আমরা যারা ভিসার জন্য আবেদন করেছি তারা অনেকেই পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে চাই সকল দেশের। তাই আপনারা যারা এটা জানতে চান তাদের জন্য আজকের এই নিবন্ধে ইনশাআল্লাহ প্রত্যেক দেশের Visa check with passport number শেয়ার করার চেষ্টা করব।
আপনি বিদেশে বেড়াতে, হজে কিংবা অফিসের নানা জাতীয় কাজে আপনি যদি গমন করতে চান তাহলে বৈধ পাসপোর্ট এবং ভিসার প্রয়োজন। এখন আপনি কি জানেন? আপনার কাছে যে ভিসাটা রয়েছে সেটা বৈধ।
আরো পড়ুন – ই পাসপোর্টের বর্তমান অবস্থা এর বিভিন্ন স্ট্যাটাস অর্থ জানুন
তবে আপনি সেটা তখনই জানতে পারবেন যখন অনলাইন থেকে চেক করবেন ভিসা। তাই আপনি যদি ভিসা চেক করার প্রক্রিয়াটা খুব ভালোভাবে জানতে চান তাহলে আজকের এই আর্টিকেল আমি আপনার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করি। তাহলে চলুন জেনে আসি।
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক কেন গুরুত্বপূর্ণ
আপনি তো এটা জানেন আপনাকে বিদেশ গমনে বৈধভাবে যেতে চাইলে অবশ্যই বৈধ পাসপোর্ট এবং ভিসার প্রয়োজন পড়বে। তো এখন যদি আপনি একটা ভিসা করিয়েছেন বিভিন্ন দালালের মাধ্যমে। তো এখন চিন্তা করেন তো! সেই ভিসাটা আদৌ কি বৈধ নাকি অবৈধ।
যদি বৈধ হয় তাহলে তো ভালোই বটে, আর যদি অবৈধ হয়? সুতরাং আপনি যদি আপনার ভিসাটা বৈধ কিনা চেক করতেছেন তাহলে নির্দিষ্ট একটা নিয়ম মানতে হবে। একটা মজার বিষয় হচ্ছে, আপনি অনলাইনে এই কাজটা সেরে ফেলতে পারবেন।
তবে তার জন্য নির্দিষ্ট কিছু রিকোয়ারমেন্টস কিংবা প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে চলুন আমরা জেনে আসি এখন পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে কিংবা ভিসা চেক করতে যা যা প্রয়োজন এই বিষয়টা।
ভিসা চেক করতে যা যা প্রয়োজন
আপনার কাছে যদি এমন একটা ডিভাইস থাকে যেটাতে ইন্টারনেট কানেকশন রয়েছে এবং ব্রাউজিং করা যায় তাহলে আপনাকে আর কয়েকটা ডকুমেন্টস লাগবে। আপনি চাইলে আপনার হাতের পাসপোর্ট নাম্বার দিয়ে প্রত্যেক দেশের ভিসা চেক করতে পারবেন। তারপর আপনার সঠিক ভিসা নাম্বারটি সংগ্রহ করুন এবং সেটা ভিসা চেক করার ওয়েবসাইটে সাবমিট করুন।
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক (সকল দেশ)
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার জন্য দেশের নাম + visa check লিখে গুগলে সার্চ করুন। প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন এবং পাসপোর্ট নাম্বার ও ন্যাশনালিটি দিয়ে ভিসা চেক করে নিন।
তবে আপনারা যারা নির্দিষ্ট দেশের ভিসা চেক যেমন Malaysia visa check ইত্যাদি করতে চান। তারা নিচে যে দেশের ভিসা চেক করতে চান সেটাতে ক্লিক করে বিস্তারিতভাবে জেনে আসুন।
ভিসা চেক দেশের নাম | লিংক |
---|---|
সিঙ্গাপুর | সিঙ্গাপুর ভিসা চেক |
দুবাই | দুবাই ভিসা চেক |
ওমান | ওমান ভিসা চেক |
কানাডা | কানাডা ভিসা চেক |
সৌদি আরব | সৌদি আরব ভিসা চেক |
আমেরিকা | আমেরিকা ভিসা চেক |
ইন্ডিয়ান | ইন্ডিয়ান ভিসা চেক |
মালয়েশিয়া | মালয়েশিয়া ভিসা চেক |
অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া ভিসা চেক |
রোমানিয়া | রোমানিয়া ভিসা চেক |
ইতালি | ইতালি ভিসা চেক |
ব্রাজিল | ব্রাজিলিয়ান ভিসা চেক |
কাতার | কাতার ভিসা চেক |
পর্তুগাল | পর্তুগাল ভিসা চেক |
মাল্টা | মাল্টা ভিসা আছে |
আর্জেন্টিনা | আর্জেন্টিনা ভিসা চেক |
কুয়েত | কুয়েত ভিসা চেক |
ক্রোয়েশিয়া | ক্রোয়েশিয়া ভিসা চেক |
অনলাইনে ভিসা চেক সুবিধা
আমরা অনেকে আছি যারা কিনা বিভিন্ন বিষয়ে না জানার কারণে বিভিন্ন ভোগান্তির শিকার হতে হয়। যেমন অনলাইনে ভিসা চেক করতে জানেনা যার কারণে বিভিন্ন অফিসে গিয়ে দৌড়াদৌড়ি করতে হয়।
আরো পড়ুন- পাসপোর্ট হয়েছে কিনা চেক করুন
তো আপনার সুবিধার্থে আপনি অনলাইনে visa check করে নিতে পারেন। তাই তার জন্য আজকের এ নিবন্ধটি ভালোভাবে পড়ুন এবং কোন দেশের ভিসা চেক করতে চান সেই দেশের লিংকে প্রবেশ করুন।
এখানে আমি সকল দেশের ভিসা চেক বলতে যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের মানুষ সচরাচর গুগলে সার্চ করে থাকে কিংবা খোঁজাখুঁজি করে থাকে।
এখানে উপরে টেবিলের মধ্যে কিছু লিংক দেওয়া আছে সেগুলো থেকে আপনার নির্দিষ্ট দেশের লিংকে প্রবেশ করুন এবং বিস্তারিত ভাবে জেনে নিন ভিসা চেক করতে গেলে কি কি করতে হবে।