emis gov bd – আপনারা যারা বাংলাদেশ প্রাথমিক শিক্ষা বা উচ্চ শিক্ষার শিক্ষক মন্ডলী আছেন, তারা অনেকেই একটা ওয়েবসাইটের সাথে পরিচিত সেটা হচ্ছে emis mpo । তাই আজকে আমি চিন্তা করলাম এই ওয়েবসাইট সম্পর্কের সম্পূর্ণ রিভিউ আপনাদের সাথে শেয়ার করতে।
মূলত emis (education management information system) এই ওয়েবসাইটের মধ্যে প্রতিবছর প্রাতিষ্ঠানিক বিভিন্ন ইনফরমেশন আপডেট করতে হয়। শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ক বিভিন্ন সরকারি বেসরকারি ইনফরমেশন পাওয়া যায় এই এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ওয়েবসাইটে।
আরো পড়ুন – services nidw gov bd | সকল nid service সুযোগ-সুবিধা জানুন
মূলত এই ওয়েবসাইটের সুযোগ সুবিধা কি এবং আমরা শিক্ষক হিসেবে কিভাবে উপকৃত হতে পারি। তাছাড়া প্রাতিষ্ঠানিক বিভিন্ন ইনফরমেশন কিভাবে আপডেট করতে হয় এই সমস্ত বিষয় জানা যাবে আজকের এই নিবন্ধ থেকে।
এক কথায় বলতে গেলে আজকের এই নিবন্ধে আপনি জানতে পারবেন emis gov bd ওয়েব সাইটে প্রবেশ করার পরে আপনি কি কি করতে পারবেন এবং পরিচিতি সম্পর্কে। তাই আমি রিকমেন্ট করব আপনি যদি সবগুলো বিষয়ে বিস্তারিত জানতে চান এবং নির্ভুল জানতে চান তারা আজকের এই নিবন্ধুটি পড়ুন।
emis gov bd
emis (education management information system Bangladesh) Every year through the website, various institutional information has to be updated. Moreover, the information collected by the organization based government is taken from here.
Emis.gov.bd ফিচার গুলো জানুন
মূলত এই ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন পিচার রয়েছে যেগুলো আপনারা অনেকে জানেন না। তাদের জন্য এখানে লিস্ট আকারে এবং সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করেছি আশা করি উপকৃত হবেন।
- emis.gov.bd এই ওয়েবসাইটটি মূলত বাংলাদেশ education management information system এর একটি অফিসিয়াল ওয়েবসাইট
- ওয়েবসাইটটি মূলত বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন ডাটা স্টোর করার আগে এবং এর জন্যই ডিজাইন করা হয়েছে
- এই ওয়েবসাইটটি বাংলাদেশ এর শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট, টিচার এবং প্রাতিষ্ঠানিক বিষয়ে বিভিন্ন ডাটা সংরক্ষণ করে রাখে
- emis gov bd মিনিস্ট্রি অফ এডুকেশন দ্বারা পরিচালিত হয় এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন নীতিগতি জানান দেওয়া হয়
- এই ওয়েবসাইট এক্সেস দেওয়া হয়ে থাকে প্রাতিষ্ঠানিক প্রধান শিক্ষককে স্টুডেন্ট এনরোলমেন্ট, এক্সাম রেজাল্ট ইত্যাদির জন্য
- তাছাড়া এই ওয়েবসাইটের নির্দিষ্ট সেকশনে শিক্ষা কার্যক্রম রিলেটেড বিভিন্ন ইভেন্ট, নিউজ জানান দেওয়া হয়
এছাড়াও আরো অনেক ফিচার রয়েছে, সংক্ষিপ্ততার কারণে সবগুলো বলা সম্ভব নয়। তাহলে চলুন education management information system সম্পর্কে আরো বিস্তারিত জেনে আসি।
Emis Registration
আপনার এখানে যদি লিস্টি নাম না থাকে তাহলে কিভাবে রেজিস্ট্রেশন করবেন এ বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনি যদি এমপিওভুক্ত না হন কিভাবে আবেদন করবেন সেটা দেখানো হলো।
- emis login করতে সর্বপ্রথম এই লিংকে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করুন
- মেনুবার থেকে Registration বাটনে ক্লিক করুন
- এখন আপনি কি হিসেবে নিবন্ধন করতে চান সেটা সিলেক্ট করুন যেমন gov college/school teacher, non government etc
- এখন ইনডেক্স নাম্বার থাকলে হ্যাঁ না থাকলে না দিন
- সর্বশেষ সাধারণ তথ্য, কর্মস্থলের তত্ত্ব, সংযুক্তি ইত্যাদি দিয়ে একদম নিচের Submit বাটনে ক্লিক করুন
এখন উপরের প্রসেস গুলো কমপ্লিট করার পরে আপনারা আবেদনটা যখন শেষ হয়ে যাবে। তখন আপনার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের নিকট আপনার আবেদনটি চলে যাবে। সবগুলো ঠিকঠাক থাকলে উনি যখন এপ্রুভ করে দিবে তখন আপনার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে।
www emis gov bd mpo
আপনি যদি শিক্ষক হিসেবে অনলাইন emis mpo জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম www.emis.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর নির্দিষ্ট ফরম পূরণ করে আপনাকে MPO (monthly pay order) আবেদনটি কমপ্লিট করতে হবে।
আরও পড়ুন- eporcha খতিয়ান অনুসন্ধান করার নিয়ম | Khatian search
এটি মূলত বাংলাদেশের সরকারি বেসরকারি মাদ্রাসা, কলেজ এবং স্কুল শিক্ষক-কর্মচারীর বেতন কিংবা বাতা প্রধানের আদেশ। এমফিউর আবেদন করতে হলে অবশ্যই উল্লেখিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং অবশ্যই আপনার প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হতে হবে।
শুধু তাই নয় যারা নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক রয়েছে তাদের কেউ নির্দিষ্ট নিয়মে আবেদন করতে হবে। খুব সহজেই চাইলে আপনি EMIS ওয়েবসাইট দ্বারা অনলাইনে এই কাজটি সম্পাদন করতে পারেন। নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক, কর্মচারী। সিনিয়র,উচ্চতর স্কেল সহ সকল এমপিও অন্তর্ভুক্ত আবেদনের জন্য এই ওয়েবসাইটটি ব্যবহৃত হয়।
emis gov bd portal
আপনি চাইলে এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই emis portal করার মাধ্যমে কোন নির্দিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বিভিন্ন ইনফরমেশন দেখতে পাবেন। এর মাধ্যমে দেখা যাবে এমপিও ভুক্ত শিক্ষকের তালিকা নাম, নাম্বার এবং ইমেইল।
এর জন্য আপনি প্রবেশ করুন http://emis.gov.bd/EMIS/portal এই লিংকের মধ্যে। এখন আপনি শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন অথবা অফিসের ধরন সিলেক্ট করুন। শিক্ষা অঞ্চল, জেলা, উপজেলা, প্রতিষ্ঠানের ধরন, ব্যবস্থাপনা, প্রতিষ্ঠান এবং শিক্ষক অথবা কর্মচারী নির্বাচন করুন।
কিভাবে আপনি আপনার নির্দিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীদের বিভিন্ন পরিচয় নাম ইত্যাদি দেখতে পাবেন। তবে এখানে অনেক শিক্ষক বা কর্মচারী নিজের নাম্বার বা ইমেইল ঠিকানা গোপন রাখে।
Eporcha | eporcha |
Muktopaath | www muktopaath gov bd |
Pesp | pesp finance gov bd |
Bdris | bdris.gov.bd |
Land | land gov bd |