আপনি কি পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করতে চান? তাহলে চিন্তার কোন কারণ নেই। আজকে এমন একটা আপনাদের সাথে ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি যেটা মাধ্যমে আপনি Passport check with passport number করতে পারবেন।
আমরা অনেক সময় বিভিন্ন সমস্যায় পড়ে যাই পাসপোর্ট হাতে না থাকার কারণে কিংবা হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার কারণে। কিন্তু এই সময়, আমাদের পাসপোর্ট খুবই প্রয়োজনীয়। পাসপোর্ট চেক করার পরেও আমরা খুঁজে পাইনা আমাদের প্রয়োজনীয় এই ডকুমেন্টসটি।
তবে দুঃখের সাথে বলতে হচ্ছে যে শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি অনলাইন থেকে পাসপোর্ট এর তথ্য দেখতে পাবেন না। তবে ভিন্ন আরেকটি নিয়ম রয়েছে যার মাধ্যমে হয়তো আপনি এটা অর্থাৎ জাস্ট পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট যাচাই করতে পারবেন।
তবে তার জন্য যেহেতু একটা নির্দিষ্ট ওয়েবসাইট কিংবা নিয়ম কানুন রয়েছে, তাই অবশেষে এগুলো আপনার জানা দরকার। তাই পরিপূর্ণ প্রসেসটা যদি জানতে চান তাহলে নিবন্ধটা পড়ুন শেষ পর্যন্ত।
পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করতে www.old.bmet.gov.bd এই ওয়েবসাইটটি ভিজিট করে searching অপশন চয়েস করে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে find বাটনে ক্লিক করে আপনার পাসপোর্ট চেক করুন।
তবে আপনি কি নিশ্চিত যে আপনার পাসপোর্ট হয়েছে। যদি এটা নিশ্চিত না হন যে আপনার পাসপোর্ট হয়েছে কিনা তাহলে পাসপোর্ট হয়েছে কিনা চেক করে নিন।
যেহেতু আজকের মূল বিষয়টা জাস্ট পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে পাসপোর্ট চেক করতে হয় এই রিলেটেড। তাই আপনি জাস্ট আপনার passport নাম্বার দিয়ে পাসপোর্ট বের করতে নিচের স্টেপগুলো অবলম্বন করুন।
- Passport check with passport number করতে www.old.bmet.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করুন
- উপরের মেনু বারে searching নামে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করুন
- এখন আপনার সামনে কয়েকটা খালি ঘর শো করবে সেখান থেকে passport I’d এর জায়গায় পাসপোর্ট নাম্বার টা লিখুন
- একটু নিচে Find নামে একটা বাটন রয়েছে সেখানে ক্লিক করুন
- আপনার যদি BMET তে আগে থেকেই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনার পাসপোর্ট চেক করতে পারবেন।
তারপরেও অনেকেই এই পদ্ধতি জানার পরেও পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে পারবেন না। অবশ্যই তাদের এক্ষেত্রে পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে এবং দায়িত্ব রত কর্মকর্তাকে আপনার সমস্যাটা জানাতে হবে।
ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক
আমরা অনেকেই পাসপোর্ট এর ডেলিভারি স্লিপ হাতে পাওয়ার পরে কিভাবে পাসপোর্ট স্লিপ দিয়ে পাসপোর্ট চেক করতে হয় এ বিষয়টি জানতে চাই। মূলত এই বিষয়টাই জানার জন্য এই হেডিংটা দেওয়া হয়েছে।
সর্বপ্রথম আপনি যদি জাস্ট স্লিপ নাম্বার পাসপোর্ট যাচাই করতে চান সে ক্ষেত্রে অবশ্যই আগে ডেলিভারি স্লিপটা হাতে নিতে হবে। হাতে নেওয়ার পরে স্লিপের ডানপাশের উপরের কর্ণারে ১৩ ডিজিটের একটা সংখ্যা দেখতে হবে।
মূলত এই সংখ্যাটাই লাগবে এবং আপনার যে জন্ম তারিখে রয়েছে সেটা। এই দুইটা জিনিস কালেক্ট করে রাখুন চাইলে আপনি লিখে রাখতে পারেন।
এখন আপনাকে চলে যেতে হবে কোন একটা ব্রাউজারে। ব্রাউজারে গিয়ে https://www.epassport.gov.bd/authorization/application-status এই লিংকটি ভিজিট করুন। এখন আপনার সামনে একটা ফেস ওপেন হবে।
এখানে মূলত আপনি একটা ফর্ম দেখতে পাবেন তার মধ্যে এখানে একটা অপশন রয়েছে application ID নামে সুতরাং এখানে যে ১৩ ডিজিটের সংখ্যাটা কালেক্ট করেছেন পাসপোর্ট ডেলিভারি স্লিপ থেকে সেটা টাইপ করুন।
একটু নিচে আরেকটা অপশন রয়েছে date of birth নামে সুতরাং এই করে আপনার সঠিক জন্ম তারিখটা টাইপ করুন। অবশ্যই জন্ম তারিখ প্রথম দিন তারপর জন্ম মাস তারপর জন্ম সালটা দিবেন যেমন 30-12-2023 এইভাবেই।
এখন একদম শেষ পর্যায়ে একটা অপশন দেখতে পাবেন I am human নামে। মূলত এখানে আপনাকে ঠিক মত দিতে হবে ক্যাপচা পূরণের মাধ্যমে। ক্যাপচা পূরণ করার জন্য টিক মার্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কয়েকটা ইমেজ শো করবে, সেখান থেকে যে ইমেজগুলো সিলেক্ট করতে বলে সেগুলি সিলেক্ট করুন।
আর অনেক সময় অটোমেটিক্যালি সেখানে টিক মার্ক চলে আসবে তাহলে আপনাকে ইমেজ মার্ক করতে হবে না। ঠিক এভাবেই একদম নিচে আরেকটা বাটন দেখতে পাবেন check নামে। সুতরাং এই বাটনে ক্লিক করে আপনার ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক করুন।
পাসপোর্ট নাম্বার দিয়ে ঠিকানা বের করা
আমরা অনেকে মনে করে তাকি যে হয়তো জাস্ট পাসপোর্ট নাম্বার ব্যবহার করে অনলাইন থেকে আমরা ঠিকানা বের করতে পারবো। আসলে এরকম নয় অর্থাৎ আপনি জাস্ট পাসপোর্ট নাম্বার ব্যবহার করে যে কারো ঠিকানা বের করতে পারবেন না।
তবে আপনার কাছেও যে পাসপোর্ট নাম্বার এবং জন্ম তারিখ টাকে তাহলে অবশ্যই আপনি নাম চেক করতে পারবেন। সেই সাথে পাসপোর্টের বর্তমান স্ট্যাটাস কি এটা কি এখনো issued হয়েছে নাকি হয় নাই ইত্যাদি।
BMET তে রেজিস্ট্রেশন না থাকলে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক
আমি একদম উপরে আপনাদের সাথে যে Passport check with passport number শেয়ার করেছি সেটা শুধুমাত্র BMET তে রেজিস্ট্রেশন করা থাকলেই সম্ভব। তো এখন যদি আপনার BMET রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে পাসপোর্ট চেক করবেন কিভাবে এই বিষয়টা জেনে আসি।
এর জন্য অবশ্যই আপনাকে চলে যেতে হবে পাসপোর্ট অফিসে এবং সেখানে গিয়ে দায়িত্বরত কর্মকর্তাকে বলতে হবে। তো কর্মকর্তাকে আপনার পাসপোর্ট নাম্বার টা দিলে আপনার পাসপোর্ট এর স্ট্যাটাস বলে দিবে এবং চেক করে জানাবে।
আপনার পাঁচ বছর মেয়াদি ৬৪ পাতার পাসপোর্ট কালেক্ট করতে কত টাকা খরচ পড়বে, সেটা কয়দিনের ভিতরে কালেক্ট করতে চান সেটার উপর নির্ভর করবে। তো আপনি যদি ১৫ দিনের পেতে চান ৫,৫০০ টাকা, ৭ দিনে পেতে চাইলে ৭,৫০০ টাকা, দুই দিনে পেতে চাইলে ১০,৫০০ টাকা ফি দিতে হবে।
এর জন্য আপনাকে চলে যেতে হবে BMET এই ওয়েবসাইটে এখান থেকে searching অপশনে যান এবং আপনার পাসপোর্ট নাম্বারটি দিন। একটু নিচে find নামে একটা বাটন দেখতে হবে না সেখানে ক্লিক করুন এবং আপনার পাসপোর্ট চেক করুন পাসপোর্ট নাম্বার দিয়ে।
Check | Passport check |
status | E passport status |
bmet | www.old.bmet.gov.bd |
visa | all country visa check |
passport | পাসপোর্ট হয়েছে কিনা |