প্রিয় পাঠক বন্ধুরা, আমাদের মধ্যে বিভিন্ন প্রয়োজনে অনেকেই আছে যারা কিনা মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র বা অনলাইন থেকে mobile number diye nid check কিংবা NID card check online করে থাকি। সে ক্ষেত্রে আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকি যেমন অনেকেই সরাসরি তাদের জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে।
আবার অনেকেই আছেন যারা কিনা মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই করার নিয়ম সম্পর্কে জানতে চান কিংবা কিভাবে ডাউনলোড করবে এটাও জানতে চান। আদৌ কি শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র অনলাইন থেকে চেক করা কিংবা ডাউনলোড করা সম্ভব?
এই বিষয়টা জানার পাশাপাশি যদি সম্ভব হয় তাহলে এটাও জানব। তাছাড়া এই রিলেটেড কিংবা এন আই ডি রিলেটেড আরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরব ইনশাল্লাহ আজকের এই নিবন্ধতে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে গুরুত্বপূর্ণ আলোচনার দিকে যাওয়া যাক।
মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র
আপনি যদি এর আগে ভোটার আইডি কার্ড করিয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই অভিজ্ঞতা হয়েছে যে, নিবন্ধন করার সময় অবশ্যই আমাদেরকে একটা নিজস্ব নাম্বার প্রদান করতে হয়। আর মোবাইল নাম্বার এবং স্লিপ নাম্বারটা দিয়ে আমাদেরকে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়াল ওয়েবসাইট এর মধ্যে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয়।
নির্বাচন কমিশন ওয়েব সাইটে অ্যাকাউন্ট করার ফলে আমাদের বিভিন্ন সুবিধা হয় যেমন আমরা ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারি। তাছাড়া আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যে বাংলাদেশের নাগরিক সেটার পরিচয় বহন করার অন্যতম অধ্যায় হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েব সাইটে একাউন্ট থাকা
আরও পড়ুন – ভোটার আইডি কার্ড চেক করুন
তবে একটা দুঃখের বিষয় হচ্ছে আপনি শুধুমাত্র মোবাইল নাম্বারটাই ব্যবহার করে কোনভাবেই জাতীয় পরিচয় পত্র সংগ্রহ করতে পারবেন না অনলাইন থেকে কিংবা নির্বাচন কমিশন ওয়েবসাইট থেকে। তবে এর আগে নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি কি চাচ্ছেন শুধুমাত্র মোবাইল নাম্বারটি দিয়ে অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে? নাকি আপনার কাছে থাকা নাম্বারটি কোন আইডি কার্ড দিয়ে করা সেটা জানতে?
যদি হয় যে প্রথমটা, অর্থাৎ শুধুমাত্র আপনার মোবাইল নাম্বারটা ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র কালেক্ট করার প্রক্রিয়াটা অনলাইন থেকে সেটা পারবেন না। তবে অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার ভিন্ন পদ্ধতি রয়েছে। তো আপনি যদি আপনার সিমটা কোন আইডি কার্ড দিয়ে করা সেটা জানতে চান তাহলে পারবেন।
সুতরাং আপনি যদি চান যে, আপনার মোবাইল নাম্বারটি কোন আইডি কার্ড দিয়ে করা তাহলে এখনই আপনার নিকটস্থ কোন একটা কাস্টমার কেয়ারে চলে যান। অবশ্যই আপনার যদি রবি সিম হয় তাহলে রবি কাস্টমার কেয়ার আর যদি গ্রামীন হয় গ্রামীণফোন কাস্টমার কেয়ার সেন্টার ইত্যাদি।
তবে আপনি যেহেতু জানতে পারলেন শুধুমাত্র মোবাইল নাম্বার ইউজ করি জাতীয় পরিচয় পত্র বের করা কিংবা ডাউনলোড করা কোনটাই সম্ভব নয়। তাই আপনি একটা বিষয় করতে পারবেন সেটা হচ্ছে, মোবাইল নাম্বার দিয়ে এসএমএস এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র নাম্বার বের করা এবং সেটা দিয়ে অনলাইন থেকে এন আইডি কার্ড ডাউনলোড করা।
মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র নাম্বার বের করার নিয়ম
এসএমএস এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র নাম্বার বের করার জন্য এসএমএস অপশনে গিয়ে প্রথমে SC <স্পেস> C <স্পেস> F <স্পেস> স্লিপ নাম্বার <স্পেস> D <স্পেস> 4 সংখ্যার জন্ম সাল <-> দুই সংখ্যার জন্ম তারিখ এবং সেন্ট করুন 105 নাম্বারে
উদাহরণস্বরূপঃ SC F 87654321 2000-25 এর সেন্ড করুন 105 নাম্বারে। (ইনশাআল্লাহ উপরের প্রক্রিয়াটা অবলম্বন করার ৪৮ ঘণ্টার মধ্যে আপনার এনআইডি নাম্বারটা পেয়ে যাবেন)
এখান থেকে সংগ্রহ করা আপনার এনআইডি কার্ড নাম্বার অথবা স্লিপ নাম্বারটি দিয়ে https://services.nidw.gov.bd/nid-pub/claim-account এই লিংকে ক্লিক করে একটা একাউন্ট খুলে ফেলুন। এবং পরবর্তীতে আপনি আপনার জাতীয় পরিচয় পত্র সংশোধন কিংবা ডাউনলোড ইত্যাদি নিমিষেই করতে পারবেন।
নাম দিয়ে এন আইডি কার্ড বের করা যায় কি?
অবশ্যই না, অর্থাৎ আপনি শুধুমাত্র আপনার নামটা দিয়েই জাতীয় পরিচয় পত্র বের করতে পারবেন না এবং ডাউনলোড করতে তো দূরের কথা। কেননা আপনার নামে বাংলাদেশে অনেক লোক রয়েছে যাদেরও একটা একটা আইডি কার্ড রয়েছে। সুতরাং যদি নাম দিয়ে আইডি কার্ড বের করা যেত তাহলে একসাথে অনেক জনের এটা চলে আসতো।
আরো পড়ুন – ভোটার আইডি কার্ড ডাউনলোড
যদি এটা সম্ভব হয় আরেকটা বড় সমস্যা হতো এটা যে, একজনের বিভিন্ন ইনফরমেশন অন্যজনের কাছে চলে যেত। সুতরাং আপনি কোনোভাবেই শুধুমাত্র নাম দিয়ে জাতীয় পরিচয় পত্র বের করতে পারবেন না। যদি বের করতে চান তাহলে স্লিপ নাম্বার অথবা এন আইডি নাম্বার এবং আপনার সঠিক জন্ম তারিখ ইত্যাদি লাগবে।
আইডি কার্ড দিয়ে সিম নাম্বার বের করা
আইডি কার্ড দিয়ে সিম নম্বর বের করার নিয়মটা খুবই সহজ যেটা কিনা আমি আর্টিকেলের ওপরের দিকে শেয়ার করেছি। সুতরাং আপনি সেখান থেকে দেখে আসুন এবং আপনার প্রয়োজনীয় উত্তরটা দেখে নিন।
এটাই গুরুত্বপূর্ণ একটা বিষয় কেননা আমাদের আইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা অনেকেই জানে না।
ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা
ফরম নাম্বার দিয়ে যদি আপনি আপনার ভোটার আইডি কার্ড চেক করতে চান তাহলে services.nidw.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
এখন আপনি আপনার ভোটার নিবন্ধন ফরম নাম্বার এবং আপনার সঠিক জন্ম তারিখটি দিয়ে দিন এবং একটা একাউন্ট করে ফেলুন। অ্যাকাউন্ট করা যখন শেষ হয়ে যাবে তখন সেখান থেকে খুব সহজে আইডি কার্ড টা বের করতে পারবেন।
দুর্ভাগ্যবশত আপনি শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র বের করতে পারবেন না। কেননা এন আইডি কার্ড একটা খুব গুরুত্বপূর্ণ এবং প্রাইভেট ডকুমেন্ট। তবে হ্যাঁ, আপনি যদি বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েব সাইটে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আশা করি সেটা দিয়ে নির্বাচন কমিশন ওয়েব সাইটে আবার লগইন করে আইডি কার্ড বের করতে পারবেন।
নাম দিয়ে ভোটার আইডি কার্ড বের করা যায় না। কেননা বাংলাদেশের মধ্যে আপনার যে নাম হইতো এমন অনেক ব্যক্তি রয়েছে আপনার নামের সাথে মিল রাখে। অবশ্যই তাদেরও যেহেতু এনআইডি কার্ড রয়েছে, তাই যদি নাম দিয়ে বের করা যেত তাহলে একজনের নাম দিয়ে চেক করলে অপর জনেরটা চলে আসতো।
কেননা যদি মোবাইল নাম্বার দিয়ে এন আইডি কার্ড বের করা যেত তাহলে আপনার মোবাইল নাম্বার অনেক জনের কাছেই আছে। তো যেহেতু অন্যজনের কাছে রয়েছে, উনি যদি আপনার আইডি কার্ডটা অনলাইন থেকে জাস্ট মোবাইল ব্যবহার করে কালেক্ট করে বিভিন্ন কাজে ব্যবহার করে তাহলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত জনগণের নিরাপত্তার স্বার্থে জাস্ট মোবাইল ব্যবহার করেই এই কাজটা কিংবা এনআইডি কার্ড বের করতে পারবো না।
হোমে যেতে | ক্লিক করুন |
নির্বাচন কমিশন ওয়েবসাইট বাংলাদেশ | ক্লিক করুন |
অনুসন্ধান | nid by mobile number |
চেক | nid card check |