বর্তমানে সময়ে আমাদের স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয় পত্র অতি প্রয়োজনীয় একটা ডকুমেন্টস বা নথি হয়ে উঠেছে। তার জন্যই বা হইতে অনেকেই google এর মধ্যে বরংবার সার্চ করে থাকে স্মার্ট কার্ড কিভাবে পাবো এই বিষয়টা লিখে।
তাই আজকে চিন্তা করলাম আজকে আপনাদের সাথে how to get smart card এই উত্তর দেওয়ার পাশাপাশি আপনার স্মার্ট কার্ড কখন পাবেন কিভাবে পাবেন এই বিষয়টিও শেয়ার করি। তাই আমি মনে করি আপনি যদি এই বিষয়গুলো খুব ভালোভাবে জানতে চান তাহলে আজকের এই নিবন্ধনটি পড়বেন।
যদিওবা আমরা অনেকেই ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করেছি, কিন্তু এখনো পর্যন্ত ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ড হাতে পাই নাই। তবে অনেকেই বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য নিজের স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড কালেক্ট করে নিয়েছেন।
তবে অনেকেই যারা স্মার্ট কার্ড পাননি তারা বিভিন্ন সময় স্মার্ট কার্ড কিভাবে পাব এই বিষয়টা জিজ্ঞেস করে থাকেন অনেকের কাছে। আসলে আপনার ইউনিয়ন পরিষদ কিংবা পরসভা কর্তৃক সবচাইতে বেশি জানবে কখনো আপনার স্মার্ট কার্ড পাবেন।
স্মার্ট কার্ড কিভাবে পাবো
স্মার্ট কার্ড আপনার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয় কিংবা গণহারে যখন স্মার্ট কার্ড বিতরণ করা হয় তখনই স্মার্ট কার্ড পাবেন। তবে সে ক্ষেত্রে অবশ্যই আপনার স্মার্ট কার্ড টি তৈরি করে আপনার নিবন্ধন কার্যালয়ে হস্তান্তর করতে হবে।
অধিকাংশ সময় আপনার ভোটার আইডি কার্ড করার সময় যে নাম্বার দিয়েছিলেন সেখানে যোগাযোগ করা হতে পারে। যত তাড়াতাড়ি বাংলাদেশ নির্বাচন কার্যালয় থেকে হস্তান্তর করা হবে আপনার সংশ্লিষ্ট নিবন্ধন কার্যালয়ে তত দ্রুত আপনি পাবেন।
তবে আপনার যদি খুবই প্রয়োজন হয় তাহলে আপনি যোগাযোগ করতে পারেন আপনার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয়। তাদেরকে গিয়ে আপনার কথাটি বললে তারা অতি দ্রুত কাজটি করার চেষ্টা করবে বা আপনাকে কোন একটা এডভাইস করবেন।
স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা জানুন
এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনার স্মার্ট কার্ড কখন পাবো এই বিষয়টা জানার আগে যে বিষয়টা জানা দরকার। তো আপনার যদি স্মার্ট কার্ড হয়েছে কিনা এই বিষয়টি জানতে চান তাহলে নিচের লেখাগুলো পড়বেন।
- স্মার্ট কার্ড কখন পাবেন জানতে আপনার মেসেজ ফোল্ডারে গিয়ে নতুন মেসেজ লিখার অপশন চেঞ্জ করুন
- মেসেজ লিখুন এইভাবে প্রথমে SC <স্পেস> F <স্পেস> Form number <স্পেস> D <স্পেস> জন্ম তারিখ লিখুন
- সর্বশেষ ১০৫ নাম্বারে সেন্ড করুন উল্লেখিত নিয়ম অনুযায়ী লেখা এস এম এস টি
- আপনাকে ফিরতি এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা বা জানুন স্মার্ট কার্ড নাম্বার
উল্লেখিত নিয়ম অনুযায়ী আপনার স্মার্ট কার্ড রেডি হয়েছে কিনা এই বিষয়টা জেনে নিন। যদি আপনার স্মার্ট কার্ড রেডি হয়ে যায় তখন আপনাকে স্মার্ট কার্ডের নাম্বার জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন – স্মার্ট কার্ড চেক করে জেনে নিন কখন পাবেন | smart card check
আর আপনি যদি দেখতে পান যে আপনার স্মার্ট কার্ড রেডি হয়ে গেছে। তখন এটা মনে করবেন যে আপনি যেকোনো সময় স্মার্ট কার্ড হাতে পেতে পারেন। তাই চিন্তার কোন কারণ নেই তবে আপনি যদি অতি দ্রুত পেতে চান তাহলে উপজেলা নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করুন।
স্মার্ট কার্ড যখন আপনাকে কল করা হবে তখন পাবেন বা গণহারে যখন স্মার্ট কার্ড বিতরণ করা হয় তখন পেতে পারেন। তবে এটাই ভালো হবে যে, উপজেলা নির্বাচন কার্যালয় যোগাযোগ করে আপনার স্মার্ট কার্ডটি হস্তান্তর করা হয়েছে কিনা জানা।
স্মার্ট পাওয়ার জন্য আপনার ফরম/স্লিপ নাম্বারটাই লাগবে। যখন আপনাকে কল করা হবে বা আপনি এটা জানতে পারবেন আপনার স্মার্ট কার্ড এসে গেছে। তখনই আপনি নিজেই ফরম নাম্বারটা সাথে নিয়েই যাবেন বা ফরম/স্লিপটা নিয়ে যাবেন।
বাংলাদেশ স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয় পত্র সংগ্রহের নিয়ম অনুযায়ী যার আইডি কার্ড তাকে সংগ্রহ করতে হবে। যেহেতু আইডি কার্ড সংগ্রহের ব্যাপারে কিছু ফর্মালিটি রয়েছে, তাই অবশ্যই সেদিকে লক্ষ্য করা উচিত।
আপনার স্মার্ট কার্ড হয়েছে কিনা জানতে massage লিখুন SC <স্পেস> F <স্পেস> Form number <স্পেস> D জন্ম তারিখ লিখে সেন্ড করুন ১০৫ নাম্বারে।
Check | smart card check |
Download | nid card download |
Wallet | nid wallet |
NiD | Nid card check |
nid service | nid service bangladesh |