আমরা অনলাইনে বিভিন্ন ই পাসপোর্টের বর্তমান অবস্থা স্ট্যাটাস চেক করার পরে বিভিন্ন স্ট্যাটাস দেখতে পাই। যেমন Pending Backend Verification এবং Pending in Print Queue ইত্যাদি। তো অনেকেই এসব বিষয় জানতে চান যে আমি পাসপোর্ট চেক করার পরে এই বিষয়টা দেখতে পেয়েছি তো এর অর্থ কি।
তো আপনি যদি এই স্ট্যাটাস গুলোর অর্থ কিংবা মানে কি এই বিষয়টা জানতে চান তাহলে আজকের এই ব্লগটি আপনার জন্যই লেখা হয়েছে। অনেক সময় দেখা যায় যে, আমরা নতুন পাসপোর্ট এর জন্য আবেদন করেছি কিন্তু উনি একদিন হয়ে গেছে এখনো পর্যন্ত হাতে পাইনি।
তো কোন সমস্যা জনিত কারণে আমাদের পাসপোর্টটা আটকে আছে কিংবা এখন অবস্থাতে রয়েছে এসব বিষয় জানার জন্য সর্বপ্রথম পাসপোর্ট চেক করতে হবে। আপনার পাসপোর্ট এর অবস্থা কি রেডি হয়েছে কিনা এবং কোন সমস্যা এ বিষয়টা চেক করার পরে দেখতে পাবেন।
তো যদি পাসপোর্ট রেডি হয়ে যাই তাহলে কোন স্ট্যাটাস দেখাবে এবং কোন সমস্যার কারণে কোন স্ট্যাটাস দেখাবে এই বিষয়টা আজকের এই নিবন্ধে জানতে পারবেন। অর্থাৎ যখন চেক করবেন আপনার পাসপোর্ট তখন ঐ একটা স্ট্যাটাস দেখাবে তো খুব গুরুত্বপূর্ণ কয়েকটি স্ট্যাটাস সম্পর্কে আজকের এই আর্টিকেলে বলা হবে ইনশাআল্লাহ, তাহলে চলুন জেনে আসি।
ই পাসপোর্টের বর্তমান অবস্থার বিভিন্ন স্ট্যাটাস
আপনি এই পাসপোর্ট এর বর্তমান অবস্থা ত্যাগ করার জন্য www.epassport.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে check application status পেজে যান এবং আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করে আপনার পাসপোর্টের তোমার অবস্থা দেখুন।
অবস্থা দেখার পরে আপনাকে একটা মেসেজ দেখানো হবে যেমন ABIC Check Failed, Appointment Scheduled, Pending SB Police Clearance, Backend Verification, Pending in Print Queue ইত্যাদি। তো এগুলোর অর্থ কি মূলত এটা নিয়েই আলোচনা করা হবে এই ব্লগটিতে।
১. Passport Appointment Scheduled অর্থ কি?
সাধারণত দেখা যায় যে বিভাগীয় যে সমস্ত পাসপোর্ট অফিস রয়েছে সেখানে Appointment Scheduled বেশি দেখা দিয়ে থাকে। সুতরাং এর অর্থ হচ্ছে আপনাকে পাসপোর্ট অফিসে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে এবং একটা সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। মূলত এখানে দেখা যায় যে Passport Appointment Scheduled এর মধ্যে সময় এবং তারিখ নির্ধারণ করা থাকে।
আপনাকে উল্লেখিত তারিখে তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে। বিশেষ করে এ ধরনের স্ট্যাটাস তখনই আসে যখন আপনাকে বায়োমেট্রিক প্রদানের জন্য ডাকা হবে। তো পাসপোর্ট অফিসে সদর তো তারিখ অনুযায়ী যোগাযোগ করুন এবং তাদের কাছ থেকে জিজ্ঞেস করুন কেন ডাকা হয়েছে।
২. Passport is Ready, Pending for Issuance অর্থ কি?
মূলত এই স্ট্যাটাসটা তখনই দেখানো হবে যখন আপনার পাসপোর্ট রেডি হয়ে যাবে। মূলত যদি আপনার মোবাইলে sms আসে রেডি হয়েছে বলে তখন আপনি বুঝবেন দেরি হয়ে গেছে এবং আমার আবেদনকৃত অফিসে চলে এসেছে।
মূলত ঢাকা পাসপোর্ট অফিস থেকে আসতে চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে আপনার আবেদনকৃত অফিসে। যদি এসএমএস না আসে তাহলে ২-৪ দিন অপেক্ষা করুন আশা করি এসএমএস চলে আসবে। যদি এসএমএস চাও না আসে তাহলে সরাসরি আপনি পাসপোর্ট অফিসে যোগাযোগ করুন।
৩. passport Backend Verification অর্থ কি?
আপনার এই পাসপোর্ট আবেদনের সময় কোন প্রকার ভুল হয়ে থাকলে তাহলে Backend Verification এই স্ট্যাটাসটা দেখা যাবে। তাছাড়া আপনার দেওয়া কোন প্রাথমিক তথ্য যদি অমিল পাওয়া যায় তাহলেও এরকম দেখাবে।
যদি পাসপোর্ট এর কোন তত্ত্বা সংশোধন করা হয় কিংবা কোন মিল পাওয়া গেলে সেটা Backend Verification এর আন্ডারে রাখা হয়। আবেদনকারীর নামে কোন বড় ধরনের মামলা থাকলে কিংবা এম আর পি পাসপোর্ট থাকা সত্ত্বেও নতুনভাবে পুনরায় গোপনে পাসপোর্ট করলে। আরো নানা কারণে আপনার পাসপোর্ট Backend Verification এর আন্ডারে চলে যেতে পারে।
৪. QC Succeed Ready for Dispatch অর্থ কি?
এটি মূলত পাসপোর্টের একটা গুরুত্বপূর্ণ বিষয় যেমন আমরা অনলাইনে পাসপোর্ট চেক করতে গেলে স্ট্যাটাসের সময় একটা দেখাতে পারে। মূলত এটা কি কারণে দেখায় এবং কেন দেখায় এ বিষয় নিয়ে এখন আমরা জানবো।
এটার মূল অর্থ হচ্ছে আপনার পাসপোর্টটি প্রিন্ট হয়ে গেছে এবং আপনার আবেদনকৃত অফিসেই পাঠানো হচ্ছে কিংবা আঞ্চলিক অফিসে। এরকম কোন মেসেজ আপনি আপনার ফোনের মধ্যে পেয়ে থাকলে তাহলে ৭-৮ দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার পাসপোর্ট পেয়ে যাবেন।
৫. Passport Enrolment in Process মনে কি?
এর অর্থ হচ্ছে আপনার দেওয়া ডকুমেন্টস অনুযায়ী সার্ভারে আপডেট এর কাজ চলমান। যদি আপনার দেওয়ার সমস্ত প্রয়োজনের ডকুমেন্টস ঠিকঠাক থাকে তাহলে ই আপনি ২-৪ দিন মত Enrolment in Process এই স্ট্যাটাসটা দেখতে পেতে পারেন।
আরো পড়ুন – ভোটার আইডি কার্ড চেক | Voter ID Card Check
যদি এই স্ট্যাটাসটা আপনি বেশিক্ষণ ধরে দেখতে পান তাহলে মনে করবেন আপনার দ্বারা কোন কাগজের মধ্যে ভুল রয়েছে। তো এক্ষেত্রে আপনি পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে পারেন এবং জেনে নিতে পারেন কেন এই স্ট্যাটাসটা দেখাচ্ছে।
৬. ই পাসপোর্টের বর্তমান অবস্থা Passport Pending SB Police Clearance অর্থ কি?
আপনি যখন পাসপোর্ট এর জন্য আবেদন করবেন নতুনভাবে তখন আপনার থানা কর্তৃক পুলিশের মাধ্যমে একটা তদন্ত কপি পাসপোর্ট অফিসে জমা দেওয়া হয়। যেহেতু তদন্তটা পুলিশ কর্তৃক করা হয় তাই এখানে আবেদনকারীর কোন কাজ নেই।
তবে চাইলে পুলিশ বিভিন্নভাবেই তদন্ত করতে পারে যেমন আপনাকে কিংবা অন্য কোন উপায়ে। এর জন্য হয়তো আপনার দেওয়া নাম্বারে থানা থেকে কল করতে পারে কিংবা অভিভাবকের নম্বরে। যে আপনি যে নাম্বারটা দিবেন সেটা অবশ্যই সচল হতে হবে যেন কল করলে আপনি রিসিভ করতে পারেন।
৭. Pending for Backend Verification অর্থ কি?
Pending for Backend Verification এই স্ট্যাটাসটা দেখলে বুঝবেন আপনার দেবা ডকুমেন্টস এর উপর ভিত্তি করে কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন যাচাই-বাছাই করা হচ্ছে। পাসপোর্ট এর প্রিন্টিং শাখা ঢাকার মধ্যে পাঠানোর জন্য পুনরায় যাচাই-বাছাই করতে এই স্ট্যাটাস দেখানো হয়।
এটা কোন সমস্যা না হয় আপনাকে চিন্তিত হতে হবে না এবং দুই থেকে তিন দিন সময় লাগতে পারে এই স্ট্যাটাসটা চলে যেতে। যদি আপনি নতুন ভাবে পাসপোর্ট করিয়ে থাকেন এবং সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকলে আপনাকে চিন্তিত হওয়ার কোন কারণ নেই।
৮. Passport Pending Final Approval অর্থ কি?
এর এক অর্থ হচ্ছে ফাইনাল এপ্রুভাল এর জন্য যাচাই করুন। মূলত আপনার পুলিশ ভেরিফিকেশন যদি পজিটিভ হয় তাহলে আপনার পাসপোর্টটি Pending Final Approval এই স্ট্যাটাসের আন্ডারে চলে যাবে। মূলত আপনার সমস্ত ডকুমেন্টস ঠিক থাকলে এবং ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতির জন্য এভাবেই রাখা হয়।
অনুমোদন এর জন্য আপনার এক থেকে দুই দিনের মত সময় লাগতে পারে। যদি বেশি পরিমাণে লোক আবেদন করে তাহলে দিনকে সেটা গড়বড় হতে পারে। তাই চিন্তা হওয়ার দরকার নেই যেহেতু আপনার ডকুমেন্টস ঠিক রয়েছে এবং পুলিশ ভেরিফিকেশন পজিটিভ।
৯. Passport Submitted অর্থ কি?
আমরা যখন অনলাইনে এই পাসপোর্ট এর আবেদন করি তখনই একপর্যায়ে যখন সমস্ত ডকুমেন্টস এবং সবগুলো আপনি ঠিকভাবে সাবমিট করবেন তখন ওই পাসপোর্ট সাবমিটেড এই স্ট্যাটাসটা দেখাবে। মূলত সাবমিটেড অর্থ হচ্ছে জমা দেয়া যেহেতু আপনি আপনার বিভিন্ন তথ্য জমা দিয়েছেন তাই এখানে Submitted লেখা আসছে।
১০. Your Application is pending on payment investigation অর্থ কি?
আপনার চালানে যে টাকাগুলো জমা আছে এবং আপনার পাসপোর্ট ফি এর মধ্যে হয়তো কোন গড়মিল হয়েছে তাই এই স্ট্যাটাসটা দেখাচ্ছে। তো এর জন্য আপনাকে দ্রুত পাসপোর্ট অফিসেই আপনার বিভিন্ন কাগজগুলো নিয়ে যোগাযোগ করতে হবে যেমন চালানের রশিদ ইত্যাদি।
আমরা যখন অনলাইনে আমাদের পাসপোর্ট চেক করতে চাই তখনই বিভিন্ন স্ট্যাটাস দেখানো হয় যেমন রেডি হয়েছে কিনা নাকি কোন সমস্যা হয়েছে। তার মধ্যে অন্যতম কয়েকটা হচ্ছে Your Application is pending on payment investigation এবং Submitted ইত্যাদি।
যে পাসপোর্ট আবেদন করেছে তার থানা কর্তৃক কোন পুলিশকে বলা হয় যে ওই ব্যক্তি সম্পর্কিত বিভিন্ন যাচাই-বাছাই করতে। তার মধ্যে ওই ব্যক্তি সম্পর্কিত কোন মামলা রয়েছে কিনা ইত্যাদি।
passport check | পাসপোর্ট চেক করার নিয়ম জানুন |
পাসপোর্ট রেডি হয়েছে কি? | পাসপোর্ট হয়েছে কিনা চেক করুন |
পাসপোর্ট স্ট্যাটাস চেক লিংক | www.epassport.gov.bd |
Gov info | government ভিত্তিক বিভিন্ন বিষয় জানুন |