেল রিপোর্ট যাচাই করতে সর্বপ্রথম যে দেশে যেতে চান তাদের ইমিগ্রেশন ওয়েবসাইটে প্রবেশ করুন। তাদের নিয়ম অনুযায়ী হয়তো আপনার কাছে পাসপোর্ট নাম্বার জিজ্ঞেস করা হবে এবং পাসওয়ার্ড নাম্বার দিলেই আপনি মেডিকেল রিপোর্টের তথ্য জানা যাবে।
যদি তাদের নিয়ম অনুযায়ী আপনি রিপোর্টের মধ্যে ফিট থাকেন তাহলে অবশ্যই আপনাকে ভিসার জন্য অনুমতি দেওয়া হবে। তবে বিভিন্ন দেশের বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে।
মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক
একই পদ্ধতিতে আপনি যদি মালয়েশিয়া যেতে চান আপনাকে অবশ্যই আপনার মেডিকেল টেস্ট করাতে হবে। তাছাড়া মেডিকেল টেস্টের সময় অবশ্যই মেডিকেল রিপোর্টের মধ্যে ফিট রেজাল্ট আসতে হবে।
আর আপনার রেজাল্ট কি এসেছে এটা জানার জন্য অবশ্যই Malaysia medical report check প্রসেসটা অবলম্বন করতে হবে। সুতরাং আপনি যদি এই কাজটি করতে চান তাহলে https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus সর্ব প্রথম এই ওয়েব সাইটে প্রবেশ করুন।
প্রবেশ করার পরে প্রথমে আপনার পাসপোর্ট নাম্বার এবং জাতীয়তা বাংলাদেশী সিলেক্ট করুন। তারপরে ডান পাশের অপশনগুলোতে আপনার নাম এবং জাতীয়তা বাংলাদেশী সিলেক্ট করুন। তারপর Carian বাটনে ক্লিক করে আপনার মালয়েশিয়ার মেডিকেল রিপোর্ট চেকিং করুন।
যে কারণে আমাদের রিপোর্টের মধ্যে Unfit আসে
মূলত কোন একটা নির্দিষ্ট দেশে ভিসা পেতে চাইলে অবশ্যই আপনাকে মেডিকেল রিপোর্টে ফিট হিসেবে রেজাল্ট আসতে হবে। সাধারণত অনেক সময় আমাদের বিভিন্ন কারণে আনফিট আসে, এর কারণে হয়তো আপনার ভিসা নাও হতে পারে। পাসপোর্ট এর আবেদন করে থাকলে পাসপোর্ট হয়েছে কিনা চেক করুন।
যেসব কারণে আমরা আনফিট হই সেগুলো হচ্ছে এইচআইভি, জন্ডিস, চর্মরোগ, ক্যান্সার, শ্বাসকষ্ট, করোনা এবং হার্টের কোন সমস্যা ইত্যাদি। তাহলে হয়তো আপনি বিছানা আউট হতে পারেন কিংবা বিদেশ ভ্রমণে বাধা হতে পারে।
মেডিকেল রিপোর্ট হচ্ছে বৈদেশিক ভিসা পেতে বিভিন্ন শারীরিক টেস্ট। মূলত এখানে বিশেষত আপনার নাক, কান, চোখ, ফুসফুস ইত্যাদি। এক কথায় বলতে গেলে বিভিন্ন শারীরিক স্বাস্থ্য পরীক্ষাকে মেডিকেল রিপোর্ট বলে।
আপনার মেডিকেল রিপোর্ট চেক করার জন্য https://wafid.com/medical-status-search/উল্লেখিত ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে আপনার জাতীয়তা এবং পাসপোর্ট নাম্বার দিন। সর্বশেষ check বাটনে ক্লিক করে আপনার medical report check করুন।
বিভিন্ন রোগ বেধের কারণে যেমন ফুসফুস, করোনা ইত্যাদির কারণে হয়তো আপনার মেডিকেল টেস্টের পাশ/fit নাও হতে পারেন। এক্ষেত্রে আপনি যে কারণে টেস্টের মধ্যে চান্স পান নাই সেটা আপনাকে ঠিক করে নিতে হবে।
নাম্বার | পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক |
অবস্থা | ই পাসপোর্টের বর্তমান অবস্থা |
চেক | পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক |
nid check | nid card check |
download | Nid card download |