আমরা অনেকেই নতুন পাসপোর্ট এর জন্য আবেদন করে থাকি কিন্তু পাসপোর্ট হয়েছে কিনা চেক করা সম্পর্কে জানা প্রত্যেকেরই উচিত। কেননা আপনি যদি আপনার পাসপোর্ট তৈরি হয়েছে কিনা এ বিষয়টি না জানেন তাহলে কখন যাবেন কালেক্ট করতে?
এই বিষয়টা আপনি জানতে পারবেন নির্দিষ্ট একটা প্রসেসের মাধ্যমে অনলাইন থেকে। নির্দিষ্ট একটা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং আপনার পাসপোর্ট এর প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করে জেনে নিতে পারবেন এই জিনিসটা।
তবে এটা জানার জন্য আপনাকে পড়তে হবে আজকের এই নিবন্ধটি। এটা নিয়ে হয়তো অনেকেই খোঁজাখুঁজি করেছেন কিন্তু সঠিক উত্তর পান নাই, আজকের এই ব্লগটি পড়ে জেনে নিবেন কিভাবে কি করতে হয়, তাহলে চলুন আমরা জেনে আসি-
পাসপোর্ট হয়েছে কিনা চেক করুন
আপনার পাসপোর্ট কোন পর্যায়ে আছে এ বিষয়টি জানতে প্রবেশ করতে হবে ই পাসপোর্ট ওয়েব সাইটে। প্রবেশ করে ভিজিট করুন Check application status এই পেজটি। Application ID ইত্যাদি দিয়ে চেক করে নিন আপনার পাসপোর্ট কোন অবস্থাতে আছে।
তবে আমার পাসপোর্ট সম্পর্কিত আরেকটা post যদি আপনি পড়ে আসেন তাহলে আরো বিস্তারিত ভাবে জানতে পারবেন। সুতরাং আমার পাসপোর্ট চেক রিলেটেড আর্টিকেলটি পরে আসন আশা করি আপনি অনেক উপকৃত হবেন এবং আর কোথাও গিয়ে কোথাও খোঁজাখুঁজি করতে হবে না এই বিষয়ে সম্পর্কে।
কি লেখা আসলে বুঝবো আমার পাসপোর্ট হয়েছে কিনা
Passport is ready pending for issuance পাসপোর্ট চেক করার পরে এই লেখাটি আসলে বুঝবেন আপনার আইডি কার্ড টা তৈরি হয়ে গেছে এবং এটি ইস্যু বা ডেলিভারির জন্য প্রস্তুত। আমরা অনেকেই সার্চ করার পরে উপরের দেওয়া লেখাটা দেখতে পাই।
সুতরাং আপনি যদি উপরের লেখাটা দেখতে পান অর্থাৎ Passport is ready pending for issuance তাহলে বুঝবেন আপনার পাসপোর্টটি তৈরি হয়ে গেছে এবং ইস্যু করা হচ্ছে বা আপনার ডেলিভারির জন্য প্রস্তুত করা হচ্ছে।
অনলাইনে পাসপোর্ট হয়েছে কিনা জানার উপায়
আপনি খুব সিম্পল একটা প্রসেসের মাধ্যমে জেনে নিতে পারবেন আপনার পাসপোর্ট রেডি হয়েছে কিনা। যদিও রেডি না হয় তাহলে কোন অবস্থাতে আছে সেটা দেখতে পারবেন এই প্রসেসের মাধ্যমে। এখন আপনার প্রশ্ন জাগতে পারে তাহলে প্রসেসটা কি রকম?
এই সংক্ষিপ্ত প্রসেসটা জানার জন্য আপনাকে নিজের স্টেপ গুলো ফলো করতে হবে। এখানে আমি খুব ভালোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি পাসপোর্ট হয়েছে কিনা চেক করার নিয়ম সম্পর্কে।
- সর্বপ্রথম প্রবেশ করুন https://www.epassport.gov.bd/authorization/application-status এই লিংকে
- আপনার অনলাইন রেজিস্ট্রেশন আইডি অথবা অ্যাপ্লিকেশন আইডি দিন
- সঠিক জন্ম তারিখ সিলেক্ট করুন
- ক্যাপচাটা সাবমিট করে নিচের check বাটনে ক্লিক করুন এবং জেনে নিন আপনার পাসপোর্ট হয়েছে কিনা
জাস্ট অপরের সিম্পল একটা প্রসেসের মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন আপনার আবেদন প্রকৃত পাসপোর্ট রেডি হয়েছে নাকি হয়নি। যদি প্রায় রেডি হয়ে যায় তাহলে Passport is ready pending for issuance এরকম লেখা আসবে।
আপনার পাসপোর্ট আসলেই হয়েছে কিনা সেটা জানার জন্য epassport.gov.bd/authorization/application-status এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং নির্দিষ্ট ডকুমেন্ট সাবমিট করে জেনে নিতে পারবেন আপনার পাসপোর্ট রেডি হয়েছে কিনা।
হ্যাঁ অবশ্যই, আপনি খুব সহজে একটা প্রসেস কমপ্লিট করে জেনে নিতে পারবেন আপনার কৃত পাসপোর্ট এর আবেদন হয়েছে কিনা। সুতরাং আপনার পাসপোর্ট এর কাজ যদি প্রায় রেডি হয়ে যায় তাহলে Passport is ready pending for issuance এরকম লেখা আসবে।
passport | পাসপোর্ট চেক করুন |
nid | ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম |
nidw | services nidw gov bd |
পাসপোর্ট | Passport check link |