আপনার হাতে যে স্মার্ট ফোনটা রয়েছে, জাস্ট সেটা ব্যবহার করার মাধ্যমে অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্র নম্বর বের করতে পারবেন খুব সহজ একটা প্রক্রিয়া অবলম্বন করার মাধ্যমে।
অনেক সময় দেখা যায় যে যখন আমরা ভোটার হালনাগাদ অংশগ্রহণ করি কয়েক মাস ধরে আমাদেরকে অপেক্ষা করতে হয় হাতে আইডি কার্ড আসার ক্ষেত্রে। হতে পারে আইডি কার্ড বিতরণের আগে আপনার আইডি কার্ডের প্রয়োজন কিন্তু আপনার কাছে সেটা নেই।
তো আপনি যদি সেই পরিস্থিতির সম্মুখীন হন তাহলে কিভাবে আইডি কার্ড বিতরণের আগে জাতীয় পরিচয় পত্র নম্বর বের করা যায় এই বিষয়টা নিয়ে আজকের এই নিবন্ধটি আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তাছাড়া এনআইডি কার্ড ডাউনলোডের ক্ষেত্রেও ভোটার আইডি কার্ড নম্বর জানার প্রয়োজন।
আরও পড়ুন – nid card download | ভোটার আইডি কার্ড ডাউনলোড 2023
আপনাদের যাদের বয়স ১৮ পূর্ণ হয়েছে এবং যারা কিনা যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছিল সেখানে অংশগ্রহণ করেছেন তাদের মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে আশা করি আপনাদের এনআইডি নাম্বার সহ যাবতীয় ইনফরমেশন।
তবে যারা এখনো পর্যন্ত এসএমএস পান নাই তাদের চিন্তা করার দরকার নেই। কেননা আপনি এসএমএস না আসার সত্ত্বেও কিভাবে এসএমএস এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র নাম্বার যাচাই কিংবা চেক করা যায় এ বিষয়ে নিয়ে আজকে বিস্তারিত বলার চেষ্টা করব।
যেভাবে বের করবেন জাতীয় পরিচয় পত্র নম্বর
বাংলাদেশ নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী আপনি যদি জাতীয় পরিচয়পত্র নম্বর যাচাই করতে চান সে ক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে Nid <স্পেস> ফর্ম নাম্বার <স্পেস> দিন-মাস-বছর এই ফরমেটে জন্ম তারিখ লিখে পাঠিয়ে দিন ১০৫ নাম্বারে। আপনাকে ফ্রিতে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে জাতীয় পরিচয় পত্র নাম্বার।
অনলাইনের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র নম্বর বের করণ পদ্ধতি
তাছাড়া আপনি যদি কোন প্রতিষ্ঠানে চাকরি করেন কিংবা কারো আইডি কার্ড চেক করার প্রয়োজন পড়ে তাহলে অনলাইনে সেটা করতে পারবেন। তার জন্য চলে যেতে হবে আপনাকে ldtax.gov.bd/citizen/register এই ওয়েবসাইটে।
এখানে প্রবেশ করে আপনার একটি সঠিক মোবাইল নাম্বার অবশ্যই সচল হতে হবে। তারপর আপনার সঠিক জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং পরবর্তীতে দিন-মাস-বছর এভাবেই আপনার সঠিক জন্ম তারিখ সিলেক্ট করুন।
অবশ্যই যার আইডি কার্ডটা আপনি চেক করতে চাইবেন সেটা আসল না কি নকল সেই আইডি কার্ডের সম্পূর্ণ ডিটেইলস এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে সাবমিট করতে হবে। এখন একদম নিচে একটা পরবর্তী পদক্ষেপ নামে বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজ নিয়ে যাওয়া হবে।
এগুলো করার পরে যখন আপনার দেওয়া সমস্ত তথ্য ঠিক থাকবে এবং সরকার কর্তৃক এই সেবাটি যদি চালু থাকে তাহলে আপনি ওই ব্যক্তির ছবিসহ দেখতে পাবেন যারা আইডি কার্ড চেক করতে চান। বলতে গেলে আপনার দেওয়া আইডি কার্ডের সমস্ত তথ্য সার্ভারে পাওয়া গেলে (আইডি কার্ড আসল হলে) আপনার সামনে অনলাইনে বিভিন্ন তথ্য শুরু করবে আইডি কার্ড রিলেটেড।
জাতীয় পরিচয়পত্র নম্বর আসল না নকল চেক করবেন যেভাবে
আসল না নকল চেক করার জন্য সরকার কর্তৃক পরিচয় নামে একটা অ্যাপ রয়েছে যেটা কিনা আপনাকে অনুমোদনের জন্য আবেদন করতে হবে। অনুমোদন নিশ্চিত হলে এবং সমস্ত ডিটেইলস কমপ্লিট করলে ই আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং জাতীয় পরিচয় পত্র আসল না নকল যাচাই করতে পারবেন।
আরো পড়ুন – nid wallet : কেন প্রয়োজন এবং কিভাবে ডাউনলোড করবেন
যে সমস্ত গুষ্টি, পুলিশ কর্মকর্তা, ব্যাংকিং সেবা ইত্যাদি এর ক্ষেত্রে এনআইডি আসল নাকি নকল এই বিষয়টা জানার প্রয়োজন পড়ে তারা পরিচয় নামে যে অ্যাপ সেটা ব্যবহার করে এক ওয়েবসাইটের তথ্য মতে। তো আপনার যদি এই এফের প্রয়োজন পড়ে তাহলে আবেদন করতে পারেন পরিচয় ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে।
Nid number check sms format
এনআইডি নাম্বার চেক এসএমএস ফরমেট হচ্ছে nid <space> form number <space> date of birth and send to 105 number। উদাহরণস্বরূপ:- nid 12345678 22-12-2000
আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি যখন আইডি কার্ড করানোর পরে নাম্বারটা হাতে পাবেন না তখন এসএমএস এর মাধ্যমে সেটা জেনে নিতে পারবেন। তবে তার জন্য প্রয়োজন পড়বে আপনার স্লিপ নাম্বার এবং সঠিক জন্ম তারিখ।
এখানে হয়তো অনেকেই স্লিফ নাম্বার কি এ বিষয়টা জানেন না তাদের ক্ষেত্রে বলি যে, স্লিপ নাম্বার হচ্ছে যেটা কিনা আমাদেরকে ভোটার আইডি কার্ডের বিভিন্ন তথ্য সাবমিট করানোর পরে অনুমোদনের আগে দেওয়া হয়।
আরও পড়ুন – nid card check : ভোটার আইডি কার্ড চেক করুন নতুন নিয়ম
অর্থাৎ আমরা আইডি কার্ড করানোর জন্য যে সমস্ত ডকুমেন্টস মা-বাবার আইডি কার্ড, আমাদের জন্ম নিবন্ধন ইত্যাদি সাবমিট করে থাকি এবং সবগুলো ডকুমেন্টস ঠিকঠাক থাকলে আমাদেরকে একটা স্লিফ দেওয়া হয়।
সেই স্লিফের ডান দিকের উপরের কর্নারে আট সংখ্যার কিংবা ৮ ডিজিটের একটা নাম্বার দেখতে পাবেন মূলত সেটাই হচ্ছে ভোটার আইডি কার্ড ফরম নাম্বার। সুতরাং এসএমএস এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র নম্বর জানতে চাইলে এই ফরম নাম্বারের প্রয়োজন পড়বে।
মোবাইল দিয়ে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড
চলুন এবার জেনে আসি আমাদের কাছে যখন স্লিপ নাম্বারটা থাকবে অথবা ভোটার আইডি কার্ড নম্বরটা থাকবে তখন আমরা অনলাইন থেকে সেটা কিভাবে ডাউনলোড করব আমাদের আইডি কার্ড।
মূলত এর জন্য আপনার প্রয়োজন পড়বে নামমাত্র কয়েকটা জিনিস যেমন স্লিপ নাম্বার অথবা আইডি কার্ড নাম্বার, সঠিক জন্ম তারিখ এবং শেষ ভেরিফিকেশন ইত্যাদ। তাছাড়া আরো কয়েকটা জিনিসের প্রয়োজন পড়ে যেগুলো কিনা স্বাভাবিক আমরা যে কেউ দিতে পারব, বলতে গেলে নিজেরই ইনফরমেশন।
এই সমস্ত ডকুমেন্টস কালেক্ট করার পরে আপনাকে চলে যেতে হবে এন আইডিডব্লিউএ বা বাংলাদেশ নির্বাচন কমিশন এই ওয়েবসাইট। ওয়েব সাইটে প্রবেশ করার পরে আপনার বিভিন্ন ডকুমেন্টস সাবমিট করে একটা একাউন্ট করে ফেলুন কিংবা একাউন্ট রেজিস্ট্রেশন করুন।
যখন অ্যাকাউন্ট রেজিস্টার্ড হয়ে যাবে তখন আপনার একাউন্টে ড্যাশবোর্ড টা দেখতে পাবেন সেখানে অবশ্যই ডাউনলোড নামে একটা বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করলেই মোবাইল দিয়ে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড হয়ে যাবে ইনশাআল্লাহ।
পরিচয় পত্র নম্বর হচ্ছে এমন একটি নাম্বারে যেটা কিনা বাংলাদেশের নাগরিক ১৮ বছর পদার্পণ করার পরে দেওয়া ডকুমেন্টস এর মধ্যে ১৭ কিংবা ১৩ ডিজিটের যে সংখ্যা তাকে সেটা।
জাতীয় পরিচয়পত্র বলতে এমন একটা নথিপত্র বোঝানো হয় যার দ্বারা কোন ব্যক্তির আইডেন্টিফিকেশন বা ন্যাশনালিটি চিহ্নিত করা হয়। এটা অনেকেই অনেক নাম বলে থাকে যেমন nid, ভোটার আইডি কার্ড এবং জাতীয় পরিচয় পত্র ইত্যাদি।
সে ক্ষেত্রে আপনি আপনার ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভাতে যোগাযোগ করতে পারেন তাছাড়া আরও সুযোগ-সুবিধা পেতে পারেন যখন নির্বাচন কমিশনারের সাথে যোগাযোগ করবেন।
SMS. Number | ১০৫ |
Voter id | এনআইডি কালেক্ট |
Idtax | ldtax.gov.bd/citizen/register |
Nid | ভোটার আইডি কার্ড দেখুন |
Check | nid card check |